নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

মনে হয় পৃথিবীতে এখন ছোট জাতের কিছু ডাইনোসর বেঁচে আছে

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮


স্পষ্ট করে বলতে গেলে বলতে হয় ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে । তবে এ জাতিয় প্রাণী এখনো সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়নি । ধরে নিন প্রতিটি পায়রা, পেঙ্গুইন, এবং উটপাখি জাতিয় জীবগুলোও এক জাতি ডাইনোসর । তবে এরা একেকটি আকারে ছোট ডাইনোসর । আরো কিছু ছোট জাতের ডাইনোসর হল যেমন টিয়ে পাখি, বাদুড় এ ধরনের স্তন্যপায়ী প্রাণীগুলো ।
শুধু তাই নয় আপনি মনে চায়লে একটি মুরগী ও হাঁসকেও একটি ছোট ডাইনোসর মনে করতে পারেন ।

তবে আমরা বেঁচে গেছি এ কারনে যে পৃথিবীর সবচেয়ে দর্শনীয় ডাইনোসর গুলো এ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে । না হলে আজও তারা থাকলে এই পৃথিবী জুড়ে তারাই রাজত্ব করতো । এখনো অবশ্য এই পৃথিবীতে রাজত্ব করছে তারাও ওই সব ডাইনোসরের ছোট ভাই ।

ঠিক বড় ডাইনোসরগুলো বেঁচে থাকলে এভাবেই হয়ত বাবার সামনে মেয়েকে না হলে ভাইয়ের সামনে বোনকে না হলে পিতা মাতার সামনে সন্তানকে তার পরে প্রেমিকের সামনে প্রেমিকাকে ওহ বুঝতে পারছেনতো এরা কি ভয়ংকর ছিল । এমনো হতে পারতো যে স্বামীর সামনে তার স্ত্রীকেও তুলে নিত । তখন আর নিরিবিলি বাঁশ বাগানে বা পার্কে বসে কেও প্রেম করতে পারতো না ।



একবার কেও চিন্তা করে দেখছেন এগুলো ডাইনোসরদের দেহের হাড় । এই হাড়ের দৃশ্য দেখলেই ভয় হয় ।
আর যদি কোন এ প্রজাতি একটি ডাইনোসরও পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে কি অবস্থা হত আমাদের ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৬

শতদ্রু একটি নদী... বলেছেন: কি আর হইতো? ট্যারম ট্যারম যুদ্ধ হইতো। হয় ওরা থাকতো নাইলে আমরা থাকতাম।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৮

আমি মিন্টু বলেছেন: শতদ্রু একটি নদী ব্রদার আমারো কাছে তাই মনে হয় । তবু ভালো হইতো ব্রাদার জীব জন্তুর লড়াই করে
বেঁচে থাকতে পারটাম । কিন্তু এহন কিছু মানুষ নামের জানোয়ার আছে এদের সাথে যুদ্ধ করেও বেঁচে থাকা
সম্ভব না । ধন্যবাদ ব্রাদার শুভ কামনা থাকলো ।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই প্রাণী দুই চারটা থাকলে মন্দ হইতনা , এদের খাদ্য তালিকায় দুর্নীতি বাজরা থাকলে আরও ভালা হইত ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৭

আমি মিন্টু বলেছেন: কাহিনী তাহলে বুইঝা ফালাইছেন লিটন ভাই ।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২২

মাঘের নীল আকাশ বলেছেন: বাবার সামনে মেয়েকে না হলে ভাইয়ের সামনে বোনকে না হলে পিতা মাতার সামনে সন্তানকে তার পরে প্রেমিকের সামনে প্রেমিকাকে ওহ বুঝতে পারছেনতো এরা কি ভয়ংকর ছিল । এমনো হতে পারতো যে স্বামীর সামনে তার স্ত্রীকেও তুলে নিত...

আসলেই ছোট জাতের কিছু ডাইনোসর রয়ে গেছে...এবং পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত এরা থাকবে... X((

চমৎকার এনালজী দিয়েছেন!

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৪

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ব্রাদাল ভাললো আছেন ।
আচ্ছা ব্রাদাল @তপ্ত সীসা নামে এক শালার নাটি ব্লগাররে বেশ কয়েকদিন থেকে ব্লগে দেখছি না । আপনে হের কথা কিছু
কইতে পারেল । :P

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪১

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লেখছেন ভাই ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৬

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ আপনাকে । আপনিও কিন্তু মাঝে মাঝে রাজনীতি পর্যালোচনা নিয়ে অনেক ভালো ভালো পোস্ট দেন । শুভ রাত্রী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.