নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিলে কি হতে পারে?

২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৮

একটি কথায় আছে এমনেই নাঁচনেওয়ালী বুড়ি তার মধ্যে ঢোলের বারি ।
এমনেই আজকালকের ছেলেমেয়েরা বড়
খারাপ দিন যাপণ করছে তার ভিতরে যদি রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেয়া হয় তাহলে দেশের প্রতিটি ইংজেনারেশন ছেলে মেয়েদের ইয়াবার মত নেশা দ্রব্য ঘ্রাস করবে প্রতি পদে পদে ।বিপর্জয় ঘটবে রাষ্ট্রের । দেশে লুটপাট থেকে শুরু করে নারী নির্যাতন এবং
যৌন হয়রানীর মত অপরাধ বেড়ে দ্বিগুন হয়ে দাঁড়াবে । বিশেষ করে আমরা যারা ঢাকায় থাকি তারা একটু লক্ষ করলেই দেখতে পাই আমাদের ঢাকা শহরে রিক্সাপ্রেম গুলোর অফরুন্ত দৃর্শ্যপট । আর এই রিক্সাপ্রেমগুলো আমাদের পুরো সমাজকে কোথায় নিয়ে দাঁড় করাচ্ছে তা কি আমরা কখনো ভেবে দেখেছি । ভাই আমরা যারা ঢাকা শহরে থাকি তাগো সবারই কম বেশি রিক্স প্রেমের কথা জানা আছে । আর রিক্সা প্রেম যদি হয় পরিবেশ দূষণ তাহলে কিন্তু সেটা মেনে নেয়া কারোই পক্ষে সম্ভব না ।খোলা আকাশের নিচে রিক্সা করে পাশাপাশি একটি ছেলে একটি মেয়ে হাতে হাত রেখে এক রিক্সায় চরে ঘুরবে ।এটা ভালো কথা ।
কারন এই অধিকারটুক তাদের নিশ্চয় আছে । তয় লজ্জার কথা হলেও না বলে পারলাম না মাঝে মাঝে দিন দুপুর কাউকে রিক্সায় বসে মেয়েদের ঠোঠে ঠোঠ দিয়ে চুমা খাওয়াটা কোন দৃষ্টিতে দেখা উচিৎ সে বিষয়টি আমি পরিষ্কার না । আর পরিষ্কার হওয়ার জন্যই বিষয়টি ব্লগে শেয়ার করা ।শুধু ওই টুকোই না অনেক সময় রিক্সায় ছেলেদের মেয়েদের যে বেহাইয়াপানা কাজগুলো নজরে আছে তা সম্পূর্ণ পরিবেশ দূষণ করা দৃর্শ্য । আর সব থেকে মজার ব্যাপার হল ওই সব কাজে যে সকল ছেলে মেয়েরা জড়িত তার বেশির ভাগই শিক্ষিত এবং উঁচ্চ শিক্ষিত পরিবারের ছেলে মেয়ে । তাহলে সে সকল উঁচ্চ শিক্ষিত পরিবারের ছেলে মেয়েও কম শিক্ষিত না নিশ্চয় । তাহলে শিক্ষিত ছেলে মেয়েরা যেখানে জাতির আগামী ভবিষ্যৎ সেখানে তারাই নিয়ম শিক্ষলা ভেঙ্গে তছনচ্ছ করছে তাহলে জাতীর আগামীতে কি হাল হবে ।
তার ওপর যদি রাষ্ট্রধর্ম থেকে ইসলামকে বাদ দেয়া হয় । তাই বলছিলাম বিষয়গুলো কৃতপক্ষদের মাথায় নেয়া উঁচিৎ ।সে দিক থেকেই রাষ্ট্রধর্ম যদি বাদ দেয়া হয় সে ক্ষেত্রে দেশের ভবিষৎ ছেলে মেয়েদের অমঙ্গল মঙ্গল জনক কোন অবস্থানে তাদের পক্ষে দাঁড়ানো সম্ভব না । তাই রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেয়া আর ভবিষৎ ছেলে মেয়েদের অন্ধকারে ঠেলে দেয়া সমান।তাই রাষ্ট্রধর্ম ইসলাম রাখাইনা শুধু আরও কঠর ভাবে একে নিয়মে আনা প্রয়োজন । যেমন পাঁচওয়াক্ত নামাযের সময় মসজিদে আযান দেয়ার সাথে প্রতিটি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্ম স্থল বন্ধ রেখে আগে নামাজে যেতে হবে ।আগে নামাজ পরে কর্ম ।
শুক্রুবার প্রতিটি প্রতিষ্ঠান দুপুরে এক ঘন্টার জায়গায় দুই ঘন্টা সময় ব্রেক দিতে হবে ।
প্রতিটি প্রতিষ্ঠান বা কর্মস্থলে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও নামাজের আলাদা স্থান
রাখতে হবে ।
মেয়েদের ঘরের বাহিরে হিজাব বোরকা পরিধান বাধ্যতামূলক আইনের আওতায় আনতে হবে ।
এভাবেই সমাজের প্রতিটি ছেলে মেয়েদের
ধর্ম মতাবেক চলার নির্দেশনা বা পরিচালনা করতে হবে ।
তবে সুন্দর একটি রাষ্ট্র গড়ে তোলা সবার পক্ষে সম্ভব ।আসুন সকলে মিলে একটি সুন্দর দেশ গড়ে তুলি ।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৯

মোঃ আলামিন বলেছেন: তা হলে রিক্সায় ..........(?) .................. করবে কিভাবে ?

২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬

আমি মিন্টু বলেছেন: সে জন্যয়ই এখন একমাত্র ইসলামের পরিচালনা প্রয়োজন ।

২| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩

বিজন রয় বলেছেন: সুখে থাকুন।

২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৭

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ আপনিও ভালো থাকুন ।মঙ্গলময় জীবণ গড়ুন ।

৩| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪১

আবু জাকারিয়া বলেছেন: কি বলিবো বুঝিতে পারিতেছিনা! শান্তি চাই শান্তি!

২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভালো ও সুস্থ এবং নিরাপদ মঙ্গলময় জীবন গড়ে ওঠুক ।

৪| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৬

মোঃ আলামিন বলেছেন: মামুর ব্যাটা শান্তি কি গাছে ধরে ?

২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

আমি মিন্টু বলেছেন: ঠিক আছে ভেবে দেখুন কোন রাস্তায় হাঁটবেন ।

৫| ২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০১

বিপরীত বাক বলেছেন: এতকিছু থাকতে শুধু রিক্সা র দিকেই নজর পড়লো?
গরীবের পেটে লাত্থি মারলেন? ও ধরনের ডেটিং এ একটা রিক্সা ওয়ালা কত টাকা ভাড়া পায় জানেন?

২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

আমি মিন্টু বলেছেন: বস পোস্টে কোন ভাবেই রিক্সাওআলাকে দোষ দেয়া হয়নি । শুধু পোস্টটির বিষয়টা আরেকবার ভেবে দেখার অনুরোধ থাকল ।
ওটা মানে রিক্সা একটা উদাহারণ মাত্র ।
এখানে রিক্সার যাত্রীদের নিয়ে কথা হয়েছে ।

৬| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৫

কালের সময় বলেছেন: কিছু বলার নাই

২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৬

আমি মিন্টু বলেছেন: :(

৭| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৪

মাঘের নীল আকাশ বলেছেন: যাক্, রাষ্ট্রধর্ম তো ইসলাম বহাল থাকল...এবার নিশ্চই আমরা বেহেশতের পথে হাঁটবো...আমাদের শান্তি-সমৃদ্ধি এবার আর কেউ ঠেকায় রাখতে পারবে না!

কিন্তু বিধর্মী-মালাউন-নাসারা-মুরতাদ রাষ্ট্রগুলাতে তো রাষ্ট্রধর্ম ইসলাম না...ওই হারামীরা এত সুখে থাকে ক্যান, এত সমৃদ্ধশালী ক্যান...এইটা নিশ্চই আল্লাহর পরীক্ষা...

২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৬

আমি মিন্টু বলেছেন: বুঝতেই পারছেন । তয় আপনার আরেকটি নীক কই ।

৮| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৩

মাঘের নীল আকাশ বলেছেন: আমার এইটাই একমাত্র এবং অদ্বিতীয় নিক...লেখক মনে হয় রাষ্ট্রের মুসলমানি হওয়ার আনন্দে খেই পাইতেছেন না =p~

২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১২

আমি মিন্টু বলেছেন: B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.