নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারি বেসরকারি শিক্ষার্থীরা নতুন পদক্ষেপর ঘোষনা দিয়েছেন । তারা এখন আর টিউশন ফি এর উপর ভ্যাট সংক্রান্ত বিষয়ে সরকারের ওপর আশ্বাস রাখতে পারছেন না তাই সব বেসরকারি প্রতিষ্ঠান শনিবার থেকে একটানা তিন দিনের হরতালের ঘোষণা দিয়েছেন ।
আর এ ঘোষনা দেন আজকে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম নো ভ্যাট অন এডুকেশন এর সমন্বয়ক জ্যোর্তিময় চক্রবর্তী শুক্রবার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ধানমণ্ডি ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ছাত্র ধর্মঘটের এই ঘোষণা দেন । তিনি বলেন অবিলম্বে টিউশন ফির ওপর থেকে ভ্যাট প্রত্যাহার এবং বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য টিউশন ফি নির্ধারণের নীতিমালা প্রণয়নের দাবিতে আমরা ধর্মঘট পালন করব।
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ প্রামানিক ব্রাদার । এই কথা কি আর ইনারা বুঝেন । ইনারাতো আছে শুধু খাই খাই নিয়ে ।
বাবারে কত যে খেতে পারে । খায়তে খায়তে এত খায়ছে তার পরেও বলে ইনাদের পেটই ভরে না ।
যে কারনে শেষ পযন্ত ছাত্রদের পিছনে লাগলো ।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেকে অভিযোগ করে তারা ফেসবুকার! তারা ভার্চুয়াল!!!
সেই ৫২ ৬৯ এদের দিয়ে হবে না। ছাত্ররা জেগে প্রমান দিল ! ফেসবুকার আর ভার্চুয়ালরা সমাজের বাইরের নয়! চেতরা বিহীন নয়!
---------তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি!!!!!
ভরসা পায় দেশ জাতি!
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ব্রাদার পাশে পেয়ে খুশি হোলাম ।
আসল বিষয় হল তারা এমন মরন নেশায় নামছে দেশটিকে নিয়ে । এখন তারা যেদিকেই তাকায় অন্ধকার সারা আর
কিছু দেখে না । তা না হলে শিক্ষাকে নিয়ে কেও ব্যবসার চিন্তা ভাবনা করে । যেখানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা
এখন ভালো কোন অবস্থানে যেতে পারলো না । তার ওপরে আবার ভ্যাট ।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯
ফাহাদ মুরতাযা বলেছেন: এইবার মনে হয় সীসা দিব!!!
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬
আমি মিন্টু বলেছেন: এভাবে বলতে হয় না ভাই ।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬
এস.আর শাকিল বলেছেন: ছাত্র জাগরণ
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫
আমি মিন্টু বলেছেন: না জেগে যে কোন উপায় নেই ।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৭
ফাহাদ মুরতাযা বলেছেন:
বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে দৃশ্যত বিরক্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ব্রাদার পড়েছি ।
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪১
সুমন কর বলেছেন: সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ই এই খবর জানে না !!
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ সুমন ভাই কালকে থেকে এই পযন্ত হয়ত অনেকে জেনে গেছে । তাছাড়াও সকলকে জানানোর চেষ্টা করেছি ।
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫১
শতদ্রু একটি নদী... বলেছেন: দিলো ধর্মঘট, ক্লাস বর্জন কর্মসুচী, আর বলতেছেন হরতাল। এইটা কি ঠিক হইলো?
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪২
আমি মিন্টু বলেছেন: শতদ্রু একটি নদী আপু থুক্কু ব্রাদার আগে দেখছি হরতাল হলে রাস্তায় সাইকেল পযন্ত চলতো না আর এখন দেখি ধর্মঘট হলে
রাজ পথে দুই একশত গাড়ি ও মানুষ জ্বলে পুড়ে যায় ।
৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
শতদ্রু একটি নদী... বলেছেন: মিন্টু ভাইয়ের কি নিজেরেও প্রথমে মাইয়া এরপর ঘোর ভাংলে পুলা মনে হয় নাকি? অসুবিধা নাই, ডুয়াল সেকচ্যুয়ালিটি কনফিউশন সিন্ড্রোম মনে হয়। ভালো ডাক্তারের হাতে পরলেই ঠিক হইয়া যাইবো।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫
আমি মিন্টু বলেছেন: এইটা কি কইলেন ব্রাদার আমারে শধু কেন আমার কাছেতো মাঝে মাঝে দুইনার পুলাগো মাইয়া আর মাইয়াগো পুলা মনে হয় ।
হয় ঘোর ভাংলে সব ঠিক হইয়া যাইবো । আসল কথা হল ব্রাদার মাইয়া পুলা একই কথা ।
৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫২
ঢাকাবাসী বলেছেন: চিন্তা কইরেননা, ক'িন পরেই আসতাছে ব্লগে লেখলে লাইন প্রতি পন্চাশ টাকা, ফেসবুকিং করলে হাজার টাকা বছরে, টিভির খবর শোনার জন্য ভ্যাট। বেশী ভাঘর ভাগর কইরা লাভ নেই। ভ্্যাট চাই। সেই টাকা দিয়ে এমপিরা মন্ত্রীরা বিনা ট্যাক্স ভ্যাটের গাড়ি কিনবে।
১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১০
ফাহাদ মুরতাযা বলেছেন:
গাহি সাম্যের গান, কি বলেন মিন্টু সাব!!!
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫
প্রামানিক বলেছেন: ছাত্ররা কোন রোজগার করে না তাদের উপর ভ্যাট ধরা উচিৎ নয়।