নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদুল আজহা উপলক্ষে পুরো ঢাকাবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদমুবারক । আশা করি সবাই ভালো আছেন । আরো আশা রাখী সবাই ভালো ভাবেই ঈদ পালন করেছেন এবং পশু কুরবানী দিছেন ।
যাই হোক পরসমাচার পশুর সাথে সাথে আশা করি আপনার মনের পশুকেও হত্যা করে নিশ্চিত মানুষ হয়ে উঠেছেন । যারা পশু কুরবানী দিছেন তারা আপনার পশুর গোস্ত গরীবরে মনে চাইলে দিয়েন আর মনে না চাইলে না দিয়েন । তাতে আমার কোন অভিযোগ নাই । ভাই চামড়ার টাকা আপনার আত্মিয় স্বজনের ভিতরে যে গরীব তার হক । এটাও মনে চাইলে তারে দিয়েন আর মনে না চাইলে গোস্ত যেমন ফ্রিজে রাখবেন তেমন চামড়া বেচার টাকাও আপনার আলমারীতে রাইখেন । কেউ আপনেরে বাধা দিবে না ।
রাখেন মিয়া কথা এখন শেষ হয় নাই । এইবার আসুন আসল কথায় আসা যাক ভাই আপনি কুরবানী দিছেন কেন ? নিশ্চয় ছোয়াবের আশায় । তবে আপনি কি জানেন এই পশু জবাইয়ে ছোয়াবের পরিবর্তে আপনার গুনাহ হবে যে ।
একবার ভেবে দেখুন আপনি যে স্থানে আপনার পশু জবাই দিলেন সেখানে ঠিক মত পরিষ্কার পরিছন্য করছেন কি না । আপনার কুরবানীর পশু জবাইয়ের পর যদি তার রক্ত ও ময়লা আবোরজনা পরিষ্কার পরিছন্য না করেন তাহলে আপনার কুরবানী কিন্তু হালালের পরিবর্তে হারাম হয়ে যাবে । কারন হল ইসলামের দৃষ্টিতে পরিষ্কার পরিছন্য হল ঈমানের অঙ্গ । অথচ আপনি পশু কুরবানীর দিলেন কিন্ত পশুর ময়লা আবোরজনা পরিষ্কার পরিছন্য করলেন না তাতে করে আপনি কিন্তু ছোয়াবের বদলে গোনাহের কাজ করলেন । শুধু তাই না একবার ভেবে দেখুন এই ময়লা আবোর্জনা থেকে কত ধরনের রোগ জীবানু এমন কি আপনার পরিবারের সদস্যদের বা আপনার পাশে থাকা প্রতিবেশিদের নানান ধরনের অসবিদা হতে পারে । তাই দয়া করে এখুনি আপনার বাড়ির আশেপাশ থেকে কুরবানীর ময়লা আবোর্জনা পরিষ্কার পরিছন্য করুন ।
আরেকটি বিষয় যদি পারেন এই জবাইকিত পশু থেকে আপনার বাচ্চাদের দূরে রাখুন । না হলে এই সব পশুর সাথে থাকা জীবানু আপনার বাচ্চার শরীরে আক্রমন করতে পারে ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ সুমন ভাই । ঈদমুবারক ।
কেমন কাটলো ঈদ । বৌদিরে নিয়ে নিশ্চয় গুরাগুরীতে ব্যস্ত ছিলেন ।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
হামিদ আহসান বলেছেন: ঈদ মোবারক ............
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই । ঈদমুবারক ।
কুপাকুপিতে শরীর আজ বেশ ক্লান্ত ।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
সুমন কর বলেছেন: না, ঘরেই ছিলাম।।
আজ বাইরে যাওয়া সম্ভব না.....দূর্গন্ধ!!!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
আমি মিন্টু বলেছেন:
যাক তাহলে মনে হয় আপনাকে আরো দু চারদিন ঘরে শুয়ে কাটাতে হবে
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৭
প্রামানিক বলেছেন: ঈদ মোবারক।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১১
আমি মিন্টু বলেছেন: ঈদ মোবারক ..................
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২০
কমরেড নীল বলেছেন: ঈদ মোবারক।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৫
আমি মিন্টু বলেছেন: ঈদ মোবারক
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার কুরবানীর পশু জবাইয়ের পর যদি তার রক্ত ও ময়লা আবোরজনা পরিষ্কার পরিছন্য না করেন তাহলে আপনার কুরবানী কিন্তু হালালের পরিবর্তে হারাম হয়ে যাবে । - এরকম ফতোয়া কোথাও নেই। এ ধরনের সিদ্ধান্ত আসার সুযোগ নেই। তবে পরিস্কার পরিচ্ছন্নতা যেহেতু ঈমানের অঙ্গ সেহেতু এটা অটোমেটিক সবাইকে বাধ্য করবে পরিস্কার রাখতে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৬
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ আপনার জ্ঞ্যান বেশি । ঈদ মোবারক ।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৫
গুলশান কিবরীয়া বলেছেন: ঈদ মোবারক !! ভালো বলেছেন ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৭
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ আপু ঈদ মোবারক ।
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩
কালের সময় বলেছেন: হুম ভালো বলেছেন ভাই মিন্টু ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪
আমি মিন্টু বলেছেন: থ্যাঙ্কু ।
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
সুমন কর বলেছেন: ভালো বলেছেন...