নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতের কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা বলেছেন তাজমহল হিন্দু মন্দির ছিল সরকার এ রকম কোনো প্রমাণ পায়নি। সোমবার ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় এ কথা জানান মহেশ শর্মা। এক প্রসঙ্গত তাজমহলকে হিন্দু মন্দির ঘোষণা এবং সেখানে হিন্দুদের পুজো করার অনুমতি দেওয়ার দাবিতে আগ্রা আদালতে হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছিল। গত ২৫শে মার্চ আগ্রা সিটি সিভিল কোর্টে বিশ্বখ্যাত স্মৃতিসৌধ তাজমহলকে শিব মন্দির বলে দাবি করেন আরএসএসপন্থী ৬ জন আইনজীবী মামলা দায়ের করেন।
মামলার বাদী হরিশঙ্কর জৈনসহ অন্য আইনজীবীদের দাবি হল আগ্রায় ভগবান অগ্রেশ্বর মহাদেব নগ্নাথেশ্বর বাস করতেন। এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে তাই ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের হাত থেকে তাদের হাতে দিতে হবে।
আদালতে এই ধরণের বিতর্কিত আবেদন জমা পড়ায় উদ্বেগ প্রকাশ করেন পর্যটন সংস্থাগুলো। তাদের দাবি সারা ভারতের সব চেয়ে বড় আকর্ষণ পর্যটক কেন্দ্র হল তাজমহল। একে বিতর্কিত করা উচিত না। তাজমহলকে যদি বাবরী মসজিদের মত বিতর্কিত করে তোলা হয় তাহলে পর্যটনে এর অনেক বড় ধরনের ক্ষতিকর প্রভাব পড়বে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা অবশ্য সোমবার সংসদে বলেছেন আদালতে আবেদনের বিষয়ে সরকার অবগত রয়েছে। এ নিয়ে বিতর্কের কারণে তাজমহল দেখতে আসা পর্যটকের সংখ্যা কমেনি এবং পর্যটনেও এর কোনো প্রভাব পড়েনি।তাজমহলকে যারা হিন্দু মন্দির বলে প্রমাণের করার চেষ্টা করছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মার মন্তব্যে তারা ধাক্কা খাবেন বলে বিশ্লেষকরা মনে করছেন।
তথ্যসূত্রঃ খবরের কাগজ ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৪
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ নূরু ভাই কথা সত্য সহমত ।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২১
রানার ব্লগ বলেছেন: ইন্ডিয়াতে কিছু বলদ আছে, যাদের দুনিয়াতে কোন কাজ নাই, তারা সকাল সন্ধ্যা গাজা টানে আর যখোন দেখে পাবলিক কোন দাম দিচ্ছে না তখন আজাইরা এটা আওয়াজ তোলে। বাংলাদেশেও এদের ভাই বেরাদার আছে, সারাদিন ঝিম মাইরা পইরা থাকে, এদের কেউ আধা পয়সা দিয়াও দাম দেয় না। পাবলিকের দৃষ্টি আকর্ষণের জন্য এরা আজাইরা ইস্যু নিয়া ম্যা ম্যা করে।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৬
আমি মিন্টু বলেছেন: মাথা নষ্ট হওয়ার মত মন্তব্য করছেন
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২২
কল্লোল পথিক বলেছেন: হায়রে মৌলবাদ!!!
তাজমহলেও ভগবান খোঁজে!!!
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৯
আমি মিন্টু বলেছেন: ভাই এতেই কিছু কিছু হিন্দুভাইদের মন ভাবনা প্রমানিত হয় অনেক কিছু ।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৭
প্রামানিক বলেছেন: তাজমহল নিয়ে বিতর্ক শুৃরু হলে আর বাকী েথাকবে কি।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪
আমি মিন্টু বলেছেন: কি বলবো কিছু বলতে পারছি না ভাই ।
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩
ইলুসন বলেছেন: এমন ছাগল আমাদের দেশেও অনেক আছে। কাম-কাজ নাই তাই খালি আরেকজনের পুটুতে আঙ্গুল দেয়!
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮
আমি মিন্টু বলেছেন: আপনি খুব ভালো মন্তব্য করতে পারেন কিন্তু ভাই ।
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭
রূপক বিধৌত সাধু বলেছেন: "তাজমহলকে যদি বাবরী মসজিদের মত বিতর্কিত করে তোলা হয়, তাহলে পর্যটনে এর অনেক বড় ধরনের ক্ষতিকর প্রভাব পড়বে।" কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই এই ক্ষতি চাইবে না । উগ্র অাবালগুলোকে পেটানো দরকার ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৮
আমি মিন্টু বলেছেন: সহমত ভাই । বিশাল অংকের ক্ষতি ।
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩
ঢাকাবাসী বলেছেন: নিজেগো প্রচারের জন্য আজাইরা বাকোয়াস!
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২২
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ আঙ্কেল উচিৎ কথা বলার জন্য ।
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: হিন্দু সম্প্রদায় অনেক কিছুর পুজা করে
সাপ, গাছ, পাহাড়, নদী ইত্যাদি
সুতরাং তারা যদি তাজমহলকে
তেমন কিছু ভেবে পূজা করে
আর মনে মনে এটাকে
মন্দির মনে করে
পুজা করে তা হলে
তাদের র্রুখবে কে?