নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

মুসলমানরা ইউরোপ দখল করবে

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫


প্রায় এক দশক আগেই আইএসের উত্থান নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন এক রহস্যময়ী অন্ধ মহিলা জ্যোতিষী।
বাবা ভাঙ্গা নামের বুলগেরিয়ান জ্যোতিষী বলেছিলেন মুসলিমরা একটি বৃহত্তর যুদ্ধের মাধ্যমে ইউরোপ আক্রমণ করে পদানত করবে এবং ২০৪৩ সালের মধ্যেই ইসলামি খেলাফত গঠন করবে। এ খেলাফতের রাজধানী হবে ইতালির রোমে।১৯৯৬ সালে মৃত্যু হওয়ার আগে এই রহস্যময়ী জ্যোতিষী আরো বলেছিলেন পরমাণু যুদ্ধে ইউরোপ খ্রিস্টানশূন্য হয়ে যাবে এবং মুসলিমরা ইউরোপের দখল নিবে।
বাব ভাঙ্গা নামের এই মহিলা ১২ বছর বয়সে এক তীব্র ঝড়ের কবলে পড়ে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। তারপর থেকেই তিনি ভবিষ্যৎ দেখতে পান বলে তার ভক্তরা জানিয়েছেন। তার ভবিষ্যৎ বলার ক্ষমতার কথা ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বুলগেরিয়ার স্বৈরশাসক তৃতীয় বরিস তার সাথে দেখা করতে আসেন এবং পরবর্তীতে বরিস তাকে নিজের উপদেষ্টা নিয়োগ করেন।যদিও বরিসের দুর্ভাগ্য ঠেকাতে পারেননি বাবা ভাঙ্গা তবে এখনো তার অনেক ভক্ত রয়ে গেছে বুলগেরিয়ায়।১৯৯৬ সালে বার্ধক্যজনিত কারণে রহস্যময়ী এই নারী পৃথিবী ত্যাগ করেন।

সূত্র ইন্ডিয়ান টাইমস

মন্তব্য ৪৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০১

প্রামানিক বলেছেন: দারুণ একটা আগাম বাণী জানা হলো।

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৫

কল্লোল পথিক বলেছেন: অসম্ভব কিছুই না

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ঠিকি বলছেন ভাই ।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২২

মানবী বলেছেন: ইউরোপ শরনার্থীদের প্রতি মানবতার হাত বাড়িয়ে দেয়ায় বিশেষ মহলে গাত্রদাহ শুরু হয়েছে। ছলে বলে কৌশলে এরা মুসলিমদের ইউরোপের জন্য হুমকী স্বরূপ প্রমানে সদা সচেষ্ট। এই নিন্দনীয় প্রচেষ্টার রেশ ধরেই এখন দুদশক আগের ভবিষ্যদ্বানী কবর খুঁড়ে সামনে আনা মনে হচ্ছে।

দুর্দশাগ্রস্থদের দিকে মানবতার হাত বাড়িয়ে দেবার মতো দেবদূত যেমন আছে, তেমনি আছে সেসব মানুষ ও দেবদূতদের বিপদে ফেলার নোংরা প্রচেষ্টাকারী হিংস্র হায়নার পাল।

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৬

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ মানবী আপু আমারো কিছুটা এমনই মনে হচ্ছে এ পুরোপুরি গভির ছড়যন্ত্র ।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৫

উচ্ছল বলেছেন: কতজনে কত কি বললো, শুধু অপেক্ষায় থেকে গেলাম।

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩১

আমি মিন্টু বলেছেন: শুধুই বাস্তবতার অপেক্ষা

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৬

ফারুক১ বলেছেন: আইএস নিজেই একটা ষড়যন্ত্রের নাম। আল্লাহ হয়তো এই ষড়যন্ত্রকে বিপরীতমূখী করে দেবেন। ইহুদিদের আসলেই অনেক পাওয়া জমেছে। যদিও ভবিষ্যতবানী নিজেই ইসলামের দৃষ্টিতে হারাম। কিন্তু খৃষ্টানদের আভ্যন্তরীন চর্চা তো জানা হল।

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভালো বলছেন ।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

