নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গণতন্ত্র এবং মানুষ

ৰোহিতাশ্ব

তাসে ধানের শব্দ শুনিয়াছি, - ঝরিতেছে ধীরে ধীরে অপরাহ্ন ভরে; সোনালী রোদের রঙ দেখিয়াছি, - দেহের প্রথম কোন প্রেমের মতন রূপ তার - এলোচুল ছড়ায়ে রেখেছে ঢেকে গুঢ় রূপ - আনারস বন

ৰোহিতাশ্ব › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্র ? নাকি অন্য কিছু একটা ?

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৫

গণতন্ত্রে একটা মূল ভিত্তি হচ্ছে “government of the people, by the people, for the people", বা !চমৎকার, সে নয় হলো, মানলাম । কিন্তু সমস্যা টা অন্য জায়গায়। এই যে লাইনে people বলা হয়েছে তাকে নিয়ে সমস্যা। আমার জানতে ইচ্ছে হয় খুব--
যে এখানে পিওপল(People) বলতে ঠিক কাদের বোঝানো হয়েছে? যাদের হাত পা আছে, তাদের কে?নাকি অন্য কিছু একটা? পিওপল শব্দের বাংলা মানে হচ্ছে জনগণ। হম্মম। জনগন!!!ওই যে বুঝেছি, আরেব্যাস যারা সিনেমা হলে দাঁড়িয়ে জন গন মন গায় তারাই তো আর টুক করে জুতো সমেত পা সামনের সিটে রেখে বাকি সিনেমাটা দেখে ঘড়ে ফেড়েবি.দ্র(সাথে বান্ধবী থাকলে, সিনেমা টাই সব নয়তাই তো?)। সিনেমা হল থেকে বেড়িয়ে , ট্যাক্সি ট্যাক্সি!!!ট্যাক্সি চালক- না যাবো না(কম দূরত্বের ক্ষেত্রে)। কিছু জনগণ থাকবেই যাদের ৫০০ টাকা দিয়ে সিনেমার টিকিট কেটে, ওলা উবের পিক টাইম বুকিং টা একটু মানে ইয়ে হয়ে যায়। অগত্যাভীড় পাবলিক বাস, যদি জায়গা পেলেন বসার, তবে দণ্ডায়ামান জনগণ আপনাকে দেখবে, উল্টো টা হলে আপনি ওনাদের দেখবেন। এই সুযোগে এক জনগণ হঠাৎ আপনার বান্ধবীর সাথে একটু মানে ইয়ে করার চেষ্টা করে। বাংলা সিনেমার বুম্বা দা, মানে প্রসেনজিৎ এর মত প্রতিবাদ করতে পারলে বাকি জনগণ নিরুত্তাপ মুখ নিয়ে মজার কারণ খুঁজতে চাইবে। আর যদি আপনি বুম্বা দা না হতে পারেন, তবে গান করুন "আমার বলার কিছু ছিল না, না গো। চেয়ে চেয়ে দেখলাম" । যাক গে, এরপর আপনি বাস থেকে নামলেন। একটু বাজার করতে হবে, সবার তো আর রোজ রোজ বারবিকিউ বা রেস্তরাঁর খাবার হজম করার শক্তি বা সাহস নেই।এই সব ভাবতে ভাবতে একটু হিসি পেয়ে গেল, রাস্তার ধারে তো সবাই করেছে, তাই আমিও করতে পারি। আলবাত পারি, জনগণ এর জন্যে Govt., আর তাছাড়া আমি আপনি তো স্বচ্ছ ভারত ট্যাক্স দিলাম সিনেমা হলে টিকিট এর সাথে। হিসি আপনি তাই করতেই পারেন, স্বচ্ছ অন্য কেউ করবেই, সরকার কে টাকা দিয়েছি তার জন্যে
