নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিয়ের পর নানা ধরণের অশান্তি লেগেই থাকে এই রকম দৃশ্য অনেকের সংসারেই দেখা যায়। কিন্তু তখন তো আর কিছু করার উপায় থাকে না। তাই বিয়ের বিষয়ে খুব সাবধাণতা অবলম্বন করা দরকার। জীবনের বাকি সময় যার সাথে কাঁটাবেন সে কেমন হবে? এ ক্ষেত্রে অনুমান অবশ্য কাজে লাগে, কিন্তু সবক্ষেত্রে অনুমান সঠিক হয় না । উদাহরণ স্বরূপ মেয়েরা অনুমান করে যে তাকে যত সুন্দর দেখাবে, ছেলেরা তাকে তত পছন্দ করবে। অনুমানটি অনেকাংশে সত্যি কিন্তু সৌন্দর্য ছাড়াও আরও অনেক কিছু আছে যা ছেলেরা পছন্দ করে।
এখানে কিছু বৈশিষ্ট্যের কথা বলব যা সাধারণত ছেলেরা পছন্দ করে, মেয়েদের কাজে লাগতে পারে।
১। একটু সরল ও ধার্মিক প্রকৃতির মেয়েকে বিয়ে করুন। কারণ নামাজের গুণ যার মধ্যে নাই সে কখনো আপনাকে সুখি করতে পারবে না।
২।যে সব মেয়েদের মধ্যে নিরবতা এবং কোমলতা বা যারা বেশিরভাগ সময় নিরব ও চুপচাপ থাকে, অনেক আস্তে আস্তে কথা বলে, অনেক নরম স্বভাবের এমন মেয়ে পছন্দ করুন। এবং শিক্ষিত তাকে বিয়ে করুন। তাহলে আপনার সংসার হবে সৃজনশীল।
৩। যেসকল মেয়ে তাদের কথায় কাজে সৎ ও কথা দিয়ে কথা রাখে এই রূপ মেয়েকে বিয়ের জন্য সিলেক্ট করুন।
৪। দায়িত্ববান মেয়েকে বিয়ে করুন।
৫। পরিষ্কার পরিচ্ছন্ন মানুষকে সবাই পছন্দ করে, তাই আপনার বৌ যেন অপরিষ্কার কোন মেয়ে না হয় সেদিকে লক্ষ রাখুন।
৬। সর্বপরি সৎ এবং চরিত্রবান মেয়েকে বিয়ে করুন।
এই সাতটি বৈশিষ্ট যার মধ্যে থাকবে সে অবশ্যই ভাল মানুষ। এই রূপ মানুষকে বিয়ে করলে সুখি হওয়ার সম্ভবনা শতভাগ। তবে মেয়েরা তাদের পাত্র পছন্দ করার ক্ষেত্রেও এই বৈশিষ্টগুলো উল্টো করে ভেবে জীবনসঙ্গী বেছে নেবেন।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১
আমি মিন্টু বলেছেন: থ্যঙ্কু থ্যঙ্কু প্রামানিক ভাই ।
আপনার আমার কুন চিন্তা নাই
যারা বিয়া ঠিয়া করে নাই
তাদের জন্যই এই পোস্টা ভাই
আগে থেকে না বুঝে শুনে কাজ করলে
পরে দুঃখ পাবে
নয়ত বা বিয়ার পরে
মনবে উঠে পড়ে বৌ এর কথার চাপে ।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬
পিচ্চি হুজুর বলেছেন: সর্বপরি সৎ এবং চরিত্রবান মেয়েকে বিয়ে করুন। এইটা সবার আগে আসা উচিত ছিল। ভাল চরিত্র, নৈতিকতা এইগুলা হল প্রাইসলেস। এইটা সবার থাকে না। এই জিনিস ছেলেদের জন্যও প্রযোজ্য। আমার পরিচিত এক বিবাহিত মেয়ে আছে একদিন সে দুঃখ করে বলতেছিল, তাহলে কি আমি আমার জন্য ভূল ছেলে পছন্দ করলাম। ছেলের সবই ছিল, বাপের টাকা, স্মার্ট, নর্থ আমেরিকান ডিগ্রী, নর্থ আমেরিকান জব - খালি একটা জিনিসই ছিল না সেইটা হইল চরিত্র। যেইটা