নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

প্যারিসের হামলা নিহত ১৬০ জন ভিডিও সহ দেখুন !!!

১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০২


ফ্রান্সের রাজধানী প্যারিসে কয়েকটি হামলায় কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নগরীর কয়েকটি রেস্তোরাঁ, বার, স্টেডিয়ামে প্রায় একই সময় ওই হামলা ঘটে। বোমা বিস্ফোরণ ও গুলির শব্দে প্যারিস প্রকম্পিত হয়ে পড়ে। হামলাকারীরা কালাশনিকভ রাইফেল ব্যবহার করে বলে জানা গেছে। পুলিশের পাল্টা হামলায় অন্তত তিন হামলাকারী নিহত হয়েছে। কেউ এখন পর্যন্ত হামলার দায়িত্ব স্বীকার করেনি।
হামলার কথা শোনার পর স্টেডিয়ামের দর্শকরা ছুটাছুটি করতে থাকেন জার্মানির বিপক্ষে ফ্রান্সের ফুটবল টিমের খেলা চলার সময় স্টেড দ্য ফ্রান্স নামের স্টেডিয়ামটিতে বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। সে সময় ফরাসি প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদ স্টেডিয়ামে খেলা দেখছিলেন বলে জানা গেছে। শহরের একটি এশিয়ার রেস্তোরার সামনে অন্তত দশজনকে পড়ে থাকতে দেখেছেন বিবিসির এক সংবাদদাতা।
এক বন্দুকধারীকে আধা স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে গুলি চালাতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন।

আতঙ্কিত এক তরুণীকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন নিরাপত্তাকর্মীকে
হামলাকারীরা বাতাক্লান কনসার্ট হলে শতাধিক লোককে আটক করে রেখেছিল। মধ্যরাতের পর ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ সেখানে হামলা চালায়। এ সময় বিপুলসংখ্যক লোক নিহত হন।

[হামলায় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছে পুলিশ]
যুক্তরাষ্ট্র বলছে, এই হামলা ছিল সংঘবদ্ধ। তবে এই হামলা সংঘবদ্ধ এবং পরিকল্পিত কিনা, তা এখনি বলা সম্ভব নয় বলে প্যারিসের পুলিশ জানিয়েছে। হামলার সময়কার ভিডিও দেখুন




তথ্য অনলাইন নিউজ !

প্রত্যক্ষদর্শী প্রবাসী বাংলাদেশীদের বর্ণনায় প্যারিস হামলা

নিখুঁত ছকে দেড় ঘন্টার আত্মঘাতী অপারেশন

প্যারিসে সন্ত্রাসী হামলায় দেড় শতাধিক নিহত


আভডেট হচ্ছে !

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: তা হামলা করা করলো মিন্টু সাহেব??
তারা কি সেই শান্তির ..................??

১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩০

আমি মিন্টু বলেছেন: শুনলাম আপনি নাকি জড়িত আছেন । :)

২| ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

গেম চেঞ্জার বলেছেন: হামলাকারীরা মানব জাতির দুশমন!!

১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩১

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়ু গেমচেঞ্জার । ;)

৩| ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১

আব্দুল্লাহ রিফাত বলেছেন: কেন হামলাটা হল???

১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫

আমি মিন্টু বলেছেন: ভাই হামলা করলো কে ।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৫

আমি বন্দি বলেছেন: হামলা যারা করে তারা আসলে ভালো না ।

১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭

আমি মিন্টু বলেছেন: কেমনে কমু কারা এই হামলাকারী ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.