নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগে সামু কিন্টার গার্ডেনের নির্বাচিত পোস্ট নিয়ে অনেকের মাথা ব্যাথা ছিল আর ইদানিং দেখা দিছে নতুন আরেকটি সমস্যা । আর সমস্যাটি হলঃ
Somweherin বাংলা ব্লগ ওরফে সামু কিন্টার গার্ডেনের আলোচিত পোস্টগুলো নিয়ে । বেশ কিছু দিন ধরে লক্ষ করছি বেশ কিছু ছাত্র এবং মাস্তারদের অভিযোগ হচ্ছে সামুর আলোচিত পোস্টগুলোর কিছের উপর ভিত্তি করে আলোচিত পাতায় নেওয়া হচ্ছে ? অবশ্য এরকম একটি প্রশ্ন আমারো ছিল কিন্তু এখন কিছুটা বুঝতে পারছি । সামুর ক্লাসে আগে সর্বচ্চ এক থেকে দেরশত ছাত্র দেখা যেত ক্লাস করছে আর দের দুইশত মাস্টারও দেখা যেত । তাও খুব কম কম সময় । আবার তখন ছাত্র ও মাস্টার কম থাকায় পরিক্ষার রেজাল্টও বেশি ভালো হত না তাই দুই চারজন দুই চারটি বিষয়ে ভালো রেজাল্ত করতেন তাদের সেই বিষয়গুলো দৃষ্টি আকর্ষনে রাখা হতো মানে স্টিকি করা হতো আর তখন সেই স্টিকি পোস্টে গিয়ে সকলে আলোচনা করতেন । আর এখন প্রায় দুইশত বা তিনশত ছাত্র দেখা যায় প্রতিদিন সামু কিন্টার গার্ডেনে হাজিরা দিচ্ছেন । আবার নিয়মিত অনেকেই পরিক্ষায় ভালো ভালো রেজাল্টও করছেন । আর এতবেশি ভালো রেজাল্ট হচ্ছে যে পোস্ট স্টিকি করলে প্রথম পাতা আর নির্বাচিত পাতা ভরে যাবে । আর এসব কারনেই সামুর মাস্টার ও পিনসিবালদের মতে আলোচিত পাতা হচ্ছে একটি নতুন স্টিকির বোর্ড ।
একেবারে সহজ কথায় যা বুঝতে হবে আলোচিত পাতায় লেখা যাওয়া মানেই প্রতিটি লেখা ১২ঘন্টার জন্য স্টিকি হচ্ছে ।
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩০
আমি মিন্টু বলেছেন:
২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৪
কেউ নেই বলে নয় বলেছেন:
১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৯
আমি মিন্টু বলেছেন: খুব ভালো লাগলো আপনার ইমো জিবলা কাঁটা ইমো ।
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৬
মামুন ইসলাম বলেছেন: মহা পন্ডিত হয়েগেছেন মনে হয় মিন্টু ভাই ।
১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১০
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়ু ।
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৬
গেম চেঞ্জার বলেছেন: এইডা তো খবর মিন্টুভাইজান। আপনে কি কইতে চান, কন না ক্যা?