আজকাল মাইনর হয়ে গেছে। ছেলে নাকি দুনিয়ার মেয়েদের সাথে ডেইট করে বেড়ায়। এক এক সময় এক একজনের সাথে। নিজের বাসা থেকে মেয়েটারে বের ও করে দিছে একবার। এইদিকে মেয়ে টাও নিজের বাবা- মা এর মুখের দিকে তাকাইয়া ডিভোর্স ও দিতে পারতেছে না। তার বড় ভাই এর ও ডিভোর্স হয়ে গেছে বিয়ের কয়েক মাস কিংবা এক বছরের মাথায়। দুই ছেলে মেয়েই ডিভোর্সড - এই কথা লোকজন বলবে এই জন্য এখন আলাদা থাকে। এই হইল অবস্থা।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৫
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই আপনার ঘটনাটি শুনে খুব কষ্ট লাগল ।
যাইহোক মেয়েটির জন্য সমবেদনা থাকল ।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩
কেউ নেই বলে নয় বলেছেন: ছবির মাইয়ার মত সুন্দরী হইলে গুন থাকুক আর গফরগাওয়ের বেগুনই হোক,
কবুল, কবুল, কবুল ;
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৩
আমি মিন্টু বলেছেন: আমিও ভাই ১কবুল ২ কবুল ৩িনকবুল ফাইনাল কবুল
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮
সুলতানা রহমান বলেছেন: কমেন্টএ দারুণ মজা পাইছি।
যাইহোক, সব ভাল ভাল গুণ। তা মেয়েরা কেমন ছেলে বিয়ে করবে?
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৬
আমি মিন্টু বলেছেন: আপু আপনার যেমন দুলাভাই পছন্দ হয় ।
না মানে আমি বলতে চেয়েছি সব মেয়েদেরি একই রকমের চয়েজ হয় কিনা তাই আর কি ।
ধন্যবাদ আপনার জন্য শুভকামনা থাকল ।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১০
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: সব গুণ একজনের থাকা সম্ভব না । বোধহয় আমাকে ৪/৫ টা বিয়ে করতে হবে ।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
আমি মিন্টু বলেছেন: ভাই ৪+৫=৯টারে পারবাইনতো সামলাইতে ।
আপনি সকল খানাপিনা খরচ বহন সম ভাবে করিতে পারিলে নাহা করিতাম না ।
নদীর পানি গোলাও ভালো আর জাতের মাইয়া কালোও ভালো ।
ধন্যবাধ শান্তনু ভাই ।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৭
গেম চেঞ্জার বলেছেন: মিন্টু ভাই!
নিজের জন্য কনে খুজতাসেন? নাকি ঘটকালি বিদ্যা জাহির করতাসেন? কোনটা?
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৯
আমি মিন্টু বলেছেন: মাসশাল্লাহ আপনার ভাইজিরে আল্লাহু বাঁচিয়ে রাখলে আগামী সাট আট বছর পরে বিয়াদিমু ।
তহন যদি বাইচা থাকি তাহলে আবার বিহাইনের লগে টাংকি মারার চিন্তা আছে
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৮
অপর্ণা মম্ময় বলেছেন: এইগুলি কি আপনার বক্তব্য নাকি অনলাইন পত্রিকার তথ্য সুত্র দিতে ভুলে গেছেন?
