| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
জীবনে এই প্রেথম সামুতে আমার নীকের অ্যাকটিভিসনের একটি বছর অতিক্রম করলো ।সকল সহ ব্লগার ভাই বোন বন্ধু বৃন্দকে আমার ব্লগ বষপূর্তি উপলক্ষে একটি চাঁদ ও লক্ষকোটি তারার ভালোবাসা জানাই । তার সাথে বষপূর্তির শুভেচ্ছাও থাকল । 
কি করে কি ভাবে কি বা লেখে পড়ে একটি বছর হল পার
পেলাম না ভাই বোন বন্ধুরা একটুও টের 
সবাই যেন সবার আপন 
আছেন সামুতে যত লেখক গণ 
দেখলে পড়লে মনে হয় 
একে অপরের পরম আপন আত্মীয়স্বজন ।
একে একে কয়েকবার সামুতে অ্যাকাউন্ট খুলেছিলাম কিন্তু সেগুলো বেশিদিন ধরে রাখতে পারিনি । সেই নীকগুলো সব সামুতে থাকা হ্যাকার সাহেবেরা হ্যাক করেছেন । যাই হোক এই নীকটি জানি কিভাবে হ্যাকার সাহেবেদের চোখ ফাকি দিয়ে চোখের আড়াল দিয়ে একটি বছর অতিক্রম করলো ।সে জন্য সেই সকল হ্যাকার সাহেদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই এই জন্য যে তারা এবার আমার এই নীকটিকে হ্যাক করেন নাই। একই সাথে আমার বর্ষপূতিতে সামুর কৃতপক্ষকে এবং সামুর পুরো ব্লগটিম দলবলকে আমার আন্তরীক ভালোবাসা ও বর্ষপূতি শুভেচ্ছা এবং  ধন্যবাদ ও অনেক অনেক কৃতজ্ঞতা জানাই । 
ভাই আমি তেমন গুছিয়ে গাছিয়ে লেখাঝোখা করতে পারিনা তাছাড়াও বানানেও ২০০ শব্দের ভিতরে ৪২০টি হয় ভুল তাই বর্ষপূতি পোস্টও দেয়ার তেমন কোন সাহস বা ইচ্ছা ছিল না কিন্তু সামুতে এই প্রথম আমার নীকের একটি বছর শেষ হল তা সে সুখবরটি সকলকে না জানালেই যেন নয় ।
এখানে জয়েন্ত করার আগে অবশ্য আমি বেশকিছু ব্লগ গুরে দেখেছি ।কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে বা ভাল লাগে সামুর এই বৃহত্বর পরিবারটি । 
এখানে অনেকে অনেক ভালো ভালো লেখা পোস্ট করেন । গল্প কবিতা ছড়া রম্য আরো কত কি পোস্ট বলা চলে সামু একটি আদর্শ জ্ঞ্যানের ভান্ডার । আবার অনেকে পোস্ট দেন সেগুলো কিছু দেশের কাজে সমাজের কাজে তাছাড়াও সরকার ও বিরোধী দলের কাজে লাগে । এছাড়াও অনেকে অনেক পোস্ট দেন সেগুলো আমার পোস্টের মত অকাজের ।ছেড়া ফাটা হাতের লেখা । 
আমি জানি আমি যেমন কাজের না তেমন আমার পোস্টগুলোও কোন কাজের না । তবুও রোজ যদি এক দুইবার সামুতে ঢু না মারি মনে হয় পেটের ভাত হজম হয় না ।তাই রোজই কিছু একটা লেখার চেষ্টা করি পোস্টও দেই কিন্তু কিছুতেই সেই লেখাগুলো লেখা হয় না । 
তবে হ্যা এখানে অনেকের লেখা গল্প কবিতা পড়ে সাথে অনেকের মন্তব্য পেয়েও অনেক সময় অনুপেরিত হয়েছি । 
তবে সামুর সকল লেখকেরা খুব ভাল তাদের গুনগাণ যা বলে শেষ করার নয় । তবে ভালোর মধ্যে খারাপ যে থাকবে না তেমন কথা নাই ।তবে এখানে যারা খারাপ তারাই আবার ভালো । আবার যারা ভালো তারাই খারাপ । এক কথায় সমানে সমান ।
 এবার দেখে নেয়া যাক আমর ব্লগের জরীপ
আমার ব্লগের পরিসংখ্যানঃ
    পোস্ট করেছি: ৩০২টি
    মন্তব্য করেছি: ২৪৯৫টি
    মন্তব্য পেয়েছি: ২৮০৯টি
    ব্লগ লিখেছি: ১ বছর ১২ ঘন্টা
    অনুসরণ করছি: ১৬ জন
    অনুসরণ করছে: ৫০ জন
 রিতিমত কাজের না হলেও অকাজের বহু পোস্ট দিয়েফেলেছি । 
 
