| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
চুপ একে বারে চুপ । বেশি কথা কইবি না কথা কইলে এক্কেবারে হান্দাইয়া দিমু ।এইটা কি দেখছরচুলের গোড়া থেইক্কা এক্কেবারে আগা পযন্ত কাইটা আলকাট্রা লাগাইয়াদিমু ।চুদুর পুদুর আমার লগে না ।খালি ঘর পাইলে শুধু টেলিফোনে পিরিতির আলাপ মারো ।সারাক্ষন খালী নাগরের কাছে পিড়িটির পত্র লিখবার মন চায় না । কেন মাগী আমার কিছুর কম আছেনি ।মাগী আমারে তুই কাঠের চশমা পড়াইবি না । মাগী বিয়ার আগে খবর পাও নাই আমি যে রিক্সা চালাই । তহনতো মুখে খালী ফটর পটর করছো কত কইছিলাম দেখো আমি ঢাকা শহরে রিক্সা চালাই তুমি শিক্ষিত আমার লগে তোমার বিয়া হইলে সুখী হতে পারবে না তখতো কইছর তোমারে ছাড়া আমি বাঁচতাম না   ও এখন ঢাকা শহর আইসা লাল নীল রঙ্গিন বার্তি দেইখা মনের ভিতর রং লাগছে না । সারাক্ষন শুধু  কিবোর্ডের বাটাম টিপাইতে মুন চায় না ।জাবেদ সাহেবের ফ্লাটে চিল্লাচিল্লি শুইন্না পাশের ফ্লাটের বাবর সাহেব খুব দ্রুত ছুঁটে আছলেন । উনি এসেই জাবেদ সাহেবকে জড়িয়ে ধরে আরে জাবেদ ভাই করছেন কি করছেন ভাবী কে এভাবে বকাবাধ্য করছেন কেন ? আপনার হঠাৎ কি হয়েছে? যে কারনে ভাবীর সাথে এরকম রাগারগী করছেন ।আরে ভাই বউ পিটানো কাজ ভালো না । এসব কাজ হয়ত রিক্সাওআলাদের দিয়ে সম্ভব ।আপনার আমার মত ভদ্র লোকদের কাজ না । জাবেদ সাহেবের শ্ত্রী বাবর সাহেবের কান্ড দেখে হতভঙ্গ হয়ে দাঁড়িয়ে গেলেন ।
জাবেদ সাহেব কোন মত বাবর সাহেবের হাত ছুঁটিয়ে বলে উঠলেন আরে বাবর ভাই কি বলছেন আমি ঝগড়া করবো কেন ? আরে ভাই কালকে আমার নাটক শিক্ষিত বউ রিক্সাওআলা স্বামী এর প্রথম সুটিং হবে, তাই আগে থেকেই 
আমি নিজেই একটু অ্যাটটিং করে নিচ্ছি যাতে করে নাটকের আর্টিসকে আমার বুঝাতে সহজ হয় ।
 
৩০ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:৫৮
আমি মিন্টু বলেছেন: হে হে হে বেশি বেশি করে মজা লুটুন ভাই 
   ।
২| 
৩০ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:২৮
তাপস বড়ুয়া বলেছেন: হা হা হা.।এর কোন মানে হয় ?
 
৩০ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:৫৭
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই পড়তে থাকুন সাথে থাকুন আর বেশি বেশি মজা লুটুন হি হি হি । 
  ![]()
৩| 
৩০ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১:৪৪
কাউন্টার নিশাচর বলেছেন: ওলে
 
৩১ শে জানুয়ারি, ২০১৬  সকাল ১১:৫৭
আমি মিন্টু বলেছেন: 
  ![]()
৪| 
৩০ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১:৪৮
আম আদমি বলেছেন: হাচা ভাবছিলাম।
 
৩১ শে জানুয়ারি, ২০১৬  সকাল ১১:৫৮
আমি মিন্টু বলেছেন: ![]()
৫| 
৩০ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ২:১০
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: আপনার লেখার হাত ভালো। পড়ে খুব আরাম পেলাম। 
পোস্টে এ+
 
৩১ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:০১
আমি মিন্টু বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ । ![]()
৬| 
৩০ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ২:১৬
অগ্নি সারথি বলেছেন: খিক।
 
৩১ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:০২
আমি মিন্টু বলেছেন: ঠিক আছে ভাই  
  ![]()
৭| 
৩০ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৪:৪৬
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: নাটক সংলাপ সবই ঠিক আছে, মাঝখানে যে একটা এডাল্ট শব্দ আছে সেটা দেওয়া কি খুবই জরুরি ছিলো?
 
৩১ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:০৫
আমি মিন্টু বলেছেন: এডাল্ট শব্দ গুলোই বর্তমান মুভির একটি হিট দিক । দেখবেন যে মুভিতে এডাল্ট শব্দ বা কাঁটপিচ এক্স আছে সেই ছবিই সব থেকে বেশি জনপ্রিয়তা পায় । ![]()
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:১৩
প্রামানিক বলেছেন: হে হে হে দারুণ নাটকীয় নাটক। ধন্যবাদ