নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকার ব্যক্ত করেছেন যে ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশে বাল্যবিয়ের অবসান ঘটবে । মাত্র চলছে ২০১৫ তার মানে বাকি আরো ২৬ বছর । আর তত দিনে কত হাজার হাজার মা ও শিশুদের জীবন হানি দিতে হবে তা একবার হিসাব করলে বোঝা যাবে । আমার কথা হল দেশের কত ধরনে ইবলিশ চোর বদমাইশ আবার ভালো নীরহ মাইষের কত দ্রুত আইনে বিচার হল । আর সামান্য একটা বাল্য বিবাহ বিষয়টি উনি সমাধান করার জন্য আরো ২৬ বছর চাচ্ছেন । আপনি ততদিন বেঁচে থাকবেন না মরে যাবেন কে জানে । থাক আপনার ধারা এই সব ভালো কর্ম হবে না যে তা আমরা সাধারন জনগণ আগে বুঝে গেছি । আপনিতো আর সাধারন জনগণের নেত্রী না আপনি হলে পাগল আর বেকুপ লীগের নেত্রী । সাধারণ মাইষের নেত্রী হইলে কইতেন দুই চার বছরের ভিতরে বল্যবিবাহ অবসানের
জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে বা নেওয়া হবে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৯
আমি মিন্টু বলেছেন: হুম যা বলেছেন খারাপ বলেন নাই ।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৩
মিন্টুর নগর সংবাদ বলেছেন: কি লেখলেন দোশ্ত এটা যাক সমস্যা নাই ততদিনে অন্তত এ দেশের কিছু গরীব ফকির মরে সাফ হবে
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৮
আমি মিন্টু বলেছেন: হুম আপনি যা ভালো মনে করেন ।
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৬
এজজিলারেটেড উইন্ড বলেছেন: আমেরিকাতেই বাল্যবিবাহের সমস্যা বিদ্যমান অনেক।অবশ্য বলে কি লাভ যারা রাস্তাঘাটে পশুপাখির মত জীবন যাপন করে
তাদের দেশে এসব গিয়ে বলার কোন দরকার আছে?আমাদের সমস্যা আমরা মিটিয়ে নেব।