নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

কিছু ফেসবুকের বেকুবদের ফেসবুকে বসে মানুষকে বেকুব বানানোর কাজ ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৪



মক্কার নিহত হাজিদের এভাবেই গনো কবর দেয়া হয়েছে । আমাদের সৃষ্টিকর্তা হে মহাণ আল্লাহ আপনি উনাদেরকে কে জান্নাতি মেহমান
হিসেবে কবুল করেন | আমিন ।
সকলকে অনুরোদ করছি আপনেরাও উনাদের জন্য দোআ করবেন এবং পড়া শেষ হয়ে গেলে শেয়ার ও আমিন বলবেন ।
আসলে বিষয়টি হল কিছু ফেসবুকের বেকুবদের ফেসবুকে বসে মানুষকে বেকুব বানানোর কাজ ।
ভাগিছ আমি ফেসবুকের তথ্যটি দিয়েছি নয়ত বা আমিতো মুতামুটি বেকুব হয়েছি নেহাত আমার মত অনেক ব্লগারকে বেকুব বানানোর মত
একটি অপরাধি আমাকে হওয়া লাগতো । যারা আগে পোস্টটি পড়েছেন দয়া করে ভুলবুঝবেন না । এটা আসলে পাকিস্তানের তাপদাহে মৃত্য মানুষের দাফনের ছবি। আর এটাকে কিছু ফেসবুকের বেকুবেরা তথ্য ভুয়া দিয়ে শুধু মাত্র লাইক পাওয়ার আশায় শেয়ার আর কমেন্টের জন্য অনেক অপধম`প্রচারক এডমিনদের এই কাজ । ধন্যবাদ সকলকে

ছবি তথ্যফেসবুক থেকে নেওয়া ।

মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

নতুন বলেছেন: ভাই এটা হাজীদের গন কবরের ছবি না।

মিথ্যা প্রচার করবেন না প্লিজ। আগে সত্য জানুন তারপরে প্রচার করুন।

এটা পাকিস্তানের তাপদাহে মৃত্য মানুষের দাফনের ছবি।

আর একটা কথা ফেসবুকের ৯৯% ছবি ভুয়া শুধু মাত্র কিছু সেয়ার আর লাইকের জন্য অনেক ধম`প্রচাকর এডমিনরাও এই কাজ করেথাকে।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

নতুন বলেছেন: গুগুলে ছবি সাচ করা যায় সেটা একটু শিখে নিন তবে এই রকমের ভুয়া ছবি বুছতে পারবেন।

https://www.youtube.com/watch?v=VnX_FqMlkZo

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ নতুন ভাইয় একটি সঠিক তথ্য দিয়ে উপকিত করার জন্য ।
আমি এখনি এই পোস্টের শিরোনাম চেঞ্জ করে দিচ্ছি ।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।

আমাদের দেশের সাধারন মানুষ সহজ সরল তাই তাদের প্রতারিত করতে সবাই চেস্টা করে। ধমীয় অনুভুতি ব্যবহার করে অনেক ফেসবুকের পেজই এই রকমের মিথ্যা প্রচার করে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
নাহ ভাইয়া আইজ হইতে আর ফেসবুকে ঢুকমু না । ওরা আসলে ভালো না । ফেসবুক আসলে মানুষকে বোকা বানানের
একটি সাইটের নাম ।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১২

নতুন বলেছেন: ফেসবুকে ঢুকতে বাধা নাই। অনেক ভাল জিনিস ও আছে। কিন্তু কিছু বিশ্বাস করার আগে অবশ্যই জাচাই করতে হয়। তবে আর সমস্যা হয়না। :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৭

আমি মিন্টু বলেছেন: তবু আমার কেন জানি ধর করে ভাইয়া ।
আমি আবার সহজ সরল কিনা সে জন্যই হয়ত ভয় লাগে B-)

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২০

নতুন বলেছেন: তাহলে বেশি বেশি শিখতে হবে জানতে হবে। ঢর করার কোন কারন নাই।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৮

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া সাহস দেওয়ার জন্য ।
আপনার কথা মেনে চলার যথাযথ চেষ্টা করবো এবং চালিয়ে যাবো ।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০২

কালের সময় বলেছেন: ফেসবুকে আসলে এ ধরনের ছবি পোস্ট দেওয়া বন্ধ করে দেয়া উচিত ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

আমি মিন্টু বলেছেন: হুম আমারো তাই মনে হয় ।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

ডার্ক ম্যান বলেছেন: কতিপয় হারামজাদা মূর্খ মুমিনদের নিয়ে এই ভাবে খেলা করে

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪০

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া ঠিক বলেছেন ।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: এই জন্যই আমি ফেজবুকের ছবিগুলোকে ৯৯ পার্সেন্ট মিথ্যা ভাবি :D

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২২

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই আমিও কাইল হতে তাই ভাবতে শুরু করেছি ।

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২১

মাঘের নীল আকাশ বলেছেন:

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬

আমি মিন্টু বলেছেন: Thanks

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

গরু গুরু বলেছেন: পাকিস্তানি পত্রিকার কোনো লিংক টিংক দেনত

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯

আমি মিন্টু বলেছেন: কেন ভাই লিংকু দিয়া কি অইবো

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

সুমন কর বলেছেন: +

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ সুমনকর ভাই ।
কেমন চলছে মডুগিরী B-)

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৬

ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর একটি বষয় তুলে ধরেছেন ভালো লাগলো লেখাটি ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
ফেবুতে বেশি বেশি আড্ডা দিবেন । :)

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

ঠ্যঠা মফিজ বলেছেন: ফেসবুক বন্ধ করে দেওয়া উচিত ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
আমারো কিন্তু তাই মনে হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.