 এর পর আসুন দেখে নিই আমার 
মডারেশন স্ট্যাটাস এর কি ফলাফল বা কোন অবস্থানে আছি?
    ব্লক
    ওয়াচ
    জেনারেল
    সেফ
আপনি একজন নিরাপদ ব্লগার
আপনার লেখা সরাসরি প্রথম পাতায় সকল পোস্ট অংশে প্রকাশিত হবে। আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা নির্বাচিত পাতায়ও প্রকাশ হতে পারে।
   না আপাতাত এখানের অবস্থান ভালইতো আছে । যাক ভাল থাকাই ভাল ।
 চলুন কষ্ট করে আরেকটু নিচে নেমে আমার ব্লগ ইনফরমেশন প্যানেলটা এক নজর দেখেনিই
    পোস্ট পর্যবেক্ষণ (০)
    অদেখা মন্তব্য সমূহ (০)
    আমার ড্রাফট (২৭)
    নতুন নোটিশ (০)
 এরপর আসুন আরেকটু নিচে নেমে যাই অর্থাৎ সাম্প্রতিক যারা  আমার ব্লগ দেখেছেন তাদের নাম গুলো দেখেনেই।
   ১। মাহবুবুল আজাদ
    ২।আধারে অভ্রনীল
    ৩।ঝালমুড়ি আলা
    ৪।মিন্টুর নগর সংবাদ
    ৫।ব্লগ সার্চম্যান
    ৬।নেয়ামুল নাহিদ
    ৭।কালের সময়
    ৮।শাহজালাল হাওলাদার
    ৯।☺
    ১০।ফেরদৌস প্রামানিক
    ১১।শাহরিয়ার কবীর
    ১২।নুরএমডিচৌধূরী
    ১৩।ইসমাইলহোসেন০০৭
    ১৪।সুদীপ কুমার
   ১৫। রাশেদুর রনি
    ১৬।প্লাবন২০০৩
    ১৭।***মহারাজ***
    ১৮।উত্তরের উপাখ্যান
    ১৯।প্রামািনক
    ২০।ব্লগার মাসুদ
 
আসুন একটু পাশের দিকে ফিরে তাকাই সেখানের ফলাফল জেনে নিই ।
 আমার ব্লগটি ৫৩২২৬ বার দেখা হয়েছে
দুঃখের বিষয় পোস্ট করেছি ৩০২টি কিন্তু সেগুলো ভিতরে কৃতপক্ষের দয়ায় মাত্র গুটি কয়েকটি পোস্ট নির্বাচিত পাতায় এবং আলোচিত পাতায় স্থান পেয়েছে । 
আলোচিতপাতায় স্থান পেয়েছে যে পোস্টগুলো 
১।পাকিস্তান ভারতের দিকে তাক করে রেখেছেন ১৩০টি পাক পরমাণু বোমা! 
২।এই মেয়েটি মানুষ না! ![]()
৩।চাঁদে অবতরণ ছিল সম্পূর্ণ ভাবে একটি সিনেমার দৃশ্য  
৪।লগ ব্যবহারের শর্তাবলী : সকলের মনে রাখা উচ্চিত। 
 
 
 
  
৫।পৃথিবীর সেরা কিছু ভুল । 
৬।যদি সুখী হতে চান তাহলে সুন্দরি না দেখে মেয়েদের কয়েকটি গুণ দেখে বিয়ে করুন ! 
 
 
 
