| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
থাকে তাহারি চিন্তায়
মগ্ন মন যে অচেতন
হলো না তাই সতীর্থ
হলোনা কামনা পূরণ ।
ভুল ত্রুটি যাহা আছে
করো ক্ষমা ওগো মোর গুরু 
জীবন যেঠায় সমাপ্ত
হতে পারে সেঠায় আবারো শুরু ।
হবে মোর নব কর্মঠ
দেবো তোমার পায়ে জয়ন্তী
ছিলাম না তাহা আগে
হয়েছি যাহা বশীভূত ।
আছে মোর বিবক্ষা
হতে চাই শ্রেষ্ঠ
আগে বুঝিনি বুঝেছি এখন
কষ্ট না করিলে মিলে না কেষ্ট ।
তোমার হস্থকোপে জাগ্রত অনূভুতি
যেন অন্ধনয়নে নব এক জাতি ।
ভেঙ্গে কঠর হৃদয় হলো কমলমতি
এ যেন নিস্পাপ হাতে ছোঁয়ার ফুলসতি ।
 করো আশির্বাদ 
রাখতে পারি যেন মর্যাদা
সত্যের লড়াই 
যেন জাগ্রত থাকি সর্বদা।
পারবো পারবো আমি জানি
এ তোমার নব শিষ্যের এক বাণী ।।
 
১৯ শে মার্চ, ২০১৬  সকাল ৭:১৪
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ।
২| 
১৮ ই মার্চ, ২০১৬  বিকাল ৫:২৬
অগ্নি কল্লোল বলেছেন: ভালো লেগেছে।
 
১৯ শে মার্চ, ২০১৬  সকাল ৭:১৪
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ অগ্নি ভাই ।
৩| 
১৮ ই মার্চ, ২০১৬  বিকাল ৫:৩৭
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
+++
 
১৯ শে মার্চ, ২০১৬  সকাল ৭:১৫
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ বিজন রয় ভাই ।
৪| 
১৮ ই মার্চ, ২০১৬  বিকাল ৫:৪২
আমিই মিসির আলী বলেছেন: ভাল লাগলো।
 
১৯ শে মার্চ, ২০১৬  সকাল ৭:১৬
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ মিসির আলী ভাই ।
৫| 
১৮ ই মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৭:৪৬
মামুন ইসলাম বলেছেন: ভালো লাগলো কবিতায় প্লাস । +
 
১৯ শে মার্চ, ২০১৬  সকাল ৭:১৬
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।
৬| 
১৯ শে মার্চ, ২০১৬  রাত ২:০৯
মিজানুর রহমান মিরান বলেছেন: ভালো লাগলো কবিতা....
 
১৯ শে মার্চ, ২০১৬  সকাল ৭:১৬
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ মিরান ভাই ।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:১৯
দায়ী বলেছেন: অসাধারণত্