নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উগ্রবাদীদের হুমকির মুখে থাকা বাংলাদেশী ব্লগার অথবা লেখকদের জরুরী আশ্রয় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আহবান জানিয়েছে তাদেরকে স্বাগত জানাচ্ছেন বাংলাদেশে ব্লগাররা।বাংলাদেশী লেখকদের জরুরী আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কাছে সোমবার একটি চিঠি পাঠিয়েছে পেন আমেরিকান সেন্টারের নেতৃত্বে আটটি সংগঠনের একটি জোট। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্টাস উইদাউট বর্ডারস এবং ফ্রিডম হাউজ।
এক সাক্ষাতকারে ব্লগার আরিফ জেবতিক বলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যে উদ্যোগ নিয়েছে এবং উদ্বেগ প্রকাশ করেছে তাতে ব্লগাররা কৃতার্থ। তিনি আরো বলেন এখন যুক্তরাষ্ট্রের অথবা বড় দেশগুলোর সিদ্ধান্তের বিষয়। একথা সত্যি যে বাংলাদেশের ব্লগাররা নিয়মিত মারা যাচ্ছেন এবং আক্রমণের শিকার হচ্ছেন। তাদের রক্ষা করার জন্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাজ করা প্রয়োজন।
বাংলাদেশে এই বছরেই পাঁচজন ব্লগার নিহত হয়েছেন এবং আর অনেককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এসব হামলা এবং হুমকির জন্যে বিভিন্ন সময় বিভিন্ন মৌলবাদী গোষ্ঠীকে অভিযুক্ত করে আসছেন ব্লগাররা। কিন্তু হুমকির মুখে দেশ ছেড়ে ব্লগাররা চলে গেলে যারা হুমকি দিচ্ছে তাদেরই কি জয় হবেনা ? বিবিসির এমন প্রশ্নের জবাবে আরিফ জেবতিক বলেন মৌলবাদ এবং যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যে সংগ্রাম তা অব্যাহত থাকবে। কিন্তু কিছু ব্লগারের জীবন যখন একেবারেই হুমকির মুখে পড়ে গেছে। তারা যদি নিরাপদে থাকতে পারেন বিশ্বের যেখানেই তারা যান না কেন লেখালেখির মাধ্যমে এই সংগ্রামের রসদ যোগাতে পারবেন।
সেখানে আরো বলা হয় বিদেশে যাওয়ার এমন সুযোগ পেলে এমন পরিস্থিতি কি হতে পারে যে কেউ ইচ্ছে করে ইসলাম বা নবী মোহাম্মদকে নিয়ে কিছু লিখলো এবং আমেরিকায় আশ্রয় চাইলো ?
এর জবাবে মিঃ জেবতিক বলেছেন এই আশংকাও আছে। তবে এমনও অনেকে এখনো চেষ্টা করছে। তারা দূতাবাসে ধর্না দিয়ে নির্যাতিত ব্লগার বলে পরিচয় দেওয়ার চেষ্টা করছেন। আর এই সুযোগও কাজে লাগিয়ে কিছু পেশাদার আদম ব্যাপারীরা হয়তো বিভিন্ন জায়গা থেকে কিছু তরুণ তরুনিকে কে ব্লগার সাজিয়ে পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু প্রকৃত যারা বিপন্ন যারা দীর্ঘদিন ধরে লেখালেখি করে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে তাদের চিহ্নিত করা কষ্টকর হবেনা। আর অতি সহজেই কাদের এ সহায়তা প্রয়োজন সেটা বের করা সম্ভব হবে। আবার এমন না যে সুযোগ পেয়ে সবাই দেশ ছাড়বেন। ব্যক্তিগতভাবে আমি দেশ ছাড়তে আগ্রহী নই। জীবন বিপন্ন হলেও আমি দেশেই থাকতে চাই
বিদেশে আশ্রয় নেওয়াই কি সব সমস্যার সমাধান ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন এইটা সমাধান নয়। আমরা তরুণরা হচ্ছি প্রগতিশীল বাংলাদেশ এবং ধর্মান্ধ বাংলাদেশের মধ্যে বিভেদরেখা। আমরা হচ্ছি লাস্ট ডিফেন্স লাইন। আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে যাতে দেশ কোনভাবেই কারো খপ্পরে না পড়ে যায়। তবে শুধু ব্লগারই না সবারই জীবনের নিরাপত্তা বিধানে সকল পক্ষ বিপক্ষদের সজাগ করতেই আন্তর্জাতিক সম্প্রদায় সহ সবাইকে কাজ করা উচিত বলেও তিনি মন্তব্য করেছেন
তথ্যসূত্রঃ অনলাই নিউজ ।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭
আমি মিন্টু বলেছেন: আপনাকেও পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
জেকলেট বলেছেন: তথা কথিত মুক্তমনাদর এটাই আসল টার্গেট। বাংলাদেশ সেইটা তো অশিক্ষিত, মৌলবাদী, দরিদ্র জনগষ্ঠীদ্বারা পরিপূর্ন একটা নোংরা দেশ। ঐ দেশে আমাদের মত মুক্তমনারা কেমনে থাকব!!!!
