| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৩২টি দেশের উপর থেকে উদ্বাস্তু গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপন করেছেন কেন্টাকি থেকে নির্বাচিত সিনেটর এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী র্যান্ড পল। এই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। সম্ভাব্য সন্ত্রাসী হামলা এড়াতে সব রকম প্রস্তুতি গ্রহণের উদ্দেশ্যেই এই প্রস্তাব করা হয়েছে বলে র্যান্ড পল জানিয়েছেন। প্রস্তাবে যে ৩২টি দেশকে খুব ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে তাতে বাংলাদেশ পাকিস্তান, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের সব মুসলিমপ্রধান দেশগুলো রয়েছে। উদ্বাস্তু আগমন আইনের আওতায় জঙ্গিদের আগমন বন্ধ করো শিরোনামের খসড়া প্রস্তাবটিতে উদ্বাস্তু বাছাইয়ের ব্যাপারে কড়াকড়ি আরোপ করে ছয়টি শর্ত দেয়া হয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে আবেদনকারীর ব্যক্তিগত ইতিহাস, তার কার্যাবলির ঘনিষ্ঠ পর্যবেণ ইত্যাদি।শর্তগুলো পুরোপুরি পালিত হয়েছে মর্মে হোমল্যান্ড সিকিউরিটি দফতর থেকে নিশ্চয়তা প্রদানের পরই এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
সূত্র ইন্টারনেট।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫২
আমি মিন্টু বলেছেন: এইটা কথা মন্দ বলেন নাই ভাই । আমাদের দেশ হিসেবে ঠিকি বলছেন ![]()
২|
১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯
কেউ নেই বলে নয় বলেছেন:
![]()
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৩
আমি মিন্টু বলেছেন: কি ব্যপার আপনি আবার জিবলায় কামর দিছেন কেন । ![]()
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪০
সাহসী সন্তান বলেছেন: এইটা আর নতুন কি ভাই? কথায় আছে, হয় বিখ্যাত হও আর নয়তো কুখ্যাত হও! আমরা না হয় দ্বিতীয় অপশনটা বেছে নিলাম! এটাও কিন্তু আমাদের জন্য একটা গর্বের বিষয়.......??
পার্থক্য শুধু এইটুকু যে, কেও ভাল কিছু করে পরিসংখ্যানে নাম উঠায় আর কেউ খারাপ কিছু করে! আমাদের পছন্দ দ্বিতীয়টা! ভাল যখন করতে পারবো না, তখন ভাল থেকে আর লাভ কি বলেন?