নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উদারতা: ব্লগ ব্যবহারের নিয়মকানুন এবং শর্তগুলো মনে রাখুন। অন্যদের সেভাবে দেখুন, নিজেকে এখানে যেভাবে দেখতে চান। সহনশীলতা: বিভিন্ন জনের বিভিন্ন মতামত প্রকাশের এটি একটি খোলা জায়গা। ধর্ম, রাজনীতি বা সাংস্কৃতিক দিক থেকে চিন্তাধারা এবং মতামতের ভিন্নতা থাকবেই। তবে অবশ্যই তা আক্রমনাত্বক বা উষ্কানীমূলক নয়। এক্ষেত্রে সকলের সহনশীলতা একান্ত প্রয়োজন। প্রাসঙ্গিকতা: আলোচনা, সমালোচনা বা যে কোন ধরনের পোষ্টয়ের ক্ষেত্রে সবসময় প্রাসঙ্গিক থাকুন। আপনার সুস্পষ্ট, গঠনমূলক ও প্রগতিশীল লেখা,লেখক ও পাঠক তথা গোটা সমাজের পরিবেশের মঙ্গলের জন্যই। উৎস উল্লেখ করা: আপনার লেখায় অন্য কারো লেখা বা বই (তা সে বিখ্যাত বা অখ্যাত যাই হোক) থেকে উদ্ধৃতি আসতেই পারে।সেক্ষেত্রে পরিস্কারভাবে তা উল্লেখ করুন। কপিরাইটের ব্যাপারে সতর্ক থাকুন। আপনার স্বত্তাধিকার থাকলে তা উল্লেখ করুন (যদি প্রয়োজন হয়)।
উপরের ওই নিয়মগুলোতো শুধু লেখক ব্লগার দের জন্য প্রযোয্য ।
আর এসব নিয়ম ব্লগাররা ব্লগে নতুন যখন জয়েন্ত করে তখনই একপাঠ মুখস্থ করে তার পর ব্লগে জয়েন্ত করে । শুধু ব্লগারদের জন্য করা নিয়ম পড়া হল । কিন্তু আপনাদের জন্য নিয়ম নীতিগুলো কি একটু জানাবেন । একটু পড়ে দেখবো আপনাদের কোন নিয়মে লেখা আছে একজন সেফরত ব্লগারকে কখন কুন নিয়মে কুন পোস্টের কারনে ব্যান এবং কোন ছবির কারনে একজন ব্লগারের লেখা প্রথম পৃষ্টা থেকে মুছে দেওয়া ও তাকে প্রথমে ব্লক বা ওয়াচ পরে তাকে ব্যান করার কথা লেখা আছে । শুধু মাত্র আপনাদের একক নিয়ম বেধে তার বৃত্তিতে একটি পল্টফরম কখনই চলতে পারে না । আমি আমার এই পোস্টটির আগে শেষ যে পোস্টটি দিছি ও পোস্টটিতে এমন কোন খারপ কিছুই লেখী নাই । এবং সে পোস্টে যে ছবিটি ব্যবহার করেছি তাউ কোন খারাপ ছিলনা । শুধু মাত্র কয়েক আপনাদের পাওচাটা ব্লগারের কথা শুনে আমার ব্লগটি মুছে দেওয়া এবং আমাকে ব্লক করা এটা কোন নিয়মে লেখছেন তা আমাকে একটু জানাবেন । আমি ওই নিয়মটি একবার পড়ে দেখমু । আমি জানি ভালো করেই আমার মত ব্লগাররা ব্লগে লগিন করে ঢুকার সাথে সাথে আপনাদের নজরধারী শুরু হয়ে যায় তাদের উপরে সূতারাং ছবিটি যদি সত্য ওরকম আহমারি কোন খারাপ হত তাহলে পোস্টের শুরুতেই আমাকে কৃতপক্ষ থেকে নির্দেশ দেওয়া হত ছবিটি সরিয়ে ফেলার জন্য ।
কিন্তু তা হয় নাই । কারন ছবিটি ওরকম আহমারী কিছুই ছিল না যে কারনে কৃতপক্ষ নির্দেশ দিবে । তাহলে চোখ মন বলে আপনাদেরও কিছু আছেতো সেই দিকদিয়ে আপনাদের বুকে হাত রেখে বলেনতো আমার পোস্টার কি এমন অন্যায় ছিল যে কারনে পোস্ট সরিয়ে আমাকে ব্লক করা হল । আশা করি কৃতপক্ষ এর সঠিক কোন উত্তর দিবেন ।
০৭ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩২
আমি মিন্টু বলেছেন:
২| ১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৪
প্রামানিক বলেছেন: চিন্তার বিষয়
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৮
আমি মিন্টু বলেছেন: