নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের রাজধানী ঢাকার শহরের আশপাশের কোন জেলাতেই যদি সাত মাত্রার কোন ভূমিকম্প হয় তাহলে তা হবে শহরটির জন্য একটি বিশাল বিপর্যয় অবস্থা। দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন এমন একটি সরকারি প্রকল্প কমপ্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের পরিচালক মোঃ আব্দুল কাইউম । তিনি বলছেন এ পযন্ত তারা এই প্রকল্পের অধীনে ঢাকা ও চট্টগ্রাম এবং সিলেট সহ দেশের নয়টি বড় শহরের ঝুকিপূর্ণ নির্ণয় করেছেন। ঢাকার পাশে মধুপুরকে একটি ভূমিকম্প ঝুঁকি এলাকা মনে করা হয়।
সেখানে সাত বা সাড়ে সাত মাত্রার কোন ভূমিকম্প হলেই ঢাকার সাড়ে তিন লক্ষ ভবনের মধ্যে ৭০ হাজারের মতো ভবন ধসে পড়বে অথবা প্রচুর পরিমান ক্ষতিগ্রস্ত হবে।আর তাতে ২০১০ সালে হাইতির পোর্ট অ প্রিন্সে ভূমিকম্পের পর যে ধরনের ধসের চিত্র দেখা গেছে ঢাকাতেও ঠিক একই ভয়াবহ অবস্থা হবে। আর এধরনের কোনও বিপর্যয় হলে ঢাকায় এখানকার লোকজনকে সরিয়ে নেয়ার আর কোন যায়গা নেই।
আর বিশেষ করে হাসপাতালগুলো ক্ষতিগ্রস্ত হলে ফিল্ড পর্যায়ে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র তৈরিরও কোন যায়গা থাকবে না।
মিঃ কাইউম আরো বলছেন, ঢাকায় সম্ভাব্য কোনো পরিস্থিতি সামাল দিতে সেচ্ছাসেবী তৈরি করা ছাড়া আর কোন উপায় নেই।
সেই রকম ৬২ হাজার সেচ্ছাসেবী তৈরি করার উদ্যোগ নেওয়া হলেও তার অর্ধেকই এখন করা হয়নি। তিনি উদাহরণ হিসেবে রানা প্লাজা ধসের ঘটনা উল্লেখ করে বলেন সেখানে স্বেচ্ছাসেবীরাই অনেক উদ্ধার কাজ করেছেন। তবে শিগ্রহই এরকম কোন ব্যবস্থা গ্রহণ বা
সেচ্ছাসেবী তৈরির কাজ শেষ করা উচিৎ ।
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৮
আমি মিন্টু বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই । আমাদের সতর্ক থাকতে হবে । এখনকার ভূমিকম্পনগুলো আরো ঝুঁকিপূর্ণ হতে পারে ।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১০
গোধুলী রঙ বলেছেন: এহ আইছে, গবু চন্দ্র রাজার গোচরন মন্ত্রীর চেয়ে আন্নে বেশি জানেন?
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৭
আমি মিন্টু বলেছেন: এইটা কেমন ব্যবহার ভাই
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮
ঠ্যঠা মফিজ বলেছেন: সেই রকম ৬২ হাজার সেচ্ছাসেবী তৈরি করার উদ্যোগ নেওয়া হলেও তার অর্ধেকই এখন করা হয়নি। তিনি উদাহরণ হিসেবে রানা প্লাজা ধসের ঘটনা উল্লেখ করে বলেন সেখানে স্বেচ্ছাসেবীরাই অনেক উদ্ধার কাজ করেছেন। তবে শিগ্রহই এরকম কোন ব্যবস্থা গ্রহণ বা
সেচ্ছাসেবী তৈরির কাজ শেষ করা উচিৎ ।
সহমত পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ।
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১২
আমি মিন্টু বলেছেন: আপনাকেও ঠ্যঠা মফিজ ভাই ধন্যবাদ ।
এসব কাজ কতদিনে আমাদের দেশ শেষ করবে কে জানে ।
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০১
ব্লগার মাসুদ বলেছেন: ভালো কথা বলেছেন মিন্টু ভাই ।
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১২
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ মাসুদ ভাই ।
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১৪
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৩
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ করিম ভাই ।
