নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক ইউজ করা ছাড়ুন

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫১


আমরা যতই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক নিয়ে মাতামাতি করি না কেন ? আসলে এই অভ্যাসটি ছেড়ে দিতে পারলেই ভালো থাকা যাবে। ডেনমার্কের থিঙ্ক ট্যাঙ্ক হ্যাপিনেস রিসার্চ ইনস্টিটিউটঢে গবেষকদের মতে অন্তত এমনটাই বলা হয়েছে । ডেনমার্কে ১০৯৫ জন স্বেচ্ছাসেবকের উপর এক পরীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে এসেছেন ওইগবেষকরা। যাদের মধ্যে ৯৪ শতাংশই ফেসবুকে আসক্ত। তাদের দুটি দলে ভাগ করে পরীক্ষা টি চালানো হয়। অর্ধেককে ফেসবুক করতে দেয়া হয় আর অর্ধেককে ফেসবুক করা থেকে বিরত রাখা হয়। এক সপ্তাহ পর দেখা গেছে যারা ফেসবুক করছিলেন না তাদের মধ্যে ৮৮ শতাংশ স্বেচ্ছাসেবকই খুশি হয়েছেন। আরযারা নিয়মিত ফেসবুক করছিলেন তারা আরও নিজেদের একাকী ও দুশ্চিন্তাগ্রস্ত বোধ করছিলেন। গবেষকরা বলছেন হাতে বাড়তি সময় থাকলে বন্ধুদের সঙ্গে সামনাসামনি কথা বলুন। গবেষকদের বক্তব্য আমাদের কী চাই তার উপর মনোযোগ দেওয়ার বদলে ফেসবুক আমাদের অন্যদের কী হয়েছে তার উপর গুরুত্ব দিতে শেখায়।” সংস্থার সিইও মাইক উইকিং বলছেন কয়েকদিন ফেসবুক করার কথা ভুলে নিজের কাজে মন দিয়ে দেখুন আরো তাড়াতাড়ি এবং খুশি খুশি মনে আপনি আপনার কাজ শেষ করতে পারবেন।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০০

সুমন কর বলেছেন: আমি তেমন করি না....সামুতে থাকি !:#P

১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

আমি মিন্টু বলেছেন: থাকেন আরো বেশি বেশি থাকেন । সামু মামুতো আপনাগোই ঘরের লোক । এখন আর আগের মতো সামুতে থাকন হয় না । ;)

২| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৬

প্রামানিক বলেছেন: কয়েকদিন ফেসবুক করার কথা ভুলে নিজের কাজে মন দিয়ে দেখুন আরো তাড়াতাড়ি এবং খুশি খুশি মনে আপনি আপনার কাজ শেষ করতে পারবেন।

কথা ঠিক। ধন্যবাদ

১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯

আমি মিন্টু বলেছেন: ঠিক ঠিক প্রামানিক ভাইয়ের কথা ঠিক । B-)

৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

আখেনাটেন বলেছেন: ভালো লাগলো আপনার লেখা।

১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ যে নাম তাতে কি বলবো আপনাকে আপু ণা ভাই বুঝতে পারছি না ।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৮

আরজু পনি বলেছেন:

নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে আর কোন সমস্যা নেই...
ডাক্তারের চেম্বারে ফোন বন্ধ করে ঢুকতে বলার চেয়ে ফোন সাইলেন্ট করে ঢুকতে বলাটা বেশি যুক্তিযুক্ত ।
তাই ফেসবুককে ভালো কাজে ব্যবহার করে নিয়ন্ত্রিত সময় ক্ষেপনই আসল কথা ।

ধন্যবাদ মিন্ট নেশার জগতের গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরার জন্যে ।
একটা সময় আমি সামুতে আসক্ত ছিলাম, দিনরাত সামুতেই থাকতাম...এখন অনেকটাই নিয়ন্ত্রিত...
ভালোবাসার জায়গাটাকে নেশাগ্রস্থ করে প্রত্যাশা বাড়িয়ে হতাশাগ্রস্থ হতে চাই না ।

১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ আপু পোস্টে অংশ গ্রহণ করার জন্য ।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

নাবিক সিনবাদ বলেছেন: হা কোনো কিছুই অতিরিক্ত করা ভালোনা :)

১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯

আমি মিন্টু বলেছেন: হা কোনো কিছুই অতিরিক্ত করা ভালোনা :)

৬| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১২

রক্তিম দিগন্ত বলেছেন: একাকীত্বতায় থাকার পিছনে একমাত্র দোষ নিজেরই। নিজে ঠিকভাবে চললে সবই ঠিক থাকে।

তবে অতিরিক্ত কোনকিছু করাই ভাল না।

১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯

আমি মিন্টু বলেছেন: হা কোনো কিছুই অতিরিক্ত করা ভালোনা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.