নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব ধর্ম মহা পন্ডিতের কারখানা যেন বাংলাদেশে । আজ এ এর ধর্ম বিরুদ্ধে তো কাল ও এর ধর্ম বিরুদ্ধে লেখে । আসল কথা হলরে ভাই যেই যে ধর্ম নিয়ে লেখেন না কেন একটি কথা চিন্তা কইরেন আপনারে যে সৃষ্টি করেছে সে কিন্তু চির জীবিত ।
সেই আসল রাজা সেই যে বড় ধর্ম সেই যে বড় মহারাজা । এই দুনিয়াতে পার পেলেও ও দুনিয়াতে কোন পার নেই ।
সে হিসেবেই বলছি একবার ভেবে দেখুন আপনি কত বড় ভুল করছেন । আপনি ধর্ম নিয়ে লিখতে গিয়ে দেখুন যাকে বাবা বলছেন আবার তাকেই পুত্র বলছেন ।
উদাহরন সরূপ যেমন একটি গান শুনেছিলাম ছোট বেলায় যারে মুসলমনে বলে আল্লা তারে হিন্দুই বলে ভগবান সবার মাঝে বিরাজ করে সে দেখে যে সবাইকে সমান ।
বেশ কিছু লোকই আছেন এখন ব্লগে শুধু ধর্ম নিয়ে উসকানীমূলক পোস্ট দেওয়ার জন্য বসে থাকেন । আসলে কেও যুক্তি বা সমাধানে আছেন না ।
যার যার ধর্ম যার কাছে । তবে সব ধর্ম নিয়ে লেখকদের যার ধর্মের ভালো দিকগুলো তুলে ধরে পোস্ট দিলেই কিন্তু যঠেষ্ঠ আর কিছুর প্রয়োজন হয় না । আর এতেই ধর্ম বিরোধীদের সমাধান অনেকটা বেড়িয়ে যাবে । এবং আপনেরা নিজেরাই বুঝে যাবেন কোনটা ভালো আর কোনটা খারাপ । শুধু শুধু নিজেদের মধ্যে মারামারি খুনাখুনী না করে আগে যুক্তিতে আসুন বা যুক্তি দেখিয়ে আপনি আপনার ধর্মের ভালো দিকগুলো তুলে ধরুন । এবং অপর ধর্মীয় লোক আপনিয় আপনার ধর্মের ভালো দিকগুলো নিয়ে যুক্তি দেখিয়ে লেখুন । দেখবেন আপনাদের দুই ধর্মের লোকদেরই আর কোন ভুল হবে না । এবং আপনেরা নিজে থেকেই যুক্তি মূলক সমাধান বের করে ফেলেছেন । কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে ।
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:২১
আমি মিন্টু বলেছেন: গাজী ভাই ভালোর দিকে না ভেবে উপাই কি ? আর সব থেকে বড় কথা হল ভাই মানুষ এখন বুঝতে ও সচেতন হতে শিখছে .......
২| ২০ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:০১
নতুন বলেছেন: উন্নত বিশ্ব এখন ধম` নিয়ে ক্যাচাল বাদ দিয়েছে। তারা আস্তিক নাস্তিক নিয়ে ভাবেনা।
তারা নতুন নতুন প্রযুক্তি নিয়ে ভাবে। চিকিতসা, মহাকাশ , কম্পিউটারের নতুন নতুন জিনিস আবিস্কার করে। বড় বড় ব্যবসা প্রতিস্ঠান নিয়ে আশে আর আমরা কি করি?
আর আমরা নতুন আবিস্কার হলে তা আমাদের বইতে আগেই লেখা আছে তা নিয়ে খুশি থাকি।
এমন দিন সামনে আসবে যে আমরা প্রযুক্তি ওদের কাছ থেকে কিনে নেবো আর তাদের জন্যই কাজ করবো।
২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
আমি মিন্টু বলেছেন: তাইতো দেখছি বিগ ব্রাদার ।
৩| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেই আসল রাজা সেই যে বড় ধর্ম সেই যে বড় মহারাজা । এই দুনিয়াতে পার পেলেও ও দুনিয়াতে কোন পার নেই ।
দ্য আলটিমেট ডেসটিনি
২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
আমি মিন্টু বলেছেন:
৪| ২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
সুমন কর বলেছেন: ভালো বলেছেন। সহমত।
সবাই যদি এভাবে চিন্তা করতো............+
২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ।
মডুরা চাইলে কিন্তু আমার এই পোস্টটি নির্বাচিত পাতায় নিতে পারতো ।
বাপের শালা মামারা আমার কুন লেখা নির্বাচিত পাতায় নিলনা ।
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:১৬
চাঁদগাজী বলেছেন:
মানুষ সবকিছু নিয়ে ভাবছে, লকিক্যালী মানুষ ক্রমাগতভাবে আগের ভাবনাকে নতুন করে ভেবে নতুন সিদ্ধান্তে যাচ্ছে; মানুষের সামনে অনেক নতুন সমস্যাও আসছে; তবে, মানুষ ভালোর দিকে ভাবছে।