নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

মিনায় পদদলিত হয়ে মৃত্যুর সংখ্যা ৭২০ জন পার হয়ে গেছে । এর দায় নিবে কে

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭


মিনায় পদদলিত হয়ে মৃত্যুর সংখ্যা ৭২০ জন পার হয়ে গেছে ।
গত বৃহঃপতিবার মিনায় সয়তানের উদ্ধেশ্যে পাথর নিক্ষেপ কালিন
তারাহুরা করতে গিয়ে একজন আরেকজনের পায়ের নিচে পরে
ওখানেই অনেকের মৃত্যু হয় । কথা হল কিছু কিছু সংবাদ মিডিয়া সংবাদ পড়ে যা জানা গেছে এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ লাখ মুসল্লি সৌদি আরবে হজব্রত পালনে গেছেন ।
আর এটাই প্রথম না এর আগেও চলতি মাসের শুরুতে নির্মাণকাজে ব্যবহৃত একটি বিরাট ক্রেন ভেঙে নিহত হয়েছেন ১০৭ জন হাজি । এ ঘটনায় আহত হন ২৩৮জন হাজি । হজের আনুষ্ঠানিকতা শুরুর কয়েকদিন আগে ওই দুর্ঘটনা ঘটে । এর আগে ২০০৬ সালে মিনায় হজব্রতের শেষ পর্বের এই আনুষ্ঠানিকতায় পদদলিত হযে মারা যান ৩৬৪ জন হাজি । তা ছাড়াও পবিত্র নগর মক্কায় ২০০১ সালে ৩৫জন হাজি ২০০৪ সালে ২৪৪জন হাজি ১৯৮৭ সালে ৪০০জন হাজি ১৯৯০ সালে ১ হাজার ৪২৬জন হাজি ১৯৯৪ সালে ২৭০জন হাজি এবং ১৯৯৭ সালে পদদলিত হয়ে মৃত্যুবরণ করেন ৩৪৩ জন হাজি ।
প্রশ্ন হল এর আগেও এতগুলো দূর্ঘটনা ঘটলো যখন তখন সৌদি সরকার কেন এর নিরাপদ কোন বেবস্থা গ্রহন করলেন না ।
এসব দূর্ঘটনার দায় কে নিবেন ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


দায় সৌদী সরকার ও মৌলভীরা নিয়েছে; সৌদীরা বড় অংকের টাকা দিবে, মৌলভীরা বললে যে, মৃত হাজীরা বেহেশতে চলে গেছে।

আপনার অন্য কোন সমস্যা আছে?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

আমি মিন্টু বলেছেন: না আমার জন্য তেমন কোন সমস্যা নাই । সমস্যা যা তা আপনাকে নিয়ে । শুনেছি এ বছর চামড়ার বিজনেসে বড় অংকের
ধরা খাইছেন ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: ইউরোপিয় গনমাধ্যমগুলি ইতিমধ্য দাবি করেছে- মৃতের সংখ্যা ২০০০ হাজারের বেশি হবে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই । আরো বেশি হওয়ার সম্ভবনা আছে তবে যতদূর সম্ভবত এই মৃত্যুর সংখ্যা নিয়েও সৌদির সরকার
কুন চালাকি করছেন ।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:

" লেখক বলেছেন: না আমার জন্য তেমন কোন সমস্যা নাই । সমস্যা যা তা আপনাকে নিয়ে । শুনেছি এ বছর চামড়ার বিজনেসে বড় অংকের ধরা খাইছেন । "

-ধরা তো খেয়েছি আপনার মত লোকদের কারণে, টাকা নিয়েছেন অগ্রিম, চামড়া তো দেন নাই।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭

আমি মিন্টু বলেছেন: ভাই কিছু মনে করবেন না বিজনেসের সিস্টেম এমনি আপনার কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে তা দিয়ে মাল কিনে সে
মাল স্টকে রেখে দিয়েছি । দাম বাড়লে ওগুলো বিক্রি করমু তার পর আপনার ভাগ্য ভালো থাকলে টাকা ফেরত পাইবেন না
হলে ও টাকার আশা আপনাকে ছেড়ে দিতে হবে । আপনি লাভতো হারালেন সাথে অর্থ হারালেন । মাঝে থেকে আমার গুটি লাল । :)

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


আপনি তো আমার টাকাকে সোনালী ব্যাংকের টাকা মনে করেছেন!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২১

আমি মিন্টু বলেছেন: সোনালী ব্যাংক কি বলছেন ভাই ।
আমিতো আপনার পকেটের টাকারে বাংলাদেশ গাজী ব্যাংকের টাকা মনে করে সে টাকা দিয়ে ইচছামত
দেশী বিদেশী বোতল মারছি । যাই হোক ভাই ঋৃন কি মওকুফ করা যায় না । একবার দেইখেন ভাইবা ।
লাগে আপনারে কিছু ধরাইয়া দিমুনি । B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.