সংসার কি শুধু স্ত্রীর কারণেই সুখের হয় নাকি ? এতো গুণের অধিকারী হইতে হইলে শিশু বয়স থেইকাই এইসব গুণের লিস্ট বই বানাইয়া হাতে রাখতে হইব দ্দেখা যায়
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
আমি মিন্টু বলেছেন: ঘটনা হল কি একখান কথা আছে সংসার হয় রমনীর গুনে । তবে বর্তমান এসব কথা ভুল মণে হচ্ছে ।
ওরে আল্লারে আল্লা বিহা মাইন্নে করে । ওহ! একজন পুরুষের জন্য বিহা করা মানেই নিজেকে জেলখানার
বন্দী শালায় আটকানো । যেন গলার সামনে ফাঁসির রশি ঝুলিয়ে রাখা । ধন্যবাদ আপুনি রাগ করিয়েন না আমার
কথায় মুনও খারাপ করিয়েন না ।
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০১
শাহরিয়ার কবীর বলেছেন: টাকা অভাবে বিয়া করতে পারছি না ভাই!!! টাকা থাকলে সব হয়।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৪
আমি মিন্টু বলেছেন: শশুরের টাকা দেইখা তার মাইয়াটারে বিহা কইরেন তাহলে শশুরের টাকা আপনের টাকা হইব
লাঠিও ভাংবো না সাপও মরবো না । বিহা বিহিও হইবো টাহাও হইব ।
৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫১
নিরুপমা বলেছেন: ১। একটু সরল ও ধার্মিক প্রকৃতির ছেলেকে বিয়ে করুন। কারণ নামাজের গুণ যার মধ্যে নাই সে কখনো আপনাকে সুখি করতে পারবে না।
২।যে সব ছেলেদের মধ্যে নিরবতা এবং কোমলতা বা যারা বেশিরভাগ সময় নিরব ও চুপচাপ থাকে, অনেক আস্তে আস্তে কথা বলে, অনেক নরম স্বভাবের এমন ছেলে পছন্দ করুন। এবং শিক্ষিত তাকে বিয়ে করুন। তাহলে আপনার সংসার হবে সৃজনশীল।
৩। যেসকল ছেলে তাদের কথায় কাজে সৎ ও কথা দিয়ে কথা রাখে এই রূপ ছেলেকে বিয়ের জন্য সিলেক্ট করুন।
৪। দায়িত্ববান ছেলেকে বিয়ে করুন।
৫। পরিষ্কার পরিচ্ছন্ন মানুষকে সবাই পছন্দ করে, তাই আপনার বর যেন অপরিষ্কার কোন ছেলে না হয় সেদিকে লক্ষ রাখুন।
৬। সর্বপরি সৎ এবং চরিত্রবান ছেলেকে বিয়ে করুন।
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২১
আমি মিন্টু বলেছেন:
১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৮
তামান্না তাবাসসুম বলেছেন: ভাল লেখা, মানুষিকতার পরিবর্তন প্রয়জন।
শুভকামনা
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১১
আমি মিন্টু বলেছেন: ধৈন্য হন আপুনি ধৈন্য হন ।
ধন্যবাদ আপনার জন্যও শুভকামনা থাকল।
১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০২
কালের সময় বলেছেন: এইটা কি লেখলেন।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৭
আমি মিন্টু বলেছেন: কেন জানেন না এইটা লাভ লেটার লিকছি ।
১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৩৫
নীল জানালা বলেছেন: ধুর মিয়াহ ... এ্যাদ্দিন কই আসিলেন?? কাম কাইজ ত সব শ্যাষ..
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩০
আমি মিন্টু বলেছেন: ভাই আপনি আর আমি সেইম পথের যাত্রী
তয় ভাবীরে একটু শিখাইয়ালইয়ৃেন
১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৪৮
গুলশান কিবরীয়া বলেছেন: এই সব গুন যে একজন নারীর মধ্যে আছে এটা বুঝতে হলে তো পুরুষটিকে বিবাহের আগে কমের পক্ষে ১০ বছর সংসার করতে হবে ।
আর একজন নারীকে আমি আপনার ব্লগের মাধ্যমে কিছু পরামর্শ দিতে চাই , তা হল - যে সব পুরুষ এই সকল ৬ প্রকার গুন খুঁজিতে মরিয়া হয়ে উঠিবেন তাঁহাদিগকে নারীগন বিবাহ করা থেকে বিরত থাকিবেন ।
আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত ?
