নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একজন পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন ওশেনিয়া । অস্ট্রেলেশিয়া অঞ্চলের কার্সটেনস পিরামিড পর্বত শৃঙ্গ জয়ের মাধ্যমে বিশ্বের সাতটি অঞ্চলের সর্বোচ্চ সাতটি শৃঙ্গ জয়ের অভিযান পূর্ণ করেছেন বলে মিস নাজরিনের ফেসবুক পেজের এক বার্তায় জানানো হয় ।
ইন্দোনেশিয়ায় অবস্থিত মাউন্ট কার্সটেনস নামের পর্বতের শৃঙ্গটি পুঞ্জাক জায়া নামেও পরিচিত যার উচ্চতা প্রায় ৪৮৮৪ মিটার।
বাংলাদেশ অন সেভেন সামিট ফাউন্ডেশনের মুখপাত্র করভি রাকসান্ড ফেসবুক বার্তায় জানিয়েছেন স্যাটেলাইট ফোনে ওয়াসফিয়া জানিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর উদযাপনের জন্য আমরা এই ক্যাম্পেইন শুরু করি যা ৭১ এর চেতনাকে আরও পরিপূর্ণ করার একটি প্রয়াস এবং তাদের জন্য উৎসর্গ করছি যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। নিজ ভূমিতে ফেরার জন্য আমি উদগ্রীব হয়ে আছি।
এই প্রথম কোন বাংলাদেশী নারী ওশেনিয়ার সব্বোর্চ্চ এই পর্বতে উঠলেন বলেও মিঃরাকসান্ড জানান।প্রথম বাংলাদেশী হিসেবে বাংলাদেশ অন সেভেন সামিট নামে একটি অভিযান চালাচ্ছিলেন মিস নাজরীন। চার বছর আগে তিনি তার এই কর্মসূচি শুরু করেন। আপনাকে অনেক
ধন্যবাদ বোন আমাদের এরকম একটি সুন্দর জয় উপহার দেয়ার জন্য ।
২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
আমি মিন্টু বলেছেন: ওহ! গেম চেঞ্জার ভাইতো মনে হচ্ছে । কি ব্যাপার ভাই ভালো আছেন বহুদিন পরে মনে হয় আননেরে দেখলাম ।
আমিতো মনে করেছিলাম রাজাকার ভেবে আপনাকেও ঝুলিয়ে দিছে
হু ঠিক আছে ওয়াসফিয়াকে কনগ্রাচুলেশনস । আপনাকেও ধন্যবাদ ।
২| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১
প্রামানিক বলেছেন: পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন ওশেনিয়া কনগ্রাচুলেশনস!!
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৩
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই ।
৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
হোসেন মালিক বলেছেন: পর্বতে উঠলে কি হবে?
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৩
আমি মিন্টু বলেছেন: কিছু একটাতো হবেই ।
৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৭১-এর চেতনার সাথে পর্বতারোহণ!
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১১
আমি মিন্টু বলেছেন:
৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১১
কোলড বলেছেন: I couldn't connect the dot between 1971 and mountaineering. Did she climb K-2 or everest?
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
গেম চেঞ্জার বলেছেন: ওয়াসফিয়াকে কনগ্রাচুলেশনস!!
আপনাকে ধন্যবাদ!