| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
তোমাদের গৌরব ময় উর্দ্দিপনা 
একটি গন্তব্য একটি ভাষাই শেষ ঠিকানা 
মোরা বাঙ্গালী জাতি 
বৃষ্টি রোদে মোদের যেমন সঙ্গি হয় ছাঁতি
বাংলাকেই ধরেই বেঁচে ছিলে তোমরা
বেঁচে আছি মোরা
বাংলাই যে মোদের ভাষা সাথী ।
বড় গৌরবময়
আমরা এই বাঙ্গালী জাতি । 
যাদের জন্য হয়েছে ৫২ এর ভাষা আন্দলোন 
বাংলা ভাষা তাদেরই ফসল  
মা………..মাগো তারাই ছিল
 বাংলার বীরসেনা দল ।
আহা মনে কত স্বপ্ন ছিল 
ছিল কত আশা 
রক্তে রঞ্জিত হলেন যে সহীদেরা
বলবেন কথা তারা বাংলা ভাষা । 
৫২ এর একটাই দাবী একটাই শ্লোগান
পাগল ছিল মনে নিয়ে একটি আশা 
এই রাষ্ট্রে বাংলা হবে রাষ্ট্র ভাষা । 
শতশত সহীদের রক্তের বিনিময় 
হয়েছে পূরণ সেই স্বপ্ন সেই আশা 
সেই সকল সহীদ ভাইদের প্রতি থাকলো লক্ষ কোটি সালাম 
থাকল কোটি কোটি হৃদয় ভরা ভালোবাসা।
 
মোদের জাতিয় ফুল শাপলা
মোদের জাতি পাখী দোয়েল
মোদের জাতিয় মাছ ইঁলিশ
মোদের জাতিয় পশু রয়েলবেঙ্গলটাইগার
মোদের জাতিয় ফল কাঠাল 
কথায় আছে মোরা মাছ ভাতে বাঙ্গাল ।
 
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:২৪
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ সুমন দাদু  ![]()
২| 
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:৩৭
কল্লোল পথিক বলেছেন: চমৎকার ভাষার কবিতা।
 
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৪৬
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই । ![]()
৩| 
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৩৩
তার আর পর নেই… বলেছেন: শহীদ, জাতীয়, ইলিশ, কাঁঠাল বানান গুলো ঠিক করে নিন।
 
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৪৬
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই । ![]()
৪| 
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:০৬
হানিফঢাকা বলেছেন: কথায় আছে মোরা মাছ ভাতে বাঙ্গাল
প্রথমেঃ দুধে ভাতে বাঙ্গাল
পরেঃ  মাছে ভাতে বাঙ্গাল
এর পরেঃ ডালে ভাতে বাঙ্গাল
এর পরে কি? পানি ভাতে বাঙ্গাল? 
 
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:২৩
আমি মিন্টু বলেছেন: কথা খারাপ বলেন নাই । এর পর মোরা পানিভাতে বাঙ্গলী  ![]()
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:৩০
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।