নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

আসুন সকলে মিলে ব্লগে ভ্যাট দিয়ে একজন সচেতন ব্লগারের দায়ত্ব পালন করি

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৫

না বলেছিনাম কি ব্লগার ভাই ও বোনেরা যেখানে আমাদের দেশে এখন সকল প্রতিষ্ঠান কে যেহেতু ভ্যাট দেওয়া লাগবে বা সরকার যেহেতু সকলের ওপর ভ্যাট বসিয়ে দিছেন,সেহেতু আমাদের সকলের কাছে কিন্তু সামুও অন্যান্য ব্লগগুলো একটি শিক্ষা প্রতিষ্ঠা সূতারাং যদি সামুর কৃতপক্ষ বা অন্যান্য ব্লগ কৃতপক্ষ চান তাহলে আমাদের উপরে একটি ভ্যাট ধার্য করতে পারেন । কেননা আমরা ব্লগে যখন প্রথম জয়েন্ত করি তখন অনেকে অনেক কিছু পারি না বা জানি না । পরে সামুতে বা অন্যান্য ব্লগে ভর্তি হয়ে আমরা যারা লেখালেখী করি বা
অন্যান্য লেখকদের দেওয়া লেখা পড়ি এবং সেসব পড়া বা লেখা থেকেও আমারা অনেক কিছু শিখি অর্থাৎ আমাদের দেশের ব্লগগুলোও কিন্তু একটি শিক্ষা প্রতিষ্ঠান ।তাই আমাদের ওপরেও যদি সামুর কৃতপক্ষ বা অন্যান্য ব্লগ কৃতপক্ষরা একটি ব্যাট থুক্কু ভ্যাট বসিয়ে দিতেন তাহলে মনে হয় ব্লগের কিছুটা আয়ের উৎর্স বাড়তো । তাই সকল ব্লগার ভাই ও বোনদের বলছি প্লিজ আসুননা আমরা সকলে মিলে সামুতে ও অন্যান্য ব্লগে যারা লেখালেখী করি, সেইসব ব্লগে লেখা ও ব্লগ পড়ার জন্য এখটি ভ্যাট দিয়ে সামু ও অন্য সকল ব্লগ প্রতিষ্ঠাদের একটি আয়ের উৎর্স বের করে দেই ।
ভ্যাটের পরিমান যা হবেঃ
১। আগে ছিল ভর্তি ফি এখন হবে ভর্তি ভ্যাট । তাই যারা ব্লগে নতুন সদস্য হবেন তাদের প্রতেক সদস্যকে ভর্তি ভ্যাট ৩০০ টাকা দিতে হবে ।
২। যারা ব্লগে সদস্য আছেন তারা ব্লগে লেখেন আর নাই লেখেন তাদের প্রতি মাসে নিম্নতম ১০০ টাকা ভ্যাট দিতে হবে ।
৩। আর যারা ব্লগে প্রবেশ করবেন তাদের ব্লগে প্রবেশের জন্য ২০ টাকা ভ্যাট দিতে হবে ।
৪। ব্লগে প্রবেশের পরে যারা ব্লগ লেখবেন তাদের প্রতিটি ব্লগ পোস্টের জন্য ১৫ টাকা ভ্যাট দিতে হবে ।
৫। যারা ব্লগে প্রবেশের পর শুধু পড়বেন তাদের প্রতিটি পোস্ট পড়ার জন্য ১০ টাকা ভ্যাট দিতে হবে ।
৬। পোস্ট পড়া শেষে প্রতিটি কমেন্টের জন্য ৭ টাকা ভ্যাট দিতে হবে ।
৭। পোস্ট পড়ে যদি কমেন্ট ও লাইক দুটো এক সাথে দেন তাহলে সে ক্ষেত্রে ১১ টাকা ভ্যাট দিতে হবে । আর যদি শুধু লাইক দেন তাহলে প্রতি লাইকে ৫ টাকা ভ্যাট দিতে বা প্রদান করতে হবে ।


আসুন সকলে মিলে ব্লগে ভ্যাট দিয়ে একজন সচেতন ব্লগারের দায়ত্ব পালন করি

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২২

শতদ্রু একটি নদী... বলেছেন: ভাই, আপনে স্বেচ্ছায় এইসব ভ্যা প্রদানে আগাইয়া যান। আশা করি আপনারে দেইখা অনেকেই উদ্যোগী হবে। ;)

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

আমি মিন্টু বলেছেন: দুআ কইরেন ব্রাদার..................... :)

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩১

দর্পণ বলেছেন: কন কি? ভ্যাট দেওন লাগবে নাকি?

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

আমি মিন্টু বলেছেন: হয় হয় ভ্যাট দেওনের লেইগা ট্যাহা রেডী করেন ।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

প্রামানিক বলেছেন: ভাই ভ্যাটের অন্ক দিলেন, কত টাকায় কত ভ্যাট তা তো কইলেন না।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই । ওটা মনমত একটা ধরে নিবেন । B-)

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭

ইমরান-উল-ইসলাম বলেছেন: আরে ভাই অবস্থা যা চলতেছে, কয়দিন পরে না আবার শ্বাস-প্রশ্বাসেরও ভ্যাট দেওন লাগে ! তারপর আবার কইব, অই মিয়া শ্বাস নেওয়ার ভ্যাট দিছ মাগার ছাড়ারটা তো দেও নাই ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৯

আমি মিন্টু বলেছেন: কথা কিন্তু মিথ্যা বলেন নাই ব্রাদার ।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬

ব্লগার মাসুদ বলেছেন: ভালো বলছেন মিন্টু ভাই

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২০

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ব্রাদার ।
বেশ কিছুদিন থেকে আপনার কোন লেখা পাইতেছি না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.