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৪
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই আপনি কি আমাকে কিছু বলছেন যে
১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৫
জাহাঙ্গীর গুরু বলেছেন: আপ্নেগ কথা শুইন্না আমার একটা উপদেশ মনে পইরা গেল "ফাতেমা (রাঃ) এর মত বউ পাইতে হইলে আলী (রাঃ) এর মত ছেলে হইতে হইব"
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৪
আমি মিন্টু বলেছেন: কথা একখান জব্বর লাগল ।
১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০০
নতুন বলেছেন: ১। একটু সরল ও ধার্মিক প্রকৃতির মেয়েকে বিয়ে করুন। কারণ নামাজের গুণ যার মধ্যে নাই সে কখনো আপনাকে সুখি করতে পারবে না
ভাই এটা তো শুধু মাত্র মুসলিম নারীর ক্ষেত্র.... অন্যধমের কি হবে?
৩। যেসকল মেয়ে তাদের কথায় কাজে সৎ ও কথা দিয়ে কথা রাখে এই রূপ মেয়েকে বিয়ের জন্য সিলেক্ট করুন।
এইটা জানতে হলে তো মেয়ের সাথে মিসতে হবে? এটা করার হালাহ পথ কি? হালাল ডেটিং এর উপায় আছে কি? নতুবা এই গুন কিভাবে বুঝতে পারবেন?
৫। পরিষ্কার পরিচ্ছন্ন মানুষকে সবাই পছন্দ করে, তাই আপনার বৌ যেন অপরিষ্কার কোন মেয়ে না হয় সেদিকে লক্ষ রাখুন।
কেউ কি অপরিষ্কার কোন মেয়ে যে পছন্দ করে? যখন আপনি কোন মেয়েকে দেখবেন তখন সবই গোছালো চমতকার থাকবে.... কিভাবে বিয়ের আগে বুঝতে পারবেন যে মেয়েটি অপরিস্কার বা পরিস্কার পরিচ্ছন্ন ???
৬। সর্বপরি সৎ এবং চরিত্রবান মেয়েকে বিয়ে করুন।
আমার তো মনে হয় না কেউ জেনেশুনে অসত/দূস্চরিত্রা কোন মেয়ে কে বিয়ে করে??
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৬
আমি মিন্টু বলেছেন: ঠিক কইছেন ভাই ।
১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫
মাঘের নীল আকাশ বলেছেন: এইসব গুণাবলী এরেঞ্জ ম্যারেজের এক দেখায় ক্যমনো বুঝবো ?!?!?!
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৮
আমি মিন্টু বলেছেন: যে করেই হোক ম্যারেজের আগে আপনাকে ডিটিং মারতে হবে
১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৪
মানবী বলেছেন: "১। একটু সরল ও ধার্মিক প্রকৃতির মেয়েকে বিয়ে করুন। কারণ নামাজের গুণ যার মধ্যে নাই সে কখনো আপনাকে সুখি করতে পারবে না।"
- ধার্মিক ও নামাজি মেয়ে বিয়ের আগে ছেলের সাথে ডেটে যাবেনা বা ঘনিষ্ঠভাবে মিশবেনা। তাহলে ২-৬ নং গুনাবলী মেয়েটির আছে কিনা তা নিশ্চিতভাবে জানা অসম্ভব!
"ব মেয়েরা তাদের পাত্র পছন্দ করার ক্ষেত্রেও এই বৈশিষ্টগুলো উল্টো করে ভেবে জীবনসঙ্গী বেছে নেবেন।"
- তাহলে কি মেয়েরা বিয়ের জন্য বেনামাজী, অধার্মিক, বাটপার, বাচাল, দায়িত্বজ্ঞানহীন, লম্পট, অসৎ পুরুষকে বিয়ের জন্য বেছে নিবে??!!!!
