নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

দেশ ও জাতির স্বার্থে এই মুহুর্তে দরকার সকল দলমত নির্বিশেষে জাতিয় নির্বাচন দেয়া

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

দেশের উন্নয়নের ও জাতির স্বার্থে এই মুহুর্তে দরকার সকল দলমত নির্বিশেষে জাতিয় নির্বাচন ।
দেশের স্বার্থেই এই মুহুর্তে দ্রুত প্রয়োজন জাতিয় নির্বাচন দেয়া ।যত দ্রুত জাতিয় নির্বাচন দেয়া হবে তত দ্রুত বাংলাদেশে আর্থিক উন্নয়ন ঘটবে বা অর্থিক সচ্চলতা ফিরে আসবে ।জাতি আজ বড় বিপর্যয় অবস্থার মোকাবেলা করছে । কোন কর্ম স্থল খালি নেই । দেশের জন সংখ্যার সাথে সাথে বেকার সমস্যাও দ্রুত এগিয়ে চলছে । আর এসবের মূল কারন হল জাতিয় নির্বাচন । অনেক দিক দিয়ে বিবেচনা করে দেখলে দেখা যাবে বাংলাদেশের রাজনীতির প্রভাব যেয়ে পড়ছে অর্থনীতিতে । আর বর্তমান অবস্থান থেকে বলা চলে দেশের জাতিয় নির্বাচন না দেয়া পযন্ত দেশ ও জাতির উন্নয় হবে না ।
সব দিক থেকে পর্যবেক্ষন যা ফলাফল পাওয়া গেছে তার উপরে ভির্ত্তি করে মাননীয় প্রধান মন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া এবং জাতিয় পাটির ও দেশের অন্যান্য রাজনীতি দলের নেতাবিন্দুর কাছে বিশেষ আবেদন থাকলো আপনেরা সকলে মিলে পালামেন্টে বসুন খোলা আলোচনা করুন ।
প্রয়োজনে দেশের সাধারন মানুষদের কাছে বুদ্ধি পরামর্শ নিন । এবং দেশের সাধারন জনগণের মতামত নিন । এছাড়াও দেশের অনলাইনগুলোতে আমাদের মত বেশ ব্লগার আছেন যাদের কাছে আপনেরা চাইলে দেশ সম্পর্কে
ও দেশের রাজনীতি সম্পর্কে অনেক ভালো ভালো বুদ্ধি পরামর্শ নিতে পারেন । দেশের রাজনীতির বর্তমান যে অবস্থায় এসে দাঁড়িয়েছে তাতে একশত ভাগ নিশ্চয়তার সাথে গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম পক্ষ বিপক্ষ অনেক ব্লগার আছেন যারা দেশ সম্পর্কে অনেক ভালো কিছু জানেন এবং ওই সব ব্লগার দেশের রাজনীতিতে প্রবেশ করলে বা যোগ দিলে তারা দেশের বর্তমান অবস্থা চেয়ে অনেক ভালো ভাবে চালাতে পারবেন । প্লীজ আমাদের কথাগুলো একটু ভাবুন ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


"সব দিক থেকে পর্যবেক্ষন যা ফলাফল পাওয়া গেছে তার উপরে ভির্ত্তি করে মাননীয় প্রধান মন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া এবং জাতিয় পাটির ও দেশের অন্যান্য রাজনীতি দলের নেতাবিন্দুর কাছে বিশেষ আবেদন থাকলো আপনেরা সকলে মিলে পালামেন্টে বসুন খোলা আলোচনা করুন । "

-তা'হলে, পার্লামেন্ট হলো আলোচানর যায়গা?
আপনারা জাতির খাদ্য ও অক্সিজেন বিনস্ট করছেন

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১

আমি মিন্টু বলেছেন: না পার্লামেন্ট হলো কিচ্ছা আর কবিতার জায়গা ।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:২০

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগের উচিত হবে, বিএনপি'কে ব্যবসা থেকে উৎখা্ত করা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০০

আমি মিন্টু বলেছেন: তা করতে পারেন তবে বিএনপিতে যে ধরনের বড় বড় ব্যবসাহী আছে তা দেশের অন্য কুনো দলে নেই কথাটি মাথায় রাইখেন । B-) :)

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

কল্লোল পথিক বলেছেন: দেশের উন্নয়নের ও জাতির স্বার্থে এই মুহুর্তে দরকার সকল দলমত নির্বিশেষে জাতিয় নির্বাচন ।
শতভাগ সহমত।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪

গেম চেঞ্জার বলেছেন: ২-১টা কমেন্ট পড়ে হাঃ হাঃ পঃ গেঃ


রাজনৈতিক পোস্ট। তা অনেক দিন পরে মিন্টু ভাই? কই ছিলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.