| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
কিরে ভাই সামু
তোমার হইল কি  মামু 
বেশি মেজাজ গরম হইলে 
তোমারে কি যে করমু । 
অনেক দিন ধরে হয়না 
মোর কোন পোস্ট হিট 
তাইতো বেঝায় মেজাজ খারাপ
তোমার উপরে লাগছে বড় জিদ । 
তয় এই পোস্টটি যদি হয় হিট 
তোমারে লইয়া কমু আমি সুখের গীত । 
মামু তোমার দেখা যায় বিচিত্র রং 
মাঝে মাঝে ভালই লাগে দেখতে তোমার ঢং ।
তাইতো বলি মামু কইরো না রাগ
থাকলে মনে ঝেড়ে ফেল তোমার সকল দাগ ।
 
সামু তোমার চোখ খোলা 
নাক তোলা 
তবু তুমি পড় কাঠের চশমা 
তাইতো তুমি চোখে দেখ ঘোলা ঘোলা ।
 
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:৪৫
আমি মিন্টু বলেছেন: লন অনেক রাইট হইছে ঘরে আর কিছু নাই শুধু 
এক কাপ গরম কফি পান করুন । 
 
 
২| 
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:০৪
পথে-ঘাটে বলেছেন: ঘরে তো কিছু নাই। আমারে কি দিবেন?
 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:১৬
আমি মিন্টু বলেছেন: লন আপনি এই দুপুরে এক পিছ মুরগার রোস্ট খেয়ে নিনি 
  
  ![]()
৩| 
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:১৭
ক্থার্ক্থা বলেছেন: ভাল লাগল । আমাকে বাদাম দিতে হবে ।  ![]()
 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:১৯
আমি মিন্টু বলেছেন: ঠিক আছে ধরেন হগল ধরনেরই বাদাম দিলাম যেইটা মুন চায় খাইয়া লন। 
  
 
৪| 
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:৩২
পার্থিব লালসা বলেছেন: হিট হইবো চা দেন।
 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:২৪
আমি মিন্টু বলেছেন: ধরেন খান একদম তাজা চা চুমুকে চুমুকে এর তৃপ্তি পাবেন । 
  
  ![]()
৫| 
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:৪২
কাঁচাঝাল বলেছেন: ভালো লেগেছে
 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:৩৫
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই কাচাঝাল । ![]()
৬| 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৫৮
বিজন রয় বলেছেন: হা হা হা দারুন!!
 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:৪৩
আমি মিন্টু বলেছেন: আপনাকে ধন্যবাদ । ![]()
৭| 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:০৪
ব্লগ সার্চম্যান বলেছেন: এইবার হিট হইবই পোস্ট । না হয়ে যায়বো কোথায়।
 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:৪৪
আমি মিন্টু বলেছেন: হু হইছে ![]()
৮| 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:৫৮
ব্লগার মাসুদ বলেছেন: হা হা হা হাসলাম ।মিন্টু ভাই আপনার পোস্ট পড়ে হাসলাম ।
 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:৪৫
আমি মিন্টু বলেছেন: অনেকদিন যাবত আপুনার কোন পোস্ট পাই না। ![]()
৯| 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৪০
উল্টা দূরবীন বলেছেন: দারুণ
 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:৩৪
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:৩৯
প্রামানিক বলেছেন: হিট হইবো চা দেন।