নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা নিরপক্ষ সমাজ চাই কেউ কি আছেন ভাই আমাকে এমন একখান সমাজের খোঁজ দিবেন যেখানে কোন রাজনীতির পক্ষ থাকবে না যেখানে কোন ধর্ম নিয়ে যুক্তি তর্ক থাকবে না । যেখানে পরিধীনতা থাকবে না । যেখানে আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন আপনার মনের ইচ্ছাগুলো । যেখানে আপনি চাইলে সকল
মানুষের আত্মমানবতার সেবায় এগিয়ে যেতে
পারবেন । যেখানে আপনাকে আস্তিক নাস্তিকের কথা শুনতে হবে না । যেখানে চাইলে আপনি যে ধর্মেরি হন না কেন কিন্তু সকল ধর্মের পাশে দাঁড়াতে পারবেন । দেননা আমাকে এমন একটা নিরপক্ষটার খোঁজ ।
হে আল্লাহ হে ঈশ্বর হে ভগবান
তোমার উপরে কেহ নাই
তুমি যে বড় মহান
তাইতো তুমি যার যার মত সকলের কাছে সমান ।
তাই তোমার কাছেই একজন নিরপক্ষ মানুষ হিসেবে আমারো কিছু চাওয়া পাওয়ার অধিকার আছে । আর আমার সে চাওয়া হলো আজ ঘরে তোমারে নিয়ে চলছে কু তুক্তি কু যুক্তি । সবাই তোমাকে তাদের পন্য বানাচ্ছে সকলে তোমাকে নিয়ে করছে ব্যবসা । তুমি চাইলে সব পারো তাই এমন কিছু করো যাতে সকলে এক মুহুর্তে সব ভুলে গিয়ে নিরপক্ষ ও শান্তিময় একটি নতুন পৃথিবীতে গড়তে আগ্রহ হয় ।
১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৬
আমি মিন্টু বলেছেন: কেন বিষয় বুঝার চেষ্টা করছেন না । আমি বলতে চাইছি সকল ধর্মের থাকবে সম অধিকার । ধর্ম নিয়ে থাকবে না কোন দ্বিধামত ।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৯
মঞ্জু রানী সরকার বলেছেন: কবে আসবে এই দিন?
১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৯
আমি মিন্টু বলেছেন: আসবেই আপু আমরা একটু চেষ্টা করলেই সব ঠিক হয়ে যাবে ।
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১০
কেউ নেই বলে নয় বলেছেন:
১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৯
আমি মিন্টু বলেছেন:
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪
সুমন কর বলেছেন: হে আল্লাহ হে ঈশ্বর হে ভগবান
তোমার উপরে কেহ নাই
তুমি যে বড় মহান
তাইতো তুমি যার যার মত সকলের কাছে সমান ।
+
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ সুমন দাদু
৫| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
নন্দলাল সরকার বলেছেন: লেখক ভাই-- আপনি ঠিকই বলেছেন আমার বুঝতে ভুল হয়েছে--- আমার বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থী-- একজন লেখক হয়ে একজন লেখকে সম্মান জানাচ্ছি
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া । না না ওটা কোন বিষয় না । একজায়গায় চলতে গেলে অনেক ধরনের ভুল বুঝাবুঝি হতেই পারে ।
শুভকামনা থাকলো ।
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫১
নন্দলাল সরকার বলেছেন: আপনার বক্তব্যের মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে একদিকে বলেছেন " যেখানে কোন ধর্ম নিয়ে যুক্তি তর্ক থাকবে না ।
যেখানে আপনাকে আস্তিক নাস্তিকের কথা শুনতে হবে না " ।
আবার বলছেন
" যেখানে চাইলে আপনি যে ধর্মেরি হন না কেন কিন্তু সকল ধর্মের পাশে দাঁড়াতে পারবেন " ।
এটা কেমন বক্তব্য ?? কোন ধর্মইতো চাইছেন না তাহলে এসব কেন ? লেখাটাকে একটু পরিবর্তন করলে ভালো হয়