নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলোচিত পাতা নিয়ে এত হাছা মিছা কথার কি আছে । সব বাদ দিয়ে নির্বাচিত পাতার মত এইটাকেও মডারেটের দৃষ্টিতে নেয়া হউক । হ এইবার এই ব্লগে আলোচিত পাতাটিও কিন্ত মোস্ত একটি ইমপডেন্ট বিষয় হয়ে দাঁড়িয়েছে । অবশ্য ভাই আমার মত ছুট খাটো আলে বিলে লেখকের লেখা কেন নির্বাচিত পাতায় গেলো না বা কেন যায় না অথবা কেন আলোচিত হইল না তা নিয়ে আমার তেমন কুনো মাথা গরম নাই । তয় ব্লগে ঢুকলে দেখী অনেকেই এইসব নিয়ে মাথা গরম করে বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট দিচ্ছেন ।তাই বলছিলাম কি যদি সম্ভব হয় তাহলে কৃতপক্ষ যেন অবশ্যয়ই আলোচিতপাতার জন্য নির্বাচিতপাতার মত আলেদা একটি পাতা খুলতে পারেন । আর নির্বাচিত পাতার মতো মডারেট দারা আলোচিত পোস্টগুলো নির্বাচন করান ।
তবে হ্যা একজনের পক্ষে সব সামাল দেয়া ঠিক না তাই যিনি নির্বাচিত পোস্ট বাছাই করবেন উনি শুধু নির্বাচিত পাতাই বাছাই করবেন । আর আলোচিত পাতা বাছাইয়ের জন্য অবশ্যয়ই আলেদা মডারেট নিয়োগ দিতে হবে ।আর এর জন্য ব্লগে বেশ ভালো কিছু ব্লগার আছেন যারা ব্লগে বেশ সময় ব্যয় করেন । আশা করি তারা এ বিষয়টি বেশ গুরুত্ব সহকারে দেখবেন । তবে আমার মতামত অনুযায়ী দুই একজন ব্লগার আছেন তারাও ব্লগে বেশ সময় ব্যয় করেন কৃতপক্ষ বললে আমি কয়েক জনের নাম বলতে পারি তারাও আলোচিত পাতার বিষয়টি সুন্দর ভাবে সামাল দিতে পারবেন ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৬
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৫
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: প্রস্তাব ভাল, তয় এত লোকের বেতন দিবে ক্যাঠায় মন্তু বাই?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৭
আমি মিন্টু বলেছেন: কেন সরকার দিবে
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১
সুমন কর বলেছেন: প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। -- একদম ভুল কথা। এটা বোঝার মতো ক্ষমতা সব ব্লগারের আছে। ইচ্ছে করলে যে কেউ, তিন ঘণ্টা পর যাচাই করে দেখতে পারেন !!
এটা বাদ দিলেই ভালো হয়।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৯
আমি মিন্টু বলেছেন: ধুর যা মন চায় তা করুক আমি দিনে দুই তিনটা কইরা পুস্ট দিতে পারলেই চলে ।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪১
গেম চেঞ্জার বলেছেন: আলোচিত পাতা নিয়া মন্টু ভাইয়ের আলুচনা ভালই লাইগসে।
(পাতাটি স্বয়ংক্রীয়ভাবে হচ্ছে। হোক। আমি মনে করি পোস্টের সংখ্যা ১০ হলে আরো ভাল হয়।)
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৩
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ।
আপনার মতামতের আলেদা একটা জোর আছে সহমত ।
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৯
*কুনোব্যাঙ* বলেছেন: বুঝলাম। কিন্তু সর্বময় ক্যাচালের ঊর্ধে থাকবে এমন নির্বাচক নির্বাচন করবে কে?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১৫
আমি মিন্টু বলেছেন: এর জন্য আপনেরা সিনিয়ার পার্সেন যারা আছেন তারা সপ্তাহে একদিন রাইতে গোল টেবিলে বসে জমিয়ে চা আলোচনার মাঝে ঠিক করে নিবেন ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২১
আমি মিন্টু বলেছেন: তবে কিছু কিছু ক্যাচাল ভালো লাগে তয় কেউ উল্টাপাল্টা ক্যাচাল করলে আর ভালো লাগেনা তহন মুনটায় কয় হেগো মাথায় গরম
পানি ঢেলে দিই ।
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯
প্রামানিক বলেছেন: উত্তম প্রস্তাব