এরপর দু বার ঝেড়ে নিয়ে (বি.দ্র: নাক ঝাড়ার কথা বলা হয়েছে) নিমাই দার দোকানে আলুর দাম জিজ্ঞেস করলাম, যা দাম বলেলেন তাই দিয়ে কিনবেন যদি আপনি ভদ্র জনগন হন তবেই। আর তা না হইলে, নিজের আলু সামলে নিয়ে নিমাই দা কে জিজ্ঞেস করবেন 'কি রে নিমাই ?, এত দাম কয়তাছিস কেন?'। নিমাই দার সহজ জবাব 'আজ্ঞে, বাবু, আলু আসছে না বাজারে'। বা!!আমি ভাবলাম, তাই তো জনগণ চাষবাষ ছেড়ে গোঁ ধরেছে গোরক্ষা বাহিনী তে নাম লেখাতেকে করবে চাষবাষ। ? বাড়িতে এসেই রান্না চাপালাম, একটু বুঝে শুনে গ্যাস খরচা করতে হয়, কারণ গ্যাসের দাম যে হারে বেড়েছেতবু ভাবতে ভালো লাগে যে আমাদের জনগণ এর জন্যেই তো পটলের মা বিনি পয়সায় গ্যাস পেয়েছে যদিও পটলার মা নিজে রান্না করেন না, রান্নার মাসি আছেবিপিএল তালিকায় থাকা আটা, ময়দা, তেল পটলার মা পোটলা বেঁধে রান্নার মাসির কাছে কম দামে ঝেড়ে দেয়আরে জনগণ তো, কথায় আছে সরকার জনগণের জন্য। যাক গে রান্না বান্না নিজের টা কোনো মতো করে নিয়ে, আমি এবার টিভি চ্যানেলের সামনে। জনগণের নিউজ কার ব্যাগে কি আছে তা দেখার অধিকার জনগণের, কোথাও আবার পুলিশ কে জনগণ গণ গণ দিয়ে জান বার করে নিয়েছে, কোথাও বা ছোট্ট ছোট্ট বাচ্ছা ছেলেমেয়ে জনগণ নিজের জন্য ইয়ে করেছে। ছিঃ, খবর দেখার ইচ্ছে চলে গেল। কিছু বাদে, দেখলাম এক ভারতরত্ন বিজ্ঞাপণ দিচ্ছে, RO জল খান আর বাচ্ছারা ওনার মতো হয়ে উঠুনএই রে, পটলাদের রান্নার মাসির ছেলেটা হয়তো কোনোদিন ওনার মতো হতেই পারবে না, ও তো মিউনিসিপ্যাল কলের জল খায়তাও তো ও কিছু খায়, কত জনগণ এক বেলা খেতে পেলেই ভোট দিয়ে আমাকে মানে ইয়ে করে দিতো,মাত্র ২০ টাকার জন্যে কে যেন খুন হয়ে গেছিলো কিছু দিন আগে, খবরে দেখা।আর আমি ৫০০ টাকা দিয়ে সিনেমা দেখিবিরাট বাবু বিয়ে করেনআম্বানি চা কফি খান আমি সস্তায় নেট পাইসুদীপ্ত কাকু জেল গেছে জনগণের টাকা নিয়ে, এখন জনগনের ট্যাক্সের টাকা তেই ওখানেই খাওয়া দাওয়া করছেন বিজয় দা তো আবার জনগনের টাকা নিয়ে লন্ডন থাকেন, আর আমি একা কলকাতা তে ত্রিফলা আলোর নীচে দাঁড়িয়ে ভাবি লন্ডন এর রাস্তায় আছি, যাক গে ভাই অনেক রাত হলো, ধুস:কালকের ক্লাসের ছেলে গুলো কে পড়ানোর কিছু রেডি করলাম না, ধুর ছাড় তোচাকরি টা তো সরকারি আমারপেয়েছি তো আমিই, ফেস্টু , বিষটু তো এখনো পিছন ঘষছেহুঁ, ওরা নাকি বেশি নম্বর পেয়েছিল আমার থেকে আরে বাবা তাতেই হয়ে যাবে ভেবেছিলি?মানে ভালো রকম ইয়ে দিয়ে চাকরি টা পাওয়ার পরই তো, ফেস্টুর বান্ধবী এখন আমার বান্ধবী যাক গে কাল কি যে পড়াবো ক্লাসে? ছাড় তো!! আমি ম্যানেজ করে নেব, আরে আমি তো সরকারি লোক। আর সরকার মানেই জনগণ আর সরকার তো মানুষের জন্যই, নাকি?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৭

কাওসার চৌধুরী বলেছেন:



শুভ ব্লগিং................

২| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।

শুভকামনা রইল।

৩| ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

স্রাঞ্জি সে বলেছেন:



@হ্যাপি ব্লগিং.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.