নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

বাল্যবিয়ের অবসান করতে আরো ২৬ বছর লাগবে ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৯


প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকার ব্যক্ত করেছেন যে ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশে বাল্যবিয়ের অবসান ঘটবে । মাত্র চলছে ২০১৫ তার মানে বাকি আরো ২৬ বছর । আর তত দিনে কত হাজার হাজার মা ও শিশুদের জীবন হানি দিতে হবে তা একবার হিসাব করলে বোঝা যাবে । আমার কথা হল দেশের কত ধরনে ইবলিশ চোর বদমাইশ আবার ভালো নীরহ মাইষের কত দ্রুত আইনে বিচার হল । আর সামান্য একটা বাল্য বিবাহ বিষয়টি উনি সমাধান করার জন্য আরো ২৬ বছর চাচ্ছেন । আপনি ততদিন বেঁচে থাকবেন না মরে যাবেন কে জানে । থাক আপনার ধারা এই সব ভালো কর্ম হবে না যে তা আমরা সাধারন জনগণ আগে বুঝে গেছি । আপনিতো আর সাধারন জনগণের নেত্রী না আপনি হলে পাগল আর বেকুপ লীগের নেত্রী । সাধারণ মাইষের নেত্রী হইলে কইতেন দুই চার বছরের ভিতরে বল্যবিবাহ অবসানের
জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে বা নেওয়া হবে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৬

এজজিলারেটেড উইন্ড বলেছেন: আমেরিকাতেই বাল্যবিবাহের সমস্যা বিদ্যমান অনেক।অবশ্য বলে কি লাভ যারা রাস্তাঘাটে পশুপাখির মত জীবন যাপন করে
তাদের দেশে এসব গিয়ে বলার কোন দরকার আছে?আমাদের সমস্যা আমরা মিটিয়ে নেব।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৯

আমি মিন্টু বলেছেন: হুম যা বলেছেন খারাপ বলেন নাই ।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৩

মিন্টুর নগর সংবাদ বলেছেন: কি লেখলেন দোশ্ত এটা যাক সমস্যা নাই ততদিনে অন্তত এ দেশের কিছু গরীব ফকির মরে সাফ হবে :(

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

আমি মিন্টু বলেছেন: হুম আপনি যা ভালো মনে করেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.