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৮
***মহারাজ*** বলেছেন: ভালই লিখছেন ভাই আপনি ।
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৪
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ মহারাজ ভাই ।
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:১৭
ব্লগ সার্চম্যান বলেছেন: ঠ্যঠা মফিজ@ ভাই বলেছে সেই রকম ৬২ হাজার সেচ্ছাসেবী তৈরি করার উদ্যোগ নেওয়া হলেও তার অর্ধেকই এখন করা হয়নি। তিনি উদাহরণ হিসেবে রানা প্লাজা ধসের ঘটনা উল্লেখ করে বলেন সেখানে স্বেচ্ছাসেবীরাই অনেক উদ্ধার কাজ করেছেন। তবে শিগ্রহই এরকম কোন ব্যবস্থা গ্রহণ বা
সেচ্ছাসেবী তৈরির কাজ শেষ করা উচিৎ ।
সহমত পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ।
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৫
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ব্লগ সার্চম্যান ভাই
৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫০
গোধুলী রঙ বলেছেন: দুঃখিত ভাই, আপনি আমার আফসোসটা ধরতে পারেন নাই। আমি আমাদের দুর্যোগ মন্ত্রীর কথা বলছিলাম।
রানা প্লাজার উদ্ধার কর্মীরা স্বতঃপ্রনোদিত ভাবে কাজ করেছেন, এটা খুবই ভালো আর মন ভালো করে দেবার মত ব্যাপার। তবে ভুমিকম্পে যে ম্যাসাকারটা, তা বহু বহু গুনে ব্যপক। তাই দ্বায়িত্বপ্রাপ্তরা যদি মনে করে এরকম বড় কোন ডিজাস্টারেও আমজনতা দিয়ে পার পেয়ে যাবে, তবে তা মস্ত ভুল হবে, কারন তখন তো আমজনতাই থাকবে কনক্রীটের নিচে।
আমার মনে হয়, আধুনিক ফায়ার সার্ভিস ইকুইপমেন্ট ব্যবহার করে ফায়ার সার্ভিস বাহিনী কে বিশেষ প্রশিক্ষন দেওয়া উচিত, সেই সাথে ব্যাসিক ইকুইপমেন্ট ব্যবহার শিখানো উচিত এলাকা ভিত্তিক প্রচুর যুবক এবং যুবতী কে।
কিন্তু....
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৯
আমি মিন্টু বলেছেন: কিন্তু.... এর কোনটাই এখনো হয়নি ঠিক বলেছেন সহমত । ধন্যবাদ ।
প্রথম কমেন্ড না বুঝার জন্য দুঃখীত ।
৯| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: নিজেরা যতক্ষনা খবর হবে ততক্ষন হুশ আসবে না। আর তখন হুশ আসলেই কি- নিজেরাই তো থাকবে অন্যের মূখাপক্ষি হয়ে !
অগ্রিম প্রতিরোধের, সচেতনতার মাধ্যমে নিজিদেরকে ক্ষয় ক্ষতি থেকে বাঁচাতে আল্লাহ কি নিষেধ করেছেন নাকি!
না ধ্ভংসের পরে মন্ত্রী এমপিরা নগর পুন:গঠনের কন্ট্রাকটারী নিয়া এখনই স্বপ্ন দেখে আরে বেটারা বাঁচলে পরে না সে স্বপ্ন! নিজরেই যখন কবর হবে তখন বুঝবা লোভের ফল কি!
অদ্ভুত উদাসীনতায় এসব না বলে উপায় কি বলেন!!!!!
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৮
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ প্রিয় বিদ্রোহী ভৃগু ভাই । যা বলেছেন ওদের মাথায় জ্ঞান বুদ্ধি থাকলে এতেই চলবে ।
মনে হয় না ওদের মাথার বিতরে অর্থের কন্ট্রাকটারী আর ক্ষমতার কন্ট্রাকটারী ছাড়া আর কিছু আছে
থাকলে উনারা ভালো কোন উদ্ধেগ নিতেন ।
১০| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬
টোকাই রাজা বলেছেন: সৃষ্টিকর্তা সবাইকে ভাল রাখুক। না হলে ভাল।
০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ।
সৃষ্টিকর্তা আমাদের সবাইকে ভাল রাখুক।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩
আজাদ মোল্লা বলেছেন: ভুমিকম্পনের কথা বাড়ি থেকে প্রথম শুনলাম ,
পরে নেটে বিস্তারিত জানতে পারলাম ।
ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ।