নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলামিক স্টেটের আইএস উত্থানের পেছনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র রয়েছে বলে মন্তব্য করলেন কিউবার সাবেক নেতা ফিদেল কাস্ত্রো । কিউবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় প্রকাশিত কাস্ত্রোর লেখা এক প্রবন্ধের বরাত দিয়ে রাশিয়া টুডেসহ বিভিন্ন গণমাধ্যম একথা জানানো হয়েছে । কাস্ত্রো তার প্রবন্ধে বলেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং মার্কিন সিনেটর জন ম্যাককেইন ষড়যন্ত্র করে আইএস গঠন করেছে । যে দলটি এখন ইরাক এবং সিরিয়ার অনেক এলাকা নিয়ন্ত্রণ করছে । আইএস গঠনের এই পুরো প্রক্রিয়াকে জার্মানির এসএস ট্রুপের সঙ্গে তুলনা করে তিনি বলেন ন্যাটোর নেতৃত্বও হিটলারের মতোই আধিপত্যবাদী । তাদের আবস্থানও অ্যাডলফ হিটলারের সাম্রাজ্যের লোভের চেয়ে কোনও অংশে বা কোন দিকদিয়ে কম নয় । কাস্ত্রোর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় পশ্চিমা এক কূটনীতিক বলেছেন ফিদেল কাস্ত্রোর এখন আর কোনও রাজনৈতিক প্রভাব না থাকতে পারে কিন্তু তার বক্তব্যের গুরুত্ব রয়েছে ।
তথ্যসূত্রঃ ইয়াহু নিউজ।
১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩
আমি মিন্টু বলেছেন: ঠিক কইছেন ভাই সহমত
তা হামলার উপরে আপনার কাছে একটা পোস্ট আশা করছিলাম ।
২| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৯
অগ্নি সারথি বলেছেন: চাঁদগাজী বলেছেন: আমেরিকার ব্যাপারে ফিদেলের বক্তব্য, খালেদা জিয়ার ও শেখ হাসিনার পেরস্পরের বক্তব্যের মতো। - সহমত।
১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪
আমি মিন্টু বলেছেন: সহমত।
৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫
***মহারাজ*** বলেছেন: আমেরিকার ব্যাপারে ফিদেলের বক্তব্য, খালেদা জিয়ার ও শেখ হাসিনার পেরস্পরের বক্তব্যের মতো।
চাঁদগাজী ভাই এর সাথে সহমত !
১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪
আমি মিন্টু বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৩
চাঁদগাজী বলেছেন:
আমেরিকার ব্যাপারে ফিদেলের বক্তব্য, খালেদা জিয়ার ও শেখ হাসিনার পেরস্পরের বক্তব্যের মতো।