নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

সামুর সকল ভাগিনাদের গরু কাঁটা ঈদের শুভেচ্ছা ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭

সামুর সকল ভাগিনাদের ঈদের শুভেচ্ছা ঈদমুবারক
আগামি কাল সারাদেশব্যাপী বিশাল হত্যা কান্ডের ঘটনা ঘটবে ।
এটে কয়েক লক্ষ গরু শহিদ হবেন । আসাকরি সকলে ঠিকঠাক মত এ হত্যা কান্ডে যোগ দিবেন । আহারে বেচারা গরুরা কিন্তু এর জন্য কোন দুংখ করেন না । যত দুংখ তাদের জন্য আমাদের ।
তাই আমরা তাদের জন্য কতযে দুংখ প্রকাশ করি । কত ভাবে মানুষকে ভুলভ্রান্ত বুঝানোর চেষ্টা করছি । আহারে ভাই কেন গরু কুরবানীর নামে হত্যা করবেন । কেন এই করবেন কেন সেই করবেন । যে যাই বলুক আমরা কিন্ত কোন ভাবেই এই হত্যাকান্ড থেকে পিছিয়ে যাবো না । সবাই বলুন আল্লাহুঅকবর আল্লাহঅকবর । পড়ার জন্য সামুর সকল ভাগিনাদের ধন্যবাদ

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮

আহমেদ দীন রুমি বলেছেন: :P

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১০

আমি মিন্টু বলেছেন: ঈদমুবারক । :P

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৭

টিএম.নীরব বলেছেন: আহ কি চিন্তা, মনে চায় চুতা পিটা করি।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪

আমি মিন্টু বলেছেন: ভাই ছিড়া চটি আছে কি হাতের কাছে রাইখেন । ধন্যবাদ ঈদমুবারক ।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩০

এন.এ.আনসারী বলেছেন: ভাই এতই সাহস বা পশু জবাই এর বিরুদ্দে থাকেন তাহলে কুরবানী কেন হিন্দুদের পশু বলি এক কোপে মাথা আলাদা এর বিরুদ্ধে লেকেন না কেন? ভাতা বন্ধ হযে যাবে এই ভযে? হাহাহাহা

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬

আমি মিন্টু বলেছেন: চলুক না ভাই অন্য কোন উপাইয়ে খামকা অন্যের ধর্মের উপরে আঘাত আনার ধরকার আছে ।
ঈদমুবারক ভাই ।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩২

এন.এ.আনসারী বলেছেন: Click This Link

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ পড়েছি । ভালো লেখছেন ব্রাদার ।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫১

এন.এ.আনসারী বলেছেন: গাত্রদাহটা নিজের নিয়ন্ত্রনে রাখেন ভাই, আর যদি বলতেই হয় তাহরে নিরপেক্ষভাবে সব দিক দেখে লেখেন, শুধুমাত্র ইসলামকে নিয়ে লেখা কি আপনাদের মানবতাবাদ?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪০

আমি মিন্টু বলেছেন: আমিতো ভাই কুন ধর্ম বা জাত নিয়ে কথা বলি নাই ।
যাই হোক মিয়া ভাই শুনেন ইসলাম নিয়ে যত কুযুক্তি ভাবে কথা কমু বা কইবেন তত বেশি মাল পামু বা পাইবেন ।
কিন্ত এই দুনিয়াতে না হইলেও ওই দুনিয়াতে ভাল মজা বুঝবেন ।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬

স্যার এডলফ হিটলার বলেছেন: প্রতিদিন KFC তে কয়টা মুরগি খাওয়া হয় ? আশা করি হিসাব নিয়ে দেখবেন :D আর হ্যা আপনি কি নিরামিষাশী নাকি ? যদি না হন, তাহলে তো আপনার এ ব্যাপারে কথা বলা মানায় না ;) আগে নিজেরটা দেখেন, পরে অন্যকে বুঝাবেন ।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৪

জাতির গ্রান্ডপা বলেছেন: মনতু বাইয়া , মনতু বাইয়া , তুমি তি দলু না তাগোল ?????? নাতি তুমি খাতিল পাদোল???? ;););)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৪

আমি মিন্টু বলেছেন: আমি ছুট থিইকাই খাতিল গোত্তের পাদোল । কুপ মদা পাই । :)

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

আমার পথ চলা ১ বলেছেন: লেখককে বলছি- অাপনার প্রতিদিনের খাদ্য তালিকাটা একটু স্মরণ করে দেখুনতো, বৃক্ষ নিধন না করলে আপনার ভাত, রুটি, শাক-সবজি ইত্যাদির যোগান বন্ধ হয়ে যাবে। কারন এই খাবার গুলোর উৎস কোন না কোন বৃক্ষ (ধান গাছ, গম গাছ, শাক-সবজি গাছ ইত্যাদি), প্রকারভেদে ভিন্ন ভিন্ন ধরনের বৃক্ষ। তাইলে আপনি খাবার খাওয়া বন্ধ করে দিন। ফলশ্রুতিতে বৃক্ষ নিধন কমে যাবে বা বন্ধ যাবে।
আবার আপনার খাদ্য তালিকায় যদি মাছ, মাংস, ডিম যুক্ত থাকে। তাইলে হিসেব করে দেখুন- প্রতিটা ডিম খাওয়ার মধ্য দিয়ে আপনি একটা করে মুরগী/হাঁস নিধন করছেন। এক টুকরো মাছ খাইতে চাইলেইও আপনাকে একটা মাছ নিধন করতে হচ্ছে। মাংসের ব্যাখাতো আপনার বক্তব্যেই আছে। এতে প্রমানিত হল যে, খাদ্য ভক্ষণ করতে হলে আপনাকে পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে কোন না কোন জীব নিধন বা হত্যাকান্ডের সাথে যুক্ত হতে হচ্ছে।
তাই এখন হতে আপনি খাদ্য গ্রহন বন্ধ করে দিন।

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩০

প্রামানিক বলেছেন: :-P

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪১

আমি মিন্টু বলেছেন: :P

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯

কাবিল বলেছেন: ঈদ মোবারক।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৯

আমি মিন্টু বলেছেন: ঈদমুবারক ।।

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮

বাড্ডা ঢাকা বলেছেন: মিন্টু ভাইয়া ঈদমুবারক

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১১

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ঈদমুবারক । :)

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১০

সুমন কর বলেছেন: অগ্রীম ঈদের প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। !:#P

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩২

আমি মিন্টু বলেছেন: ঈদমুবারক ব্রাদার ।
আপনারতো কপাল খারাপ বিগ ব্রাদার আপনি খাইতে পারবেন না ।
রাগ করলেন নো রাগ নো মাইন্ট দুষ্টমি করলাম ভাই । :) B-)

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৫

মামুন ইসলাম বলেছেন: ঈদমুবারক !:#P

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১০

আমি মিন্টু বলেছেন: ঈদমুবারক । ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.