নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারকেল তেল-
(ক) রুক্ষ চুল নরম করেঃ আপনার চুল যদি খুব রুক্ষ আর ফ্রিজি হয় তাহলে নারকেল তেলের থেকে ভালো কিছুই হতে পারে না। এতে ক্যালসিয়াম‚ আয়রন ও পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম আছে এবং যা চুলের খাদ্য। হাল্কা গরম তেল দিয়ে মাথা ম্যাসাজ করলে চুল রেশমী আর নরম হবে।
(খ) চুল পড়া কমায়ঃ চুল পড়ার সমস্যা থাকলে নারকোল তেল খুব উপকারী। এতে স্যাচুরেটেড ফ্যাট থাকে যা চুলের ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। ফলে নতুন চুল গজাতে সাহায্য করে। যদি চুল পড়ার সমস্যা থাকে বা যাঁদের পাতলা চুল তারা নিয়মিত নারকেল তেল লাগান।
(গ) অকালপক্কতা রোধ করেঃ চুলের গোড়া মজবুত করা ছাড়াও অকালপক্কতা রোধ করে। ঘরোয়া এই প্যাকটা ট্রাই করুন। ১০০ মিলি লিটার নারকেল তেল নিন। এতে আমলা পাউডার, মেথি গুঁড়ো আর কারি পাতা মেশান। সপ্তাহে একদিন এই প্যাক সরারাত লাগিয়ে রাখুন। সকালে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
২) আমন্ড অয়েল
(ক) চুল পড়া কমায়ঃ চুল পড়া কমাতে আমন্ড তেল অত্যন্ত কার্যকারী। এই তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই আর ডি এবং অন্য মিনারেল যেমন ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আছে যা চুলের দরকারী পুষ্টি যোগায়। নিয়মিত ব্যবহার করলে চুল পড়া কমায় এবং চুল নরম আর উজ্জ্বল হয়ে ওঠে। লম্বা উজ্জ্বল চুল পান : নিয়মিত আমন্ড তেল লাগালে চুল খুব তাড়াতাড়ি বাড়ে। এছাড়াও চুলের গোড়া শক্ত করে। ম্যাগনেসিয়াম থাকার ফলে চুল ভেঙে যায় না।
(খ)ড্যানড্রফ বা খুসকি কমায়ঃ অ্যান্টি ইনফ্ল্যেমেটরি প্রপার্টি থাকার কারণে খুব তাড়াতাড়ি খুসকি কমিয়ে দেয়। এছাড়াও আমন্ড তেল প্রাকৃতিক কন্ডিশনর‚ এতে ভিটামিন বি‚ বি৬‚ বি২ আর ই আছে যা নিয়মিত লাগালে স্কাল্প ময়শ্চারাইজ করে ফলে খুসকি হতে দেয় না।
তথ্যসূত্যঃ পত্রিকা নিউজ ।
২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬
আমি মিন্টু বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন: মাইয়ার চেহারা তো ভালো। চেহারায় লাইক দিলাম।
ভালো ভালো ভাই দেইখেন লাইক দিতে যাইয়া যেন আবার জিব্বার পানি বের হইয়া না যায় ।
২| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৭
রূপক বিধৌত সাধু বলেছেন: (চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য) চল অার মুখ দেখে অাবেগে জীবনানন্দের বনলতা সেনের কথা মনে পড়ে গেলো ।
২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭
আমি মিন্টু বলেছেন:
৩| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৮
রূপক বিধৌত সাধু বলেছেন: (চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য) চুল অার মুখ দেখে অাবেগে জীবনানন্দের বনলতা সেনের কথা মনে পড়ে গেলো ।
(অাগের মন্তব্যটা মুছে দিন)
২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮
আমি মিন্টু বলেছেন: ওই হইল মুছার কি হল চলবে ।
৪| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৫
প্রামানিক বলেছেন: ভাল লাগল চুলের কথামালা। ধন্যবাদ
২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই
৫| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৯
লাজুক লতা আমি বলেছেন: এপিক হইসে পোস্ট
২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬
আমি মিন্টু বলেছেন:
৬| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩০
রক্তিম দিগন্ত বলেছেন: দিলেন চুলের টিপস। ছবি দেইখা মনে করছিলাম ফেয়ার অ্যান্ড লাভলীর হইবো।
২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬
আমি মিন্টু বলেছেন:
৭| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
সুমন কর বলেছেন: আজকালের মেয়েরা তো চুল কেঁটে ফেলে.....
এবার যদি কাজ হয়...
২২ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৬
আমি মিন্টু বলেছেন: ঠিক ঠিক কইছেন আমার প্রিয় সহ ব্লগারই বলুন আর বন্ধু বা ভাইই বলুন সুমনদাদু । টা ভাবী ভালো আছে তো
৮| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
জাতির গ্রান্ডপা বলেছেন: মনতু বাইয়া্্, মনতু বাইয়া.।.।.।।। তুমি বাল আতো????????????? আমি বাল নাই.।.।.।.।.।.।। তুমাদেল তেলে দুলে দুলে আকতে আমাল এত্ত এত্ত কত্ত হইতে.।.।.।.।.। এই দেক আমাল তলে আত্তি.।.।.।.।.।.।.।.। আই লাবু মনতু বাইয়া.।.।.।।। আই লাবুতু.।.।.।.।.।.।।। আই লাবু থিলি.।.।.।.।.।
২২ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৮
আমি মিন্টু বলেছেন:
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫১
শতদ্রু একটি নদী... বলেছেন: মাইয়ার চেহারা তো ভালো। চেহারায় লাইক দিলাম।