নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোথায় আছে স্বাধীনতা কোথায় আছে রাজাকার ।
রাজাকার আর স্বাধীনতা খোঁজ কেউকি আমায়
দিতে পারবেন । যদি নাই পারেন তাহলে আপনি
মানুষ হউন আর গরু হউন আর ছাগলই হউন দয়া
করে এগুলো প্রসঙ্গ তুলে ব্লগের পরিবেশ নষ্ট করবেন না ।
দেখা যাচ্ছে একজনকে ফাঁসি দিলেই ওটা নিয়ে বিভিন্ন ধরনের মতা মত আছে আর তখনই সুযোগ সুবিধা বুঝে একেক জন একেক ধরনের মন্তব্য দেয় । কেউ আছেন
গরুর দল নিয়ে কেউ আছেন ছাগল এর দল নিয়ে ।
কি আর বলবো ভাই আমরা সাধারণ পাবলিকেরা সারাজীবন গুরু আর ছাগলই রয়েগেলাম মানুষ আর হতে
পারলাম না ।আরে এই দেশে কারে ভালো বলবেন সবাই
একই রকম ।কেউ দেখাইয়া হালাল কইরা খায় কেউ না দেখাইয়া হারাম কইরা খায় । ওই যে কথায় আছে না খাইয়া গেল দাড়িওআলা নাম হইল মোচআলার ঠিক আমাগো দেশের হগ্গল মানুষগুলারও ওই একই রকম অবস্থা ।
আরে ভাই এইত সেদিন আমার সাথে পুলিশের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা । থাট্রিফফাস্ট নাইতে তখন বাজে কেবল মাত্র রাত নয়টা আমি ওয়ার্ক হাউজ থেকে ফিরছি
বাসায় । আমার ওয়ার্ক হাউজ থেকে অল্প একটু দূরে বাসা তাই আমি প্রতিদিন নিয়মিত হেটেই বাসায় এবং বাসা থেকে অফিসে যাই । তাই ওইদিনও প্রতিদিনের মত বাসায়
যাচ্ছছিলাম হঠাৎ রাস্তায় আমার পাশে একটি গাড়ি থামল ।
গাড়ি থেকে দুইজন পুলিশও নামলো । তারা নেমেই আমাকে ভাবে তল্লাশি করল । এর শুরু হল জেরার পালা
এক পর্যায় একজন পুলিশ আরেক জন পুলিশকে বলতে শুরু করল কি কন স্যার হালারে কি গাড়িতে উঠাইয়া নিয়ানিমুনি । আরেকজন বলতে শুরু করল এই তুই কিছু করবি নাকি স্যাররে ডাকদিমু ।পরে বাকি অংশটুক নাই বললাম । এইবার বলেন একজন কর্মজীবি লোক যদি রাতে কর্মস্থল থেকে নিজবাড়িতে নিরাপদ স্বাধীন ভাবে না ফিরতে পারে যারা নিরাপদ তারাই যদি উল্ট ছিনতাই হাইজাক করে তাহলে এদেশে কি আমরা স্বাধীন ভাবে নিরাপদে বেঁচে আছি ।রক্ষকই যদি বক্ষক হয় তাহলে নিরাপদ দিবে কে ?
এইজন্যয়ই কি বীর বাঙ্গালী মুক্তিযুদ্ধ সংগ্রাম করেছিল
এ জন্যয়ই কি তারা দেশ স্বাধীন করেছিল ।
আর তারা যদি স্বাধীনতা এনেই দিয়ে গেল তাহলে এটা কোন স্বাধীনতা এনে দিয়ে গেল । বৎসবরণ মত একটি দিনে জাতিয় বিশ্ববিদ্যালয়ের মত অঙ্গনে যখন মেয়েদের যৌন হামলায় শিকার হতে হয় তখন এ দেশে শহিদ মুক্তি যুদ্ধারা কোন স্বাধীনতা আমাদের উপহার দিয়ে গেলেন ।
সব শেষে আমি এটাই বলতে চাই কিছের স্বাধীনতা কিছের রাজাকার এই দেশে নতুন করে আবার স্বাধীনতা আনতে হবে ।
দেশ থেকে সবার আগে দূরনীতিবাজদের শাশ্তি দিতে হবে এবং তাদের নির্মূল করতে হবে ।
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৯
আমি মিন্টু বলেছেন: আমি কোন ভাবেই মুক্তি যুদ্ধকে ছোট করি নাই । আমি শুধু তাদের উদ্ধেশ্য করে লেখেছি যারা জেগে ঘুমাচ্ছে ।
যারা দেখেও না দেখার বান করছে । ভুল মুক্তি যুদ্ধারা করে নাই । ভুল হয়েছে আমাদের মত অকর্ম লোকদের এ দেশে জম্ম নেয়া ।
কেননা এ দেশে রক্ষকেরাই যে হলেন বড় বক্ষক । গঠন মুলক মন্তব্যের জন্য ধন্যবাদ । শুভ রাত্রী ।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৩০
কবি এবং হিমু বলেছেন: ভাই মেয়ে ধর্ষন স্বাধীন দেশে কমন একটা বিষয়।কেন ভাই এসব নিয়ে লেখালেখি করেন।কষ্ট করে দেশটা স্বাধীন করছে বলেই তো আজ এতো মজা করে মেয়েদের ভোগ করতে পারতেছে।আগে করতো পাকিরা আর এখন করি আমরা।আমার তো মনে হয় পাকিদের কাছ থেকে মেয়ে ভোগ করার অধিকারটা আদায় করেছি ৯ মাস যুদ্ধ করে
০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১
আমি মিন্টু বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪২
রাফা বলেছেন: আমি কিন্তু সত্যিই এইবার জামায়াতিবাদি হয়ে গেলাম।কিছু হলেই স্বাধীনতা /মুক্তিযুদ্ধ কে টেনে নামিয়ে ফেলতে হবে।
এটাই হইতেছে রাজাকারদের স্টাইল।অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করুন।দরকার হোলে আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করুন।না পারলে ঘৃণা জানান আপনার সর্বশক্তি দিয়ে।মনে হয় দেশ স্বাধীন করে বড় ভুল করেছে মুক্তিযোদ্ধারা।অন্যায় কি পৃথিবির কোন দেশে হয়না ! আর হলেই কি ওরা দেশ নিয়ে এরকম কথা বলে?
কিন্তু মুক্তিযুদ্ধকে ছোট করার কোন অধিকার কি আছে আপনার?