নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

সমুদ্রিক জাহাজ ব্লগ

০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫


পৃথিবীতে মানুষের বৃহৎ সৃষ্টির অভাব নেই। পৃথিবীর যেকোনো প্রান্তে কিছু না কিছু প্রতিদিন সৃষ্টি হচ্ছে। বড় বা ছোট যাই হোক না কেন। এবার টাইটানিক জাহাজটি থেকে অনুপ্রাণিত হয়েই পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ তৈরি করা হয়েছে। জানা যায়, বিলাসবহুল এই জাহাজটির নির্মাতা প্রতিষ্ঠান ‘রয়েল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল’। এর মালিকানাধীন “ফ্রিডম অফ দ্য সি” হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ।

পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ, দীর্ঘ ১১৮৭.০৫ ফুট
র‍য়্যাল ক্যারাবিয়ান ইন্টারন্যাশনাল (Royal Caribbean International)l-এর মালিকানাধীন এলুর অফ দি সি ( Allure of the Seas) হচ্ছে এযাবৎ কালের পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী একটি জাহাজ ।আর জাহাজটি ৫৪০০ জন যাত্রী আর ২৩৮৪ জন ক্রু নিয়ে সমুদ্র বক্ষে চলাচল করতে সক্ষম। এবং ২০১০ সালের নভেম্বর মাসে জাহাজটি উদ্বোধন করা হয়েছিল।

১১৮৭.০৫ ফুট বা ৩৬০ মিটার দীর্ঘ এই জাহাজে ১৬টি ডেক আছে। জাহাজটির মোট ওজন ২২৫২৮২ টন। ওয়াইফাই ইন্টারনেট সুবিধাসহ এতে রয়েছে ৩টি সুইমিংপুল, একটি ওয়াটার পার্ক, বার, ক্যাসিনো, রেস্টুরেন্ট, আইসক্রিম কর্নার, বাস্কেটবল কোর্ট, মিনি গলফ কোর্স ইত্যাদি।

একটি কোম্পানী Royal Caribbean International এর ওয়াসিস অফ দি সী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং ফ্রীডম অফ দি সী পৃথিবীর চর্তুথ বৃহত্তম যাত্রীবাহী জাহাজের মালিক।

তথ্য ইন্টার নেট

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪

গেম চেঞ্জার বলেছেন: কি রে ভাই? এতো বড়ো একটা পোস্টু আশা করে ....... এতো ছোডো??

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ২:৪৯

আমি মিন্টু বলেছেন: কি করমুগো ভাই মন আর চায়না সামুতে পুস্ট দিতে কারন একটাই আর টা হল ওই যে আপনি লেখছেন সব শালা যোটচ্চোর
ধন্যবাদ চেঞ্জার ভাই ।

২| ০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬

ঢাকাবাসী বলেছেন: অতো বড় জাহাজ নিয়ে আরো অনেক কিছু লেখার ছিল মনে হয়। যাক ভাল লাগল্।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ২:৫১

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ আঙ্কেল না হয় হলো একটু ছোট তবু আপনার কাছে ভালো লাগছে যেনে অনেক খুশি হলাম ।

৩| ০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:১১

অগ্নি সারথি বলেছেন: আর কই?

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ২:৫২

আমি মিন্টু বলেছেন: দেখি পরে সময় পেলে দিমুনি আপনি ভালো থাইকেন ভাই ।

৪| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

ইকরাম বাপ্পী বলেছেন: জাহাজ যত বড় পোস্ট ততোই ছোট... ... B-))

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ২:৫৫

আমি মিন্টু বলেছেন: হু একটু ছোট করেই দিছি এটাই অন্যরকম মজা । ধন্যবাদ ভাই ।

৫| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

ব্লগ সার্চম্যান বলেছেন: এট ছোট কেন মিন্টু ভাই আরো বিস্তারিত লেখলে হতো না ।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ২:৫৪

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই যা পেয়েছেন এই বেশি আর পারতাম না দিতে :)

৬| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

জনাব মাহাবুব বলেছেন: আমি ভাবছিলাম বিশাল কোন লেখা পাবো। কিন্তু একি এত কম লেখা কেন B:-) B:-/

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১২:০৭

আমি মিন্টু বলেছেন: B-)

৭| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

প্রামানিক বলেছেন: এতো দেখি একটা গ্রামের সমান। ধন্যবাদ আপনার লেখায় বড় জাহাজ সম্পর্কে জানা হলো।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪০

আমি মিন্টু বলেছেন: প্রামানিক ভাই এই হইলো আপনাগো গ্রামাইয়া ভূতগো লইয়া আরেক যন্ত্রনা খালি গ্রামই চোখে পড়ে শহর আর খুঁজে পাননা :)
শুভেচছা রইল ।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩

ডাঃ মারজান বলেছেন: ভালো লাগলো ।অনেক অনেক শুভেচ্ছা

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ডাক্তার সাব আপনি কি কি চিকিৎসা করেন আর আপনার ফোন নাম্বারটি একটু দিয়ে দেন আমার হার্ড পরিক্ষা
করামু । :) আর হ্যা আপনি কোন হাসপাতালে বসেন তার ঠিকানাও দেওয়া লাগবো ।

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৭

ডাঃ মারজান বলেছেন: ভাই আমি ডেন্টাল সার্জন। দন্ত পরীক্ষা করি হার্ট না B-) । হেড (দন্ত বিভাগ)ওয়েসিস হাসপাতাল, সিলেট । অনেক অনেক শুভেচ্ছা।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ডাক্তার সাব আমার দন্তে এখন পুকড়া ধরেনি তাই দন্ত চিকিৎসা প্রয়োজন নাই ।

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮

ডাঃ মারজান বলেছেন: দাঁতের পোকা

ভাই দাঁতে পোকা হয়না।

০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৪

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ পড়েছি ভাই । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.