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৬
আমি মিন্টু বলেছেন: এইটা কেমন কথা আপু ।
১৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৪
কসমিক- ট্রাভেলার বলেছেন:
আমার মতে
বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রীর যে বিষয়গুলো দেখতে হবে,
যে পরিবেশে তার জন্ম ও বেড়ে ওঠা,
তার জীবনাচরণ,ধর্মাচারণ,স্বভাব চরিত্র,মন মানসিকতা,পছন্দ অপছন্দ,শালীনতা
তার মাতৃকূল,মা,খালা,মামা,নানী।
পিতামাতার দাম্পত্য জীবন ও সার্বিক আচরণ।
তার অতীতকাল,
সে যার দ্বারা বেশী প্রভাবিত,
পরিচিত দুচারজন সহপাঠী ও বন্ধুবান্ধব,
পাড়া প্রতিবেশীদের মন্তব্য,
পিতার আর্থিক আয়ের উৎস
দুজনের জীবনদৃষ্টির মিল,
বয়সের ব্যবধান,ব্লাড গ্রুপ,শারিরীক অবস্থা,পারিবারিক ইতিহাস ইত্যাদি
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৮
আমি মিন্টু বলেছেন: ঠিক ঠিক কইছেন
১৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪
লালপরী বলেছেন: ১। একটু সরল ও ধার্মিক প্রকৃতির মেয়েকে বিয়ে করুন। কারণ নামাজের গুণ যার মধ্যে নাই সে কখনো আপনাকে সুখি করতে পারবে না
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৯
আমি মিন্টু বলেছেন: ভাবুন আপুনি ভাবুন ভালো কইরা চিন্তা ভাবনা করুন আর সুখী পরিবার গড়ুন ।
২০| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬
কিরমানী লিটন বলেছেন: কেউ নেই বলে নয় বলেছেন: ছবির মাইয়ার মত সুন্দরী হইলে গুন থাকুক আর গফরগাওয়ের বেগুনই হোক,
কবুল, কবুল, কবুল ;
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: সব গুণ একজনের থাকা সম্ভব না । বোধহয় আমাকে ৪/৫ টা বিয়ে করতে হবে ।
গেম চেঞ্জার বলেছেন: মিন্টু ভাই!
নিজের জন্য কনে খুজতাসেন? নাকি ঘটকালি বিদ্যা জাহির করতাসেন? কোনটা?
গুলশান কিবরীয়া বলেছেন: এই সব গুন যে একজন নারীর মধ্যে আছে এটা বুঝতে হলে তো পুরুষটিকে বিবাহের আগে কমের পক্ষে ১০ বছর সংসার করতে হবে ।
আর একজন নারীকে আমি আপনার ব্লগের মাধ্যমে কিছু পরামর্শ দিতে চাই , তা হল - যে সব পুরুষ এই সকল ৬ প্রকার গুন খুঁজিতে মরিয়া হয়ে উঠিবেন তাঁহাদিগকে নারীগন বিবাহ করা থেকে বিরত থাকিবেন । )
আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত ?
সত্য মিথ্যা বলবার পারুম না- তয় মজা পাইছি - ব্যাপক
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৬
আমি মিন্টু বলেছেন: তয় কিন্তু লিটন ভাই আমিও আপনার সাথে সাথে এই পোস্টে ব্যাপক মজা পাইছি ।
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১২
প্রামানিক বলেছেন: ৬। সর্বপরি সৎ এবং চরিত্রবান মেয়েকে বিয়ে করুন।
আপনার কথা বুঝলাম, কিন্তু সমস্যা হলো, আপনার লেখা ৬টি শর্তের বাইরে যে সমস্ত মেয়ে আছে তাদের অবস্থাটা কি হবে সেটা তো বললেন না?