৭।সাবধান আপনার আসে পাশেই কোথাউ গোপনে পর্নোগ্রাফির শ্যুটিং হচছে নজর রাখুন । 
৮।দ্রুত পেটের মেদ কমাতে ৩ টি দারুণ পানীয় 
প্রেমে বিচ্ছেদ নিজের শরীরে আগুন দিলো ঢাবি ছাত্রী 
৯।মুসলমানরা ইউরোপ দখল করবে 
১০।ফেসবুক ইউজারদের জন্য একটি ভালো খবর 
১১।দুইজনের সংক্ষিপ্ত কিছু কথা 
আরো দুইচারটি আলোচিত পোস্ট বাদ পরেগেছে । যাই হোক নির্বাচিত পাতায় যে দুইচারটি গেছে সেগুলো সংযোগ করলাম না ।
এখানেই ইতি টানলাম । কৃতপক্ষ সহ সকল সহ ব্লগার ভাই বোন বন্ধু লেখকবৃন্দদের প্রতি আবারো বর্ষপূতির শুভেচ্ছা থাকল ।
 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৪৩
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই বর্ষপূতি শুভেচ্ছা থাকল । ![]()
২| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৩৮
সুঁই বলেছেন: মিন্টুর নগর সংবাদ কি ভাই আপনার আরেক নিক ?  
  মজা করলাম।
সামু ব্লগে হ্যাকার আছে মানে? হ্যাকাররা নিক হ্যাক করে দেয়? আমি তো জানতাম মডুরা নিক ব্যান করে, কমেন্ট ব্যান করে!
আপনার জন্মদিনের কেক ভাই অনেক গর্জিয়াস হয়ে গেছে। সিম্পল কেক খাইতে মজা।
নির্বাচিত পোস্ট এ স্থান পাওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করি না আমি। আপনি ভালো লিখলে অবশ্যই সেইটা জায়গা পাবে নির্ধারিত স্থানে। পেপার কাটিং যুক্ত লেখা তাহলে কমাইতে হবে। 
শুভেচ্ছা রইলো ভাই
 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৫৭
আমি মিন্টু বলেছেন: আপনার কথা ঠিক আছে । আচ্ছা আগে বলুনতো আপনি কার মাল্টি না হলে 
    পোস্ট করেছি: ০টি
    মন্তব্য করেছি: ৩টি
    মন্তব্য পেয়েছি: ০টি
    ব্লগ লিখেছি: ১ ঘন্টা ২৪ মিনিট
    অনুসরণ করছি: ০ জন
    অনুসরণ করছে: ০ জন
 এই এক থেকে দেড় ঘন্টায় আপনি সবকিছু কেমনে বুঝে গেলেন ।
আর আমার মাল্টির খবর জানতে চান সামুতে আমার প্রায় ১২০টির মত মাল্টি আছে । আর ওগুলো সবগুলোর
অবস্থান অনেক ভালো ।শুধু আমার এই নিকটিই খারাপ । 
নির্বাচিত পাতায় পোস্ট গেলেই কি আর না গেলেই তা নিয়ে প্রথম প্রথম ভাবতাম এখন আর ওসব বিষয় নিয়ে 
মাথা ঘামাই না ।
আর পেপার কাটিং এর কথা বলছেন । আমরা সারাক্ষন কর্ম ব্যস্তটার সময় অতিক্রম করে যতটুক সময় পাই ততখন হয়ত
ফেসবুক নয়ত ব্লগে ঢু মারি তা ছাড়া এর বাহিরের জগৎ এর কোন খবরা খবর রাখি না । তাই মাঝে মাঝে পেপার কাটিং এর
খবর গুলো অনেকের অনেক সংবাদ পোঁছে দেয় । তবে পেপার কাটিং এর ক্ষেত্রে অবশ্যই তথ্যসূত্র দেয়া প্রয়োজন ।
ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য । বর্ষপূতির শুভেচ্ছা থাকল।
৩| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৩৮
সুমন কর বলেছেন: বর্ষপূতির অনেক অনেক শুভেচ্ছা রইলো..... ![]()
 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৫৯
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ সুমন দাদু । আপনাকেও অনেক ব্লগ হ্যাপী বার্ডে । ![]()
৪| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৪৪
অন্তঃপুরবাসিনী বলেছেন: অভিনন্দন  ![]()
 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:০৭
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ আপু শুভেচ্ছা রইল ।
৫| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভ ব্লগিয় জন্মদিন মিন্টু ভাই ..
অনেক লিখেছেন সময়ের তুলনায়..ট্রিপল সেঞ্চুরি পেরিয়ে গেছেন 
 
বর্ষপূর্তির শুভেচ্ছা। 
 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:২৬
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাইয়া । দোআ করিবেন । ![]()
৬| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:০০
সুঁই বলেছেন: পেপার কাটিং এর ক্ষেত্রে তথ্য সূত্র দেন না সেটা কি বুঝিয়েছি আমি? আমি সামুর পাঠক অনেকদিন ধরেই। নিকের বয়স যাই হোক সেটা দেখেই মাল্টি সন্দেহ করাটা ঠিক না। আর আপনাকে শুভেচ্ছা জানাতেই আপনার পোস্টে ঢুকা। আপনার এই নিক দীর্ঘজীবী হোক এই কামনা করি। ভালো থাকবেন ভাই।
 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৩০
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ।
আচ্ছা  সুইতো মাইয়া মানুষের নাম হয় তাই না । তা আপনি কি পুলা  না মাইয়া ? 
ভুল বুঝবেন না প্লীজ হয়ত ভাই নয়ত বোন কিছু একটা বলেতো ডাকতে হবে তাই জিজ্ঞাসা আর কি ।
৭| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:০৭
সায়েল বলেছেন: ওলে মিন্তু ভাই!! তুমি তো কাম সাড়ি ফালাইচো।  
 
তোমাকে অপিনন্দন!! অপিনন্দন। ভালাইচে, ভালাইচে।  ![]()
 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:১১
আমি মিন্টু বলেছেন: ট্যংকু ট্যাংকু সিট খালি নাই আপনি পরে দেখা করতে পারেন  ![]()
৮| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৩১
অপর্ণা মম্ময় বলেছেন: হ্যাকারদের আজকেই জানিয়ে দিবো যাতে এই নিকটাও হ্যাক করে। হাহহাহা 
 
কারুকার্যময় কেক। 
সামুর ব্লগ জীবন আপনার আনন্দময় হোক।
 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:১৫
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ অপর্ণা মম্ময় আপু ।আপনার জীবনও আনন্দময় হয়ে উঠুক এই শুভকামনা রইল ।
৯| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৩৮
কথাকথিকেথিকথন বলেছেন: অনেক অভিনন্দন এবং শুভ কামনা ।
 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:১৬
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ আপনাকে শুভকামনা থাকল ।
১০| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৩৮
জুন বলেছেন: হেপি বাড্ডে আমি মিন্টু  ![]()
 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:১০
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ জুনআপু । শুভেচ্ছা রইল ।
১১| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৪৯
আবু শাকিল বলেছেন: আপ্নে ব্লগের শিশু এইডা কিন্তু আমি জানি ![]()
পেপার কাটিং দিয়া ৩২০ টা পোষ্ট দিয়া ফালাইচেন এইডা দেইখা আমি অবাক হয় নাই।
আর শুনেন আপ্নেরে নিয়া আমার সন্দেহ এখনো দূর হয় নাই।
হেপ্পি ভাদ্দে ![]()
ভালা থাইকেন।
 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:২১
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ শাকিল ভাই । বর্ষপূতির শুভেচ্ছা রহিল । কিছের সন্দেহ ? ![]()
১২| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:১২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
হ্যাপ্পি বার্থডে............। ![]()
 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:২৭
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই । কিন্ত হ্যাপী বার্থডে মানে কি এইটা কি আপনার পকেটে থাকে না বাসার ফুলদানীতে থাকে ভাই । ![]()
১৩| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:১৭
গেম চেঞ্জার বলেছেন: হ্যাপি বার্ডে মিন্টু ভাইডা!! 
 ![]()
 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:২৯
আমি মিন্টু বলেছেন: আপনারে ধৈন্যবাদ গেমু ভায়ু  । ভালো থাইকুন । প্রিয় জিনিসগুলারে দেইখা শুইন্না রাইখুন। 
  ![]()
১৪| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৩১
জনৈক অচম ভুত বলেছেন: আমি মিন্টু ব্লগ দীর্ঘজীবি হোক, দীর্ঘজীবি হোক, দীর্ঘজীবি হোক। 
 
  ![]()
 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৪৫
আমি মিন্টু বলেছেন: সবাই দীর্ঘজীবি হওক ।
১৫| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:০১
রূপক বিধৌত সাধু বলেছেন: ব্লগিয় জন্মদিবসের শুভেচ্ছা, মিন্টু ভাই! ভালো থাকুন সতত ।
 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:০৬
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ সাধু ভাই ।শুভকামনা থাকল ।
১৬| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:০৭
ঝালমুড়ি আলা বলেছেন: শুভ ব্লগীয় জম্মদিন ।
 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:১৯
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ঝালমুড়ি ভাই ।
১৭| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:৩০
চুঙ্গিওলা বলেছেন: হেফি বলগ বাড্ডে হেফি বলগ বাড্ডে
 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:২০
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ চুঙ্গিওলা
১৮| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:৩৯
খোলা মনের কথা বলেছেন: বর্ষপুর্তি শুভেচ্ছা রইল। আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল।
 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:২১
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ।
১৯| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:৫০
মিজানুর রহমান মিরান বলেছেন: বর্ষপূতির অনেক অনেক
শুভেচ্ছা রইলো ভাই...
 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:২১
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ মিরান ভাই ।
২০| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:১৬
কবীর বলেছেন: বর্ষপূতির অনেক অনেক শুভেচ্ছা রইল..
 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:২২
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ শাহারিয়ার ভাই ।
২১| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:২৩
ব্লগ সার্চম্যান বলেছেন: বর্ষপূতির শুভেচ্ছা নিবেন ভাই ।
 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৩০
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ।
২২| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:০০
টোকাই রাজা বলেছেন: শুভ .।.।.।.।.।.।.।.।।
 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:২৯
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ।
২৩| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:১২
আরণ্যক রাখাল বলেছেন: অভিনন্দন।
হ্যাপি ব্লগিং
 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৩১
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ রাখাল ভাই ।
২৪| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৩
নেক্সাস বলেছেন: হ্যাপি সামু বার্থ ডে
 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৫০
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ।
২৫| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:২২
আহমেদ জী এস বলেছেন: আমি মিন্টু  , 
উপনয়ন যখন হয়েই গিয়েছে এককদম, তখন এগিয়ে যান আরো শতেক  । 
শুভেচ্ছা জানবেন বর্ষপূর্তির ।
 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:০৪
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ জী এস ভাই আপনার মন্তব্যের সাথে সহমত । তয় ভাই পানের সাথে চুন ভাতের সাথে নুন এই আর কি ।
শুভেচ্ছা থাকল ।
২৬| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫৫
দৃষ্টিসীমানা বলেছেন: অনেক শুভ কামনা ।
 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:০৫
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ আপু ।
২৭| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:৫৮
আরজু পনি  বলেছেন: 
শুভকামনা রইল।
 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:০৪
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ আপু ।
২৮| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:৫৭
দেবজ্যোতিকাজল বলেছেন: HBD ভাই
২৯| 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১২:১৫
চাঁদগাজী বলেছেন: 
অভিনন্দন। অনেক অবদান
৩০| 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১২:১৯
আজাদ মোল্লা বলেছেন: অভিনন্দন ও শুভকামনা আপনার জন্য ।
৩১| 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১২:২৫
কালের সময় বলেছেন: হ্যাপী ব্লগ বার্ডে মিন্টু ভাইয়া । 
  
  এবার একটু ভালা কিছু লেখার চেষ্টা করুন । ![]()
৩২| 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১:০২
অর্ধ চন্দ্র বলেছেন: শুভ কামনা রইলো,,
৩৩| 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:২৭
মানসী বলেছেন: অনেক শুভকামনা মিন্টু ভাই। হ্যাকারদের শুভদৃষ্টি আপনার উপর থেকে দূরীভূত হোক।
 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:০০
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ প্রিয় মানসী আপু । আপাগো আপা আর কইয়েন না আপু কানে কানে শুনেন একটা কথা বলি এই পোস্টেও মনে হয় হ্যাকার সাহেবেরা আইছিল ।তারা আমারে নজরে রাখছে ।আপু  দয়া করিয়া একটু হ্যাকারদের বলে দিবেন তারা যেন আমার ওপরে আর কুনজর না দেন । ![]()
৩৪| 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৭:২৪
শাহাদাত হোসেন বলেছেন: খালি মুখে বর্ষপুর্তি হয়তো নারে।![]()
শুভ বর্ষপুর্তি ।
৩৫| 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:৫০
কাঁচাঝাল বলেছেন: শুভ হোক আপনার ব্লগ বার্ডে ।
৩৬| 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:৫৫
এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: শুভ জন্মদিন মিন্টু ভাই।
৩৭| 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:১৩
ঠ্যঠা মফিজ বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা থাকল মিন্টু ভাই ।
৩৮| 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৪৪
বিজন রয় বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা।
 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:৫২
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ বিজন রয় ভাই । শুভকামনা থাকল ।
৩৯| 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:১০
হামিদ আহসান বলেছেন: হ্যাপি ব্লগীয়-বাড্ডে ......
 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:১৪
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ আহসান ভাই ।
৪০| 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: 
শুভেচ্ছা। ![]()
 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:০৫
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ রাজপুত্র ভাই । শুভকামনা থাকল ।
৪১| 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:২৮
মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা ![]()
 
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:০৪
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ আপু । আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৩১
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: শুভ ব্লগিয় জন্মদিন মিন্টু ভাই।