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৬
আমি মিন্টু বলেছেন: ওখানেই মুক্তমনাদের জন্য উপযুক্ত স্থান ।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
আরণ্যক রাখাল বলেছেন: বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার উপর রচম একটা স্যাটায়ার এটা| দেশে কোন জঙ্গি নেই একথা অন্তত এর মাধ্যমে ভুল প্রমাণিত হবে
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৮
আমি মিন্টু বলেছেন: এটা যার যার মনের ভাবনা ভাই ।
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
আরব বেদুঈন বলেছেন:
আল্লাহ বলেন "আল্লাহ তাদের অন্তরে ভয় সৃষ্টি করে দেবেন"(৮ঃ১২)।
বাহ বাহ ইয়া আল্লাহ তোমার থেকে সত্যিবাদি আর কে হতে পারে?
হাহাহাহাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২২
আমি মিন্টু বলেছেন: সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
গেম চেঞ্জার বলেছেন: হায় হায়!!!
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৩
আমি মিন্টু বলেছেন: সবাই মনে হয় যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য এখন ব্যস্ত হয়ে পরেছে ।
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: হায়! কি ভুল করেছি জীবনে, ডিভি লটারির পিছনে না দৌড়াইয়া, বান্ধা মন লইয়া পোস্ট না কইরা যদি মুক্ত মন লইয়া পোস্ট কত্তাম। মণ্ডা আমার বিজ্ঞান মনস্ক হইলনা ক্যান? ক্যান(দেওয়ালে মাথা চটকানির ইমো হবে)। আমেরিকা যাওয়ার কত্ত বড় সুজগ আজ মাঠে মারা গেল।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৯
আমি মিন্টু বলেছেন: আমেরিকা যাওয়ার কত্ত বড় সুজগ আজ মাঠে মারা গেল।
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
হাসান নাঈম বলেছেন: জানের মায়া বড় মায়া - তার উপর আবার নাস্তিক - পরকালে কিছু পাওয়ার আশাওতো নাই।
আর এরাতো তাদেরই উত্তরসুরী ৭১ যারা দেশের মানুষকে হানাদার বাহিনীর সামনে অসহায় অবস্থায় ফেলে রেখে কলকাতায় পালিয়েছিল। আর ইন্ডিয়ান বাহিনীর পিছে পিছে দেশে ফিরে বড় বড় মুক্তিযোদ্ধা সেজে দেশের গুরুত্বপুর্ণ পদগুলি বাগিয়ে নিয়ে ছিল। এরাও মনে হয় আশায় আছে আমেরিকা/ইউরোপের সহায়তায় এই দেশের জঙ্গী/মৌলবাদী নির্মুল হওয়ার পর দেশে ফিরে একই স্টাইলে জাতির ঘারে চেপে বসার।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৯
আমি মিন্টু বলেছেন:
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
জুলহাস খান বলেছেন: আমেরিকাতে থাকার লোভেই কথিত মুক্তমনা ইসলামকে টার্গেট করে লেখা।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২১
আমি মিন্টু বলেছেন: ঠিক কইছেন ভাই সহমত ।
লোভে পাপ আর বেশি পাপে মিত্যু । ধন্যবাদ জুলহাস ভাই ।
৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
-সাইরাস বলেছেন: মত প্রকাশে ব্লগারদের আরও দ্বায়িত্বশীল হওয়া উচিত ।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩০
আমি মিন্টু বলেছেন: জী ঠিক বলছেন ভাই ।
আমাদের আরও দ্বায়িত্বশীল হওয়া উচিত ।
১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৯
হারুনুর রশিদ২৪৬৮ বলেছেন: যতই হুমকি আসুক, মাতৃভূমি ছেড়ে যাবনা। মরে বীর হব, পালিয়ে কাপুরুষ হব না।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৮
আমি মিন্টু বলেছেন: যতই হুমকি আসুক, মাতৃভূমি ছেড়ে যাবনা। মরে বীর হব, পালিয়ে কাপুরুষ হব না। সাব্বাস ভাই আমিও একই মত ।
১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩২
খোলা মনের কথা বলেছেন: জুলহাস খান বলেছেন: আমেরিকাতে থাকার লোভেই কথিত মুক্তমনা ইসলামকে টার্গেট করে লেখা। সহমত
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২২
আমি মিন্টু বলেছেন: আমিও সহমত ভাই । ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩
প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