নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

বড় ভাইয়ের নির্দেশে ইতালিন নাগরিক তাভেলা সিজারকে হত্যা করা হয়েছে.........

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১৬


সরকারকে চাপে ফেলে বিব্রত করার জন্য এবং রাষ্ট্রে নৈরাজ্য সৃষ্টির জন্য ইতালির নাগরিক তাভেলা সিজারকে বড়ভাইয়ের নির্দেশেই হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া । তবে এখন পযন্ত হত্যার নির্দেশদাতা বড়ভাইয়ের কোন নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি । এদিকে হত্যাকাণ্ডে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন । গ্রেফতারকৃত চারজনকে গতকাল আদালতে পাঠালে শুনানি শেষে আদালত তিনজনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন । বাকি একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন । যাদের গ্রেফতার দেখানো হয়েছে এতদিন তাদের কথাই বলা হচ্ছিল যে তারা নজরদারিতে রয়েছে । এদের আগেই আটক করা হয় বলে মিডিয়ায় নাম প্রকাশিত হয়। অবশ্য পুলিশ দাবি করেছেন রোববার রাতেই তাদের গ্রেফতার করা হয়েছে ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:২৩

গিড়িংগি বাজ বলেছেন: হুম বুঝলাম ভাইয়ের নিদেশেই না হয় তাকে মারা হল । কিন্তু এ কেমন ভাই যে নিজের ভাইকে হত্যার আদেশ দেন ।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩৪

আমি মিন্টু বলেছেন: বলতে পারি নাগো ভাই বলতে পারি না । কি হচ্ছে এসব পৃথিবীতে । :)

২| ২৭ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:১৬

অতৃপ্ত আত্মা ঁ বলেছেন: ভাওতাবাজি আর ভুংভাং সমৃদ্ধ আষাঢ়ে গল্প

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩৮

আমি মিন্টু বলেছেন: কি জানি কেমনে কমু কি সত্য কি মিথ্যা ।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অতৃপ্ত আত্মা ঁ বলেছেন: ভাওতাবাজি আর ভুংভাং সমৃদ্ধ আষাঢ়ে গল্প
আমারো তাই মনে হয়..............হয়তো নয়া জর্জ মিয়া কেস।
গ্রেফতারকৃতদের স্বজনেরা পুরো ব্যপারটিকেই সাজানো নাটক বলে বিবৃতি দিয়েছেন মিডিয়াতে।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩৯

আমি মিন্টু বলেছেন: তবে ওদের স্বজনেরাই আসল সত্য বলতে পারবে । :)

৪| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩১

কলাবাগান১ বলেছেন: জামাতি দের কাছে সব কিছুই জর্জ মিয়া

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩৭

আমি মিন্টু বলেছেন: হুম ভাই কি বলবো বুঝতে পারছি না ।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটু সেইফে থাইকেন , আপনারেই না আবার বড় ভাই বানাইয়া দেয় ;)

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩৬

আমি মিন্টু বলেছেন: সেই ভয়েইতো আছি লিটন ভাই কেননা যে চারজনকে পুলিশ ধরেছে আমার কেন জানি মনে হয় ওদের কোন মার্কেটের কোন
দোকানে যেন দেখেছিলাম :)

৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৬

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: স্বজনেরা কখন আবার খুনের অভিযোগ স্বীকার করে?

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৭

আমি মিন্টু বলেছেন: খুনির পরিবারতো খুনের কথাই স্বিকার করবে । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.