নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

ব্রিটেনে ক্যাথলিক স্কুলে ইসলাম নিষিদ্ধ

০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯


ব্রিটেনের রোমান ক্যাথলিক চার্চ স্কুলগুলোর জিসিএসই ধর্মীয় শিক্ষায় ইসলাম ও অন্যান্য ধর্ম বাদ দিয়ে কেবল খ্রিস্টান ও ইহুদি ধর্ম রাখার নির্দেশ দিয়েছে। মুসলমানরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সাবেক সাধারণ সম্পাদক স্যার ইকবাল স্যাকরাইনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটা বিভিন্ন ধর্মের মধ্যে ব্যাপকতর সহিষ্ণুতা প্রদর্শন করার জন্য পোপ ফ্রান্সিস যে বার্তা দিয়েছেন, সেটা নস্যাৎ করা।
জিসিএসই পরীক্ষায় গত বছরের সংস্কারের প্রেক্ষাপটে চার্চ স্কুল থেকে ইসলাম বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে ডেইলি মেইলের খবরে বলা হয়েছে।
ক্যাথলিক এডুকেশন সার্ভিসের পরিচালক পল বারবার বলেন, ইহুদি ধর্ম শিক্ষা দেয়া হলে খ্রিস্টান ধর্ম সম্পর্কে বিশ্বাস মজবুত হতে পারে।




স্যার ইকবাল স্যাকরাইনি
ক্যাথলিক চার্চের প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে স্কুল সংখ্যা ২,১৫০টি। এসব স্কুলে মুসলিম ছাত্র সংখ্যাও অনেক। তাছাড়া বার্মিংহামের রোসারি ক্যাথলিক প্রাইমারিতে ৯০ ভাগের বেশি ছাত্র মুসলিম।
স্যার ইকবাল বলেন, এটা ভালো সিদ্ধান্ত নয়। চার্চ যে অন্য ধর্মের প্রতি সহিষ্ণু তা এই সিদ্ধান্তে প্রতিফলিত হয়নি ।

তথ্য নেট

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: চারিদিক খালি ইসলাম নিষিদ্ধ হইতাসে ক্যান?
ব্যাপারডা কি?

ওয়া মিন্টু খুইলা কও।

০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

আমি মিন্টু বলেছেন: খুলে আর কমু কি বুঝতেই পারছেন সবাই চায় এখন উলঙ্গ ভাবে চলা ফেরা করতে তাছড়ও মনে হয় পার্কে বা রাস্তার পাশে
গাড়ি পার্কিং করে ঝড় তুফানে সামিল হতে চায় :P । এগুলোতো আবার ইসলামে নিষিদ্ধ তাই আর কি । :)

২| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

অগ্নি সারথি বলেছেন: ইসলামের ঠিকাদারেরা কি খালি দেশের ঠিকা নিসে। ঐ হানে গিয়া শাখা খুলে না কেরে?

০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪০

আমি মিন্টু বলেছেন: মনে হচ্ছে ভাই পুরা পৃথিবীতেই ইসলামকে নিয়ে গভির ছড়যন্ত্র চলছে । :(

৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪

বিষক্ষয় বলেছেন: ক্যাথলিক স্কুল ক্যাথলিকদের মাদরাসা------------ঐখানে ছেলেমেয়ে পাঠালে খ্রিস্টান ধর্মই শিখতে হবে.........ছেলেমেয়েদের পাবলিক স্কুলে পাঠান.................One of my co-worker and his wife (both of whom went to catholic schools as a child) decided to send their boy to public school as the catholic school declared that they (catholic school) will make God relevant in everything, even in science

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

আমি মিন্টু বলেছেন: ঠিক কইছেন যে ভাই দেখী ধন্যবাদ :)

৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: চার্চ যে অন্য ধর্মের প্রতি সহিষ্ণু তা এই সিদ্ধান্তে প্রতিফলিত হয়নি - কখনো তা ছিলনা।

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

আমি মিন্টু বলেছেন: ঠিক কইছেন যে ভাই দেখী ধন্যবাদ :)

৫| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তারা তাদের ধর্মকে উপরে রাখতে চাইবে সেটাই স্বাভাবিক। মুসলিমদের বিকল্প স্কুল খঁজে বের করা উচিত।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৮

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই আমিও তাই বলি পাগলও নিজের ভালো বুঝে । আরে ওরা অন্য ধর্মের লোক আর এই ধর্ম যুদ্ধের শুরু থেকেইতো ওরা
মুসলিমদের পিছু লেগে আছে । যাইহোক মুসলিমদেরই এখন বেশি দরকার অন্যধর্মের স্কুল থেকে সরে আসার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.