নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

মডারেটদের দৃষ্টি আকর্ষন কি করে এই পোস্টটি এখন প্রথম পৃষ্টায় থাকে

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

নেহাত একটি ক্যাচাল পোস্ট । এমনেইতো আমি সব সম ব্যন্ট হওয়ার ভয়ে থাকি তাই বেশি কিছু বলতে চাই না ।
শুধু এটুকু বলতে চাই দয়া করে মডারেট সাহেব প্রয়োজনে আজ ভাবীর সাথে একটু গল্প কিচ্ছা কম করে আগে ব্লগে
এসে একজন সচেতন ব্লগ মডারেটের দায়ত্ব পালন করুন । এটে ব্লগের পরিবেশ ভালো থাকবে আপনাদেরও সঠিক ভূমিকা
পালন করা হবে ।
কুরবানী নামক পশুহত্যার উৎসবের আসল কাহিনী

মন্তব্য ২৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: আপনার সাথে আমিও প্রতিবাদে আছি।।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩২

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই এখানে প্রতিবাদ করে কোন লাভ নেই ।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০১

amitanmoy বলেছেন: মডারেটর মনে হয় ঘুমাইতাছে। কেচাল কিন্তু চলতাছে। মডারেটর মহোদয়, পোস্ট ব্যান করেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৪

আমি মিন্টু বলেছেন: :)

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মনে হয়না কাজ হবে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

আমি মিন্টু বলেছেন: :(

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১০

মিথ্যা প্রেমের গল্প বলেছেন: আমিও মন্ত্যব করছি। ও পোস্টটি ব্যান করা হুক

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

আমি মিন্টু বলেছেন: :(

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৬

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ আপনার সাথে সহমত । তবে এটা মনে হয় মধ্যরাতের ক্যাচাল ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩০

আমি মিন্টু বলেছেন: বিষয়টি বুঝার জন্য আপনাকে ধন্যবাদ ।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৪

হানিফঢাকা বলেছেন: পোস্ট ব্যান করতে হবে কেন। যে প্রশ্ন টা করেছে তার উত্তর দেন তাহলেই ত হয়।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৯

আমি মিন্টু বলেছেন: সরী হানিফ ভাই ভুল বুঝবেন না । আমি যে সম্পর্কে বেশি অভিজ্ঞ্য নয় কেন সে বিষয় নিয়ে মন্তব্য করব । যে যতটুক বুঝে সে ততটুক নিয়ে মন্তব্য করাই ভালো । তবে পোস্টটা ব্লগে একটা ক্যাচাল লাগানোর জন্যই দেওয়া তাই কৃতপক্ষের কাছে
রিপোট করা । মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩০

মিন্টুর নগর সংবাদ বলেছেন: বাহ আপনার নামও দেখছি মিন্টু । তহলেতো আপনি আমার দোস্ত হয়েগেলন ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২১

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন ভাই।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি যে কোন বিষয় নিয়ে প্রতিবাদ করতে পারেন তবে ব্যক্তিগত জীবনে কে কি করছে না করছে তা নিয়ে আপনি কথা বলার অধিকার রাখেন না।

এই বিষয়ে আশা করি আপনি সর্তক হবেন। আপনি আমাদেরকে মেইল করেছেন। এই বিষয়ে আপনাকে মেইলে জবাব দেয়া হয়েছে।

ঐ পোস্টে আলোচনা হচ্ছে, সবাই সেই পোস্টটির বিরুদ্ধে যৌক্তিক ভাবে আলোচনায় অংশ নিচ্ছেন। পোস্ট সরিয়ে ফেলাই কোন সমাধান নয়।

ধন্যবাদ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৯

আমি মিন্টু বলেছেন: দুংখীত আসলে আপনেরা আমকে যে মেলে জবাব দিয়েছেন আমার সে মেলটি হ্যাক হয়ে যাওয়াতে আমি কোন জবাব খুজে
পাইনি তাই দয়া করে যদি [email protected] এতে আমাকে মেল করেন তাতে আমি কৃতজ্ঞতা থাকবো ।
ধন্যবাদ আসলে আমার ভুল হয়ে গেছে এটা ব্লগ এখানে যে যেমনে মনে চাইব তেমনেই লেখবে সূতারাং আমাদের মত
লেখকদের কিছু বলা ঠিক নয় ।
আমার ভুল হয়ে গেছে ক্ষমা করবেন ।

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩২

আমি মিন্টু বলেছেন: ঠিক কইছেন যত যুক্তি আপনেরাই জানেন আর যখন কোন লেখার বিরুদ্ধে কোন যুক্তি দেখাতে পারেন না তখন সেই লেখককে ব্যান
করেন । কেননা তারে কোন যুক্তি দেখাতে পারবেন না যে সে কারনে তার ব্যান করেন ।

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৫

হোমোসেপিয়েন্স বলেছেন: এইটা একটা ফালতু পোষ্ট। এইটা আমার অনুভূতিতে সামান্য আঘাত করেছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২২

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ঠিক বলছেন আপু । আমার কোন আঘাতই আনে নাই । :)

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩৪

মিহির সাহা বলেছেন: যারা প্রতিনিয়ত ইসলামী আকিদা বিশ্বাসের বিরোধিতা করছে,গালমন্দ করছে তাদের সামান্য সমালোচনা করলেই সামুলীগ খড়গহস্ত হয়ে ওঠে। সম্ভবত সামুর মডারেটররাই এসব পোস্ট দিয়ে থাকে।ইসলামের গুষ্টিউদ্ধার না করলে সামুর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ব্লগার হওয়া যায় না।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২১

আমি মিন্টু বলেছেন: আপনি কোথাই থাকেন ভাই । একবার আমার কাছে আছেন আপনাকে একটু বুকে জরিয়ে ধরি ।
অনেকদিন পরে একটা মন মত মন্তব্য পেলাম ।ধন্যবাদ ভাই :)

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৯

সাদী ফেরদৌস বলেছেন: আমার মনে হয় যে কোন বিষয় নিয়েই যৌক্তিক আলোচনা হতে পারে । স্বয়ং আল্লাহ ও নবিজি বলেছেন যুক্তি তর্ক করার জন্য । আশা করছি অন্যকে দোষারোপ না করে নিজে মন দিয়ে পড়াশুনা করবেন । আর আমি আপনি মুসলিম বলে , অন্য কাওকে কথা বলতে দিবো না এটা অত্যন্ত জঘন্য একটা ব্যাপার । যার যার বিশ্বাস তার কাছে , তাকে সেটা পালন করতে দিন ।কখনো যদি উনি আমাদের বিশ্বাস নিয়ে কথা বলেন , তাহলে আমাদের কাজ যুক্তি নিয়ে তার সাথে কথা বলা ।
যাই হোক , ভুল তো মানুষ ই করে তাই না , ভালো থাকবেন ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ।
তাই বলে এভাবে সরাসরি একে অপরের ধর্মের ওপরে আঘাত করে কথা ।
যাক এ বিষয় নিয়ে আমি কোন কথাই বলতে চাই না । শুধু এ কারনেই বলেছিলাম কোন একটা অঘটন ঘটে গেলেতো
আমরা শুধু চাপাটি কুড়াল আলাগো দোষ দেই । এখন দেখছি আমাদেরও অনেক দোষ আছে । সবই বুঝি কিছু কইতে পারি না । :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.