শাহ আজিজ বলেছেন: এক খেলা-পটের হাত থেকে বাচতে ২ কোটি সিরিয়ান,ইরাকি ঘরবাড়ি ছেড়ে এক অনিশ্চিত ভবিয্যতের যাত্রায় হাঁটছে। বিশ্বাস হয় যে এই মানুষগুলো ইউরোপে আরেক আইএস খেলা-পটের সৃষ্টিতে রত হবে? তাহলে নিজ ঘরেই তো ভাল ছিল। সব মানুষই কাজ কাম করে সুন্দর জীবন যাপন করতে চায়।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

আমি মিন্টু বলেছেন: একদম ঠিক বলছেন ভাই । আপনার মন্তব্যগুলো একটু অন্যরকম এবং ভালো লাগে সবসময় ।

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: হ মিন্টুরোড সাব........... ঠিকই কইসেন.............
আর আমি কই পৃথিবী একসময় পাপীদের দখলে চলে যাবে, কারণ তখন সবাই আমাগো মুসলমানরা থাকবে।
কোরানেও আছে এমন কথা।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

আমি মিন্টু বলেছেন: আপনিও কিন্তু খারাপ বলেন নাই । আবার এমন শোনা যায় সেই পাপীদের হাত থেকে মুসলমানেরাই ছনিয়ে আনবে এবং ইসলাম কায়েম করবে ।

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০১

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: ‘‘......কান নিয়ে গেছে চিলে.....” কবিতার কথা মনে পড়ে গেল। তথ্যের জন্য ধন্যবাদ।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

আমি মিন্টু বলেছেন: অনেকটা এরকম হতেও পারে ।

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:


প্রথমবার মুসলমানেরা সভ্যতার আলোক দেখছে ইউরোপে; মুসলামানেরা ইউরোপেই বেঁচে থাকবে, বাকীরা হারিয়ে যাবে।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

আমি মিন্টু বলেছেন: কেমনে কমু ভাই কোনটা ঠিক আর কোনটা আনঠিক ।

১০| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫

কেউ নেই বলে নয় বলেছেন: একবিংশ শতাব্দীর এই সময়েও গাঞ্জা খাওয়া ভালো। ভালো না?

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০০

আমি মিন্টু বলেছেন: :-/

১১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮

গোধুলী রঙ বলেছেন: হ, যেমনে মালালা তালেবান হামলার শিকার হইয়া খবর হইছিলো, এইডাও তেমুন একখান খবর বটে।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০০

আমি মিন্টু বলেছেন: কি বললেন বুঝতে পারলাম না ।

১২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৭

গোধুলী রঙ বলেছেন: কৈতাইচিলাম, মালালা যেমন গুল্লি খাওয়া থেকে শুরু করে আজতক মোটামুটি ষড়যন্ত্র মূলক প্লট, হেডিও তেমনি

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১০

আমি মিন্টু বলেছেন: ঠিক আছে ভাই বন্দুক লোড কইরা আইসা পড়েন বুক পাইটা রাখলাম গুলি কইরা যান ।

১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৩

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: সময় বলে দিবে ভবিতব্য কি হবে!

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১২

আমি মিন্টু বলেছেন: উপর আলাই বলতে পারেন তাহার উপর কেহ নাই ।

১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৭

গ্রিন জোন বলেছেন: গাজাখুরে বানানে গল্প। ভাঙ্গা বাবা নাম ইউরোপে হতে পারে বলে মনে হয় না। এটা উপমহাদেশীয় নাম মনে হচ্ছে। সুতরাং বিষয়টি টোটালি মেকিং বলে মনে করছি। টাইমস অব ইন্ডিয়া কোনো ষড়যন্ত্রে পা দিয়েছে অথবা তারাই এই উদ্ভট কাহিনীর নায়ক।

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৪

আমি মিন্টু বলেছেন: এরকমি কিছু একটা হবে ভাই । নিশ্চিত থাকেন এটা কেউ না কেউ একজন ষড়যন্ত্র করছে ।

১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১১

নিমগ্ন বলেছেন: খবরের লিংকু দেন_________________

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৬

আমি মিন্টু বলেছেন: দুঃখীত ভাই বেশ কিছুক্ষন খুঁজলাম লিংকুটা কাল পিসি নতুন উইনডোস সেটাপ দেওয়ায় সব উদাও দেখি আবার পরে দেখমুনি পেলে
আপনাকে জানানো হবে ।

১৬| ১১ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:২৫

সজিব্90 বলেছেন: আপনি মানুন আর না মানুন,ভাবুন আর না ভাবুন,লিখুন আর না লিখুন,বলেন আর না বলেন ,স্বীকার করেন আর না করেন,ধ্রুব সত্য হচ্ছে বিশ শতকের মাঝামাঝি থেকে বাইশ শতক পর্যন্ত পুরো পৃথিবী মুসলিমদের নেতৃত্ব আসবে ।

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৮

আমি মিন্টু বলেছেন: কেমনে কমু ভাই । এটা একমাত্র সৃষ্টি কর্তায় বলতে পারেন ।

১৭| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৩

অনিকেত-সুকন্যা বলেছেন: একটু ভেবে চিন্তে লিখুন না। এটাও তো লিখতে পারতেন মানুষ তুই মানুষ হ!! চারিদিকে ধর্ম নিয়ে যা হচ্ছে তারপর কি বলা উচিৎ - হে ধর্ম তুমি এস আমার জীবনে ধারন কর আমাকে। ধন্য আপনাদের ধর্ম প্রীতি !! চারিদিকে এই নিয়ে লড়াই-এর পরেও বলবেন - হে ধর্ম তুমি এস লড়াই করে যাও। আরোও কিছু শিশু মৃত হোক।

ভাল থাকুন। একটু মানবতাবাদ এই শব্দটার প্রচার করুন। আপনার আসল ধর্ম।

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩২

আমি মিন্টু বলেছেন: সবায় আমার উপরে খেপেছে অথচ আ্মি একটা সংবাদ শেয়ার করছি ।

১৮| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১২

হাসান মাহবুব বলেছেন: আজগুবী পোস্ট।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

আমি মিন্টু বলেছেন: থ্যাঙ্কু হামা ভাই । :)

১৯| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭

ফাহিম রুবেল বলেছেন: ভাই ২০৪৩ সালের মধ্যে তাহলে আমরা বিশ্ব পাচ্ছি

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

আমি মিন্টু বলেছেন: :)

২০| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩

ব্লগার মুস্তাকিম বলেছেন: শুধু অপেক্ষায়

২১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩

ব্লগার মুস্তাকিম বলেছেন: শুধু অপেক্ষায়

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০

আমি মিন্টু বলেছেন: ইয়েস শুধু অপেক্ষা :)

২২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

নতুন বলেছেন: ভবিশ্যত কি কোন মানুষ জানতে পারে????

Vanga incorrectly predicted that the 1994 World Cup football final would be played between "two teams beginning with B". Some say that she foretold it that way because of the penalty that Bulgaria wasn't given. One finalist was Brazil, but Bulgaria was eliminated by Italy in the semifinals.[23] Vanga predicted that a World War III will start in November 2010 and last until October 2014.[24][25] However, according to close friends, Vanga was not the type to voice predictions she saw if they were catastrophic because she knew that chaos that would ensue around those she told. Witnesses and close friends also claim that she never made such prophecies, and in fact when asked claimed that there will be no World War III.[22][26] Nevertheless, after North Korea — a nuclear nation — attacked South Korea on 23 November 2010,[27] there was a spike in internet interest about Vanga concerning this alleged prophecy.[28] .<

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

আমি মিন্টু বলেছেন: Bhabisyata the brother of a man just can not say in advance X(

২৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''ইসলাম ফের জিন্দা হো হার কারবালা'কি বাদ।''

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

আমি মিন্টু বলেছেন: হোগাইয়া ;)

২৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬

গেম চেঞ্জার বলেছেন: ফাও চিন্তা। এই আধুনিক যুগেও এগুলা বিঃশ্বাস করে?

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

আমি মিন্টু বলেছেন: ঠিক বলছেন চেঞ্জার ভাই মানুষের খাইয়া দাইয়া কাম নাই আসল কথা হলো ওরাও মনে হয় আমাদের মত বেকারত্ব সমস্যায়
আছে হের লেইগা এই সব আজগুবি চিন্তা ভাবনা করছে । :)

২৫| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

blackant বলেছেন: আই অলসো থিঙ্ক ইটস এ পুরাই ফাও :P
& as a MUSLIM WE should not believe this types FORTELLING.

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

আমি মিন্টু বলেছেন: B-) ;) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.