নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

*~~~~~ভালো বাসার বন্ধন~~~~*

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯


তোমায় নিয়ে লিখলাম কিছু কথা,
যা মনে পড়তে তা দিয়ে লেখা হল এক গুচ্ছ কবিতা ।
দিয়েছি তোমার নামে উৎসর্গ করে,
নিও তুমি নিজ হাতে তুলে,
না হয় মনে করো,
পেয়েছ কুড়িয়ে নিজের অজানা কোন ভুলে ।
স্বর্গ সে যে স্বর্গ কখন হয় না নরক,
সব পাবার মাঝেওঘুরতে ঘুরতে এ পৃথিবীতে,
কিছু চাওয়া দেখা রয়ে যায়,
কিছু রয়ে যায় অপারক ।
ভালোবাসার মাঝেও থাকে ভালো তাকে বলে ভালো,
নতুন কবির ভাষায় মন্দকে নয়ত বলবে মন্দন,
এভাবেই নতুন কিছুর হয় শুরু,
এ ভাবেই হয় একে অপরের বন্ধন ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪

শায়মা বলেছেন: ভাইয়া এত সুন্দর কবিতায় এত ভুল ভাল বানান!!!!!!!!:( :( :(

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০০

আমি মিন্টু বলেছেন: আপু আমার বানান গুলো একটু দেখিয়ে দিবেন ।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই । সুন্দর না ছাই । :)

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪

শায়মা বলেছেন: তোমায় নিয়ে লিখলাম কিছু কথা,
যা মনে পড়তে তা দিয়ে লেখা হল এক গুচ্ছ কবিতা ।
দিয়েছি তোমার নামে উৎসর্গ করে,
নিও তুমি নিজ হাতে তুলে,
না হয় মনে করো,
পেয়েছ কুড়িয়ে নিজের অজানা কোন ভুলে ।
স্বর্গ সে যে স্বর্গ কখন হয় না নরক,
সব পাবার মাঝেও ঘুরতে ঘুরতে এ পৃথিবীতে,
কিছু চাওয়া দেখা রয়ে যায়,
কিছু রয়ে যায় অপারক । (এটা কি জানিনা ভাইয়ু:()
ভালোবাসার মাঝেও থাকে ভালো তাকে বলে ভালো,
নতুন কবির ভাষায় মন্দকে নয়ত বলবে মন্দন, ( মন্দন? এটা কি জিনিস??? বুঝলাম নাতো:()
এভাবেই নতুন কিছুর হয় শরু, শুরু
এ ভাবেই হয় একে অপরের বন্ধন ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪

আমি মিন্টু বলেছেন: কিছু রয়ে যায় অপারক । হচ্ছে না পারা
নতুন কবির ভাষায় মন্দকে নয়ত বলবে মন্দন এটা হচ্ছে মন্দ বা খারাপ । তবে আমি এর নাম দিছি মন্দন ।
ধন্যবাদ আপু ভালো থাকবেন । শুভ সন্ধা :)

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯

লালপরী বলেছেন: দারুন লাগলো :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ লালপরী আপু । আমার ব্লগে স্বাগতম ।
আচ্ছা আপু আপনি কি সত্যিই লালপরী । না ঘটনা হল আমি শুধু পরীদের কথাই শুনেছি কখন নিজ চোখে পরী দেখিনী । :)

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: এই কবিতা সানি লিয়ন লাইক করতে তো??

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

আমি মিন্টু বলেছেন: আপনি নাই বলে সানিলিওনও নাই । তবে আমার কেন জানি মনে হয় ভাই সানিলিওন আমার পুস্টের চেয়ে আপনাকেই বেশি লাইক
করবে । B-)

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন । আপনার ভালো লেগেছে শুনে আমারো অনেক ভালো লেগেছে ।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: আমাকে পছন্দ করলে কোন ক্ষতি নেই। মানুষ হিসাবে আমি তাকে সন্মান করতেই পারি।

কিন্তু আপনারা তো কয়দিন মিথ্যা সংবাদ দিয়ে অনেক লাফালাফি করলেন।
কি পাইলেন। সে যে এদেশে আসবে সে খবর ডাহা মিথ্যা। নাকি??

তবে ওই কয়দিন হুজুরদের খেল দেখা গেছে ভাল।
তাদের ইয়ে................... একবারে................... হা হা হা।

ওসব বাজে চিন্তা বাদ দিয়ে কবিতাই লিখুন।
শান্তি পাবেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

আমি মিন্টু বলেছেন: হা হা হা তা যা বলেছেন ভালোই লাগলো শুভ সন্ধা । ভালো থাকবেন শুভকামনা রইল । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.