নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ঈদের দিন দিনে সময় পামু না গরু কাঁটা নিয়ে ব্যস্ত থাকমু । তাই রাতেই ব্লগের কাঁটাকাটি শেষ করে নিলাম । কাল জানিয়েছিলাম সামুর ভাগনেদের আজ জানিয়ে দিলাম সকল সহ ব্লগার ভাই বোন সহ সামুর মামুদের ঈদমুবারক ।
যাই হোক ঘুমতে যাই আর মাত্র কয়েক ঘন্টা তার পর ধরে কুবামু । কি কুবামু কেউ কি বুঝতে পারছেন ।
ছোট একটি কবিতাঃ
কুরবানীর ঈদ
কুরবানী দিবেন যারা
কিছু বলি শুনেন তারা
আপনি দিচ্ছেন পশু কুরবানী
তাতে আছে গরীবের হক
তাই তাদের যদি বুঝিয়ে না দেন তাদের ভাগ
খোদা আপনার উপরে করবেন ভীষন রাগ ।
দয়া করে কেউ গরীবের ভাগ রাখবেন না ফ্রীজে তুলে
তাহলে আপনাকে থাকতে হবে কবরের আযাবে ঝুলে ।
আর যাই করেন আর না করেন
সৃষ্টি কর্তারে কেউ যাইয়েন না ভুলে ।
তাই দয়া করে নিয়ম মতে আপনার পশুর গোস্তকে দেন তিন ভাগ করে
এক ভাগ আত্মীয়র এক ভাগ নিজের আর এক ভাগ দিবেন গরীবরে
যদি আল্লারে করেন ভয়
তাহলে যেন সমানে সমানে ভাগ হয় ।
যদি করেন ভুল
তাহলে পারবেন না পার হতে চুলের মত সে পুল ।
এই ভুলগুলোই হবে
সে আযাবের ফুল ।
ভুলে যাক সকলে মনে আছে যত জিদ
শুভ হোক সকলের জন্য কুরবানীর ঈদ ।
সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদমুবারক জানিয়ে নিলাম বিদায়
ঈদ সকলের মনে আনন্দ বয়ে আনুক সদায় ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৬
আমি মিন্টু বলেছেন: আরে রাহেন আঙ্কেল প্রাণীর আবার স্বাভাবিক জীবন থাকে নি ।
একবার কুনমত হাড়গরুর শিংয়ের গুতা খাইয়া দেইখেন কেমন মজা । তহন আপনিই ঠিকি কইবেন আল্লাহ অকবর ।
ডোন মাইন্ট আঙ্কেল বলার জন্য মজা করলাম কিন্ত চাঁদ গাজী ভাই । পবিত্র ঈদুল আযাহের শুভেচ্ছা থাকলো এই ছোট
ভাইয়ের পক্ষ থেকে ঈদমুবারক ।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৮
সুমন কর বলেছেন: ঈদের প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪০
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ব্রাদার পাশে থাকার জন্য । আপনাকেও ঈদের শুভেচ্ছা । সুমন ভাই ঈদমুবারক ।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩০
সচেতনহ্যাপী বলেছেন: আমি কুবামু আমার চামড়া ব্যাবসায়ী ভাইদের।। কিছু করতে পারলে,ঠেকান??
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৫
আমি মিন্টু বলেছেন: হা হা হা ভাই এবার চামড়া ব্যবসাহীরা ধরা খাইবো । ঈদমুবারক ।
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩০
চাঁদগাজী বলেছেন:
প্রাণীদর স্বাভাবিক জীবন উপভোগ করতে দেন।