নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছেন যতই চেষ্টা করছেন না কেন কিন্ত কিছুতেই দুইচোখের পাতায় ঘুম আসসে না। আপনি জানেন কি মাত্র এক মিনিটেই আপনি ঘুমিয়ে পড়তে পারেন ।না কোনও ম্যাজিক বা যাদু নয় এমনটাই হতে পারে বলে দাবি করেছেন মার্কিন গবেষকরা। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের গবেষকদের দাবি দৈনন্দিন জীবনে স্ট্রেস এবং ইনসোমনিয়ার গলায় গলায় বন্ধুত্ব । একটা থাকলে অন্যটা নাকি এসে যাবেই আপনার জীবনে। আর রাতে ঘুম না আসার পিছনে নাকি যাবতীয় দায় ওই স্ট্রেসএর। তবে ঘুমোবেন কী করে? তা ও আবার এক মিনিটে । এক মিনিটে ঘুমোনোর জন্য শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা প্রয়োজন। কী ভাবে? জেনে নিন তা
• প্রথমে জিভের ডগাটা রাখুন সামনের দাঁতের সারির মাংসল জায়গায়। পুরো ব্যায়ামের সময় জিভ সেখানেই থাকবে।
• এ বার বেশ জোরে ‘হুশশশ’ শব্দ করে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ুন।
• এ বার মুখ বন্ধ করে আস্তে আস্তে নাক দিয়ে নিঃশ্বাস নিন। এ সময় মনে মনে এক থেকে চার গুনুন।
• শ্বাস ধরে রেখে এক থেকে সাত গুনতে শুরু করুন।
• আট গুনে শ্বাস পুরোপুরি ছেড়ে দিন। একই ভাবে ‘হুশশশ’ শব্দ করে শ্বাস ছাড়তে থাকুন।
• এটা হল প্রথম বারের ব্যায়াম। এ ভাবেই মোট চার বার ব্যায়ামটা করুন।
গবেষকদের দাবি, এতে স্ট্রেস কমবে। ফলে ঘুমও আসবে তাড়াতাড়ি। মাত্র এক মিনিটেই!
তথ্য অনলাইন ।
২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭
আমি মিন্টু বলেছেন: অবশ্যয়ই অবশ্যয়ই চেষ্টা করে দেখা যেতে পারে ।
২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১
সুমন কর বলেছেন: কাল রাতেই এ ধরনের একটি পোস্ট সামুতে দেখেছিলাম....!
২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮
আমি মিন্টু বলেছেন: অবশ্যয়ই কেউ না কেউ দিতেই পারে ।
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২
মোহাম্মদ শামছুদ্দীন বলেছেন: পড়ে ভালো লাগলো । যদি প্রয়জন হয় Apply করা যাবে।
২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯
আমি মিন্টু বলেছেন: ঠিক আছে
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০
হানিফঢাকা বলেছেন: দেখি ট্রাই করে।
২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯
আমি মিন্টু বলেছেন: করেন ফলাফল জানাইতে বুইলেন না ।
৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬
অগ্নি সারথি বলেছেন: ঘুম না আসলে চেষ্ঠা করুমনে।
২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১০
আমি মিন্টু বলেছেন: ঠিক আছে ভাই ।
৬| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ভালো টিপস অবশ্য যদি কাজ হয়।
২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ যদি কাজে লাগে ।
৭| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০১
মামুন ইসলাম বলেছেন: ভালো টিপস
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২২
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।
৮| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪
ইকরাম বাপ্পী বলেছেন: সারাদিন এত্ত এত্ত পরিশ্রম হয় যে সন্ধ্যায় বাসায় ফিরে বিছানাটাকে দেখে তার জন্য মায়া..... আহারে এই বেচারার কেউ নাই, আমারো কেউ না.... বসা মাত্রই শুয়া, শুয়া মাত্রই ঘুম....
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৩
আমি মিন্টু বলেছেন: এমনেও কাজের মানুষের আইতে ঘুম বেশি হয় ।
৯| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২
শাহরিয়ার কবীর বলেছেন: ট্রাই করে দেখবো।
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৪
আমি মিন্টু বলেছেন: দেখতে পারেন ভাই । দেখার জন্য অনুমতি দিয়া আচে ।
১০| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭
ব্লগ সার্চম্যান বলেছেন: ট্রাই করে দেখতে হবে ।
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৬
আমি মিন্টু বলেছেন: টিক আছে দেইখেন পারলে ভাবী থাকলে হিতিরেও হাতে নিয়ে নিয়েন ।
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮
তানসীরুল আলম বলেছেন: চেষ্টা করে দেখা যেতে পারে। :-)