নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ

বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়.....

অ্যাঙ্গেল বয়

আমি মানুষের সাথে মিশতে ও কথা বলতে পছন্দ করি।

অ্যাঙ্গেল বয় › বিস্তারিত পোস্টঃ

পায়ের গোড়ালিতে ব্যথা

২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ৭:১০





হিল পেইন বা গোড়ালি ব্যথা পায়ের ব্যথাগুলোর মধ্যে অন্যতম। কর্মঠ মানুষের দৈনন্দিন কাজকর্ম ও বয়স বৃদ্ধির জন্য গোড়ালি ব্যথা হয়। কোনো ব্যক্তি এক মাইল হাটলে দুই পায়ে প্রায় ১২০ টন ওজনের সমান স্ট্রেস পড়ে। গোড়ালির হাড় পায়ের হাড়গুলোর মধ্যে সবচেয়ে বড় এবং এটিকে ক্যালকেনিয়াম বলে। হাঁটতে গেলে পায়ের অংশের মধ্যে গোড়ালিই প্রথম মাটির সংস্পর্শে আসে। পায়ের হাড়ের সমন্বয়ে পায়ের আর্চ বা আকৃতি গঠিত হয়। আর্চ পায়ের শতকরা ৮০ ভাগ দৃঢ় অবস্থা রক্ষা করে। বাকি ২০ ভাগ দৃঢ় অবস্থা নিয়ন্ত্রণ করে পল্গান্টার ফাসা, টেনডন, লিগামেন্ট ও পেশি। ৩০ শতাংশের কম