নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

ঢাকা শহরে আপনার স্বপ্নের বাড়ি তৈরি করুন ।

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৪


ঢাকা শহরে আপনার স্বপ্নের বাড়ি তৈরি করুন ।
এখন আর ভাবনা কিছের আপনার হাত দুই জায়গা থাকলেও তৈরি করতে পারেন ঢাকার শহরে আপনার স্বপ্নের বাড়ি ।
তবে বাড়ির শুরুতেই নিচে থাকবে টয়েলেট তার পর সিরি এর পর রান্না ঘর তার উপরে থাকার ঘর :)
এই সব জমিনের উপরে কি করে তারা বিল্ডি বানানের প্লান পাশ করে বা অনুমতি দেয় । বুঝে আসে না ।
আপনাদের কারো মাথায় বুঝ আসলে আমারে একটু বুঝাইয়া দিয়েন । :(

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩০

নিমগ্ন বলেছেন: আইডা_______, মন্টু!!!!! তুই ভাই, পারিস বটে। B-))

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮

আমি মিন্টু বলেছেন: পারি বইলাইতো আছি বটে ভাই ।
আপনে মনে হয় পারেন না । যাই হোক আপনে না পারলেও আমার কিছু করার নাই । ;)

২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮

মানবী বলেছেন: তারপর ভূমিকম্প এসে সব স্বপ্ন বাড়ি সহ ভেঙ্গে দিবে যখন. তখন কি হবে!!!!

:-)

ধন্যবাদ আমি মিন্টু।

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩

আমি মিন্টু বলেছেন: কি আর হবে আপুনি দেশের জন সংখ্যা গণহারে কমে যাবে । সেই উপলক্ষে কিছু ট্রান পাবো বিদেশীদের কাছ থেকে তাতে
দুটি লাভই হবে দুই দিক থেকে এক দূরনীতি করা পয়সা এবং বিদেশী সাহার্য্য সবই আমাদের পকেটে যাবে । :P
ধন্যবাদ আপু সঙ্গে থাকার জন্য ।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৫

মানবী বলেছেন: আচ্ছা, ত্রানের পয়সা বুঝি আপনার পকেটে আসবে? :-)
আমাদের দেশে ভিক্টিমদের কাছে বিদেশিদের অনুদান পৌঁছে?

এই বাড়ির আইডিয়াটা ওন পত্রিকার কিনা বুঝতে পারছিনা।
আবারও ধন্যবাদ ভাইয়া।

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৫

আমি মিন্টু বলেছেন: আই হায় আপুনি এইটা কি কন ট্রানের পয়সা আমার পকেটে আইলেতো । কামই হইতো সব ট্রানের টাকা দিয়া বাংলাদেশের সব গরীব মানুষকে ধনী কইরা দিতাম । আর ধনীদের গরীবের কাটারে আইন্না মজা বুঝাইয়া দিতাম যে ধনী আর গরীব কাকে বলে ।
আর বুঝাইতাম গরীব মানুষদের কত কষ্ট দুঃখ । :( ধন্যবাদ আপুনি ।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০০

মারুফ তারেক বলেছেন: সেই রকমের ইঞ্জিনিয়ারিং :D

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৭

আমি মিন্টু বলেছেন: এইটা আবার কইতে হয় মিয়া ভাই । :)

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৬

প্রামানিক বলেছেন: এ ভাই এই ছবি পাইলেন কই? তাড়াতাড়ি ছবি সরান নইলে বিল্ডিং ভাইংগা সামহোয়ার ইন ব্লগের উপর পরবো।

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১১

আমি মিন্টু বলেছেন: এইটা আবার কি শুনাইলেন মিয়া ভাই ভর দুপুর থুক্কু ভর রাইতের বেলা সারা রাইত এহন দুই চোহে ঘুম আইবো না প্রিয় সামহোয়ার ইন ব্লগের চিন্তায় । :(( ধন্যবাদ প্রামানিক ভাই এই ভর রাইতে উকি দেয়ার জন্য । :)

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩২

আজমান আন্দালিব বলেছেন: এই বুঝি ভাইঙ্গা মাথায় পড়লো!

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬

আমি মিন্টু বলেছেন: শক্ত কইরা ধইরাা রাইখেন কিন্তু । :)

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৪

ঠ্যঠা মফিজ বলেছেন: না যেই করে থাকুক এই ধরনের প্লান মোটেও ঠিক হয়নি । বিষয়টি তুলে ধরার জন্য ধন্যবাদ ভাই মিন্টু ।

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫

আমি মিন্টু বলেছেন: :)

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:০৭

কাউন্টার নিশাচর বলেছেন: আল্লাগো আল্লাহ

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪

আমি মিন্টু বলেছেন: আল্লাহু অকবর ।

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৬

ফেরদৌসা রুহী বলেছেন: এ বাড়ির কাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে পড়বে বলে মনে হচ্ছে।

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩

আমি মিন্টু বলেছেন: আমার কাছছেও মনে হয় । এখনকার সিমমেন্ট রদে এমনেই তেমন কোন শক্তি নাই । ;)

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮

অগ্নি সারথি বলেছেন: এই গৃহ খানার আর্কিটেক্ট কিডা? তার পায়ে ধইর‍্যা কদমবুসি করতে মুঞ্চায়।

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭

আমি মিন্টু বলেছেন: :) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.