নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

ভালই তো লাগচ্ছে সকলের গুটাগুটি দেখতে

২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২১

সকাল সকাল সবাই আমারেও রাজাকার আর বেরাজাকার কইয়া ছাগু হাম্বু কাম্বু জাম্বু যা যার মন চায় কইয়া একখান
গুটা মাইরা হাজিরা দিয়া যাইয়েন :)

প্রিয় ভাই বোনেরা সবাইকে সুপ্রভাদ ।
আজ ক'দিন ধরে ব্লগে আর ফেবুতে ঢুকেই একেক জনের গুটাগুটি দেখতে বেশ লাগছে ।
মনে হচ্ছে বেশ কিছু দিন চলমান থাকবে এই সকল গুটাগুটি ।

কবিতা মন ভাবনা কয়
আহারে এই একটি দেশ এই একটি সমাজ
সেখানে বহু রং বেরং এর মানুষ করে বসবাস ।
জীবনে চলে দৌড়জাপ
কেহ সেখান থেকে পায় না মাপ ।
কেহ আজ দেখাবে
কেহ কাল দেখাবে
এইতো নীয়তি ফি
ছি ছি বাংলাদেশ হচ্ছে আমারই জম্মভূমি
এদেশেই আমি জম্মেছি
তাই তো এত রূপ এর দেখেছি ।

রাজাকার রাজাকার
নাইযে এর কোন বাহার
মুন চায় দেখি আরো
যত আছে আরো তত আসল রাজাকার ।

কই গেলিরে পক্ষ বিপক্ষ
দেখি আরো আছে তোদের কত দক্ষ ।

আমার কবিতা মন ভাবনা কয়
সকল সত্যের মিথ্যা
সকল মিথ্যার সকল সত্য
সকল বেটায় হবে জয় আর বিজয় ।।


মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

আহমেদ জী এস বলেছেন: আমি মিন্টু ,



সে জন্যেই আমার মাত্র দেয়া পোষ্টে এই ছবিটি দিয়েছে - আমি মিন্টু ,

সে জন্যেই আমার মাত্র দেয়া পোষ্টে এই ছবিটি দিয়েছে -

২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩

আমি মিন্টু বলেছেন: ভালো লাগছে ভাই একদম খাঁটি কথা কই সময় এবং উপযোগী পোস্ট ।

২| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

শতদ্রু একটি নদী... বলেছেন: সকাল সকাল বিনোদনের ভান্ডার খুইলা বসছেন মিন্টু ভাই। পিলাচ ;)

২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ নদী ভাইয়া

৩| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১১

আরজু পনি বলেছেন:
:#)
গুটাগুটি কী ? :-*

২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩

আমি মিন্টু বলেছেন: আপু আপনিয়ও কি যে কন :P
যাক হাজিরা দেয়ার জন্য ধন্যবাদ আপু ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.