নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা শহরে আপনার স্বপ্নের বাড়ি তৈরি করুন ।
এখন আর ভাবনা কিছের আপনার হাত দুই জায়গা থাকলেও তৈরি করতে পারেন ঢাকার শহরে আপনার স্বপ্নের বাড়ি ।
তবে বাড়ির শুরুতেই নিচে থাকবে টয়েলেট তার পর সিরি এর পর রান্না ঘর তার উপরে থাকার ঘর
এই সব জমিনের উপরে কি করে তারা বিল্ডি বানানের প্লান পাশ করে বা অনুমতি দেয় । বুঝে আসে না ।
আপনাদের কারো মাথায় বুঝ আসলে আমারে একটু বুঝাইয়া দিয়েন ।
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮
আমি মিন্টু বলেছেন: পারি বইলাইতো আছি বটে ভাই ।
আপনে মনে হয় পারেন না । যাই হোক আপনে না পারলেও আমার কিছু করার নাই ।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮
মানবী বলেছেন: তারপর ভূমিকম্প এসে সব স্বপ্ন বাড়ি সহ ভেঙ্গে দিবে যখন. তখন কি হবে!!!!
:-)
ধন্যবাদ আমি মিন্টু।
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩
আমি মিন্টু বলেছেন: কি আর হবে আপুনি দেশের জন সংখ্যা গণহারে কমে যাবে । সেই উপলক্ষে কিছু ট্রান পাবো বিদেশীদের কাছ থেকে তাতে
দুটি লাভই হবে দুই দিক থেকে এক দূরনীতি করা পয়সা এবং বিদেশী সাহার্য্য সবই আমাদের পকেটে যাবে ।
ধন্যবাদ আপু সঙ্গে থাকার জন্য ।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৫
মানবী বলেছেন: আচ্ছা, ত্রানের পয়সা বুঝি আপনার পকেটে আসবে? :-)
আমাদের দেশে ভিক্টিমদের কাছে বিদেশিদের অনুদান পৌঁছে?
এই বাড়ির আইডিয়াটা ওন পত্রিকার কিনা বুঝতে পারছিনা।
আবারও ধন্যবাদ ভাইয়া।
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৫
আমি মিন্টু বলেছেন: আই হায় আপুনি এইটা কি কন ট্রানের পয়সা আমার পকেটে আইলেতো । কামই হইতো সব ট্রানের টাকা দিয়া বাংলাদেশের সব গরীব মানুষকে ধনী কইরা দিতাম । আর ধনীদের গরীবের কাটারে আইন্না মজা বুঝাইয়া দিতাম যে ধনী আর গরীব কাকে বলে ।
আর বুঝাইতাম গরীব মানুষদের কত কষ্ট দুঃখ । ধন্যবাদ আপুনি ।
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০০
মারুফ তারেক বলেছেন: সেই রকমের ইঞ্জিনিয়ারিং
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৭
আমি মিন্টু বলেছেন: এইটা আবার কইতে হয় মিয়া ভাই ।
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৬
প্রামানিক বলেছেন: এ ভাই এই ছবি পাইলেন কই? তাড়াতাড়ি ছবি সরান নইলে বিল্ডিং ভাইংগা সামহোয়ার ইন ব্লগের উপর পরবো।
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১১
আমি মিন্টু বলেছেন: এইটা আবার কি শুনাইলেন মিয়া ভাই ভর দুপুর থুক্কু ভর রাইতের বেলা সারা রাইত এহন দুই চোহে ঘুম আইবো না প্রিয় সামহোয়ার ইন ব্লগের চিন্তায় । ধন্যবাদ প্রামানিক ভাই এই ভর রাইতে উকি দেয়ার জন্য ।
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩২
আজমান আন্দালিব বলেছেন: এই বুঝি ভাইঙ্গা মাথায় পড়লো!
৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬
আমি মিন্টু বলেছেন: শক্ত কইরা ধইরাা রাইখেন কিন্তু ।
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৪
ঠ্যঠা মফিজ বলেছেন: না যেই করে থাকুক এই ধরনের প্লান মোটেও ঠিক হয়নি । বিষয়টি তুলে ধরার জন্য ধন্যবাদ ভাই মিন্টু ।
৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫
আমি মিন্টু বলেছেন:
৮| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:০৭
কাউন্টার নিশাচর বলেছেন: আল্লাগো আল্লাহ
৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪
আমি মিন্টু বলেছেন: আল্লাহু অকবর ।
৯| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৬
ফেরদৌসা রুহী বলেছেন: এ বাড়ির কাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে পড়বে বলে মনে হচ্ছে।
৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩
আমি মিন্টু বলেছেন: আমার কাছছেও মনে হয় । এখনকার সিমমেন্ট রদে এমনেই তেমন কোন শক্তি নাই ।
১০| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
অগ্নি সারথি বলেছেন: এই গৃহ খানার আর্কিটেক্ট কিডা? তার পায়ে ধইর্যা কদমবুসি করতে মুঞ্চায়।
৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭
আমি মিন্টু বলেছেন:
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩০
নিমগ্ন বলেছেন: আইডা_______, মন্টু!!!!! তুই ভাই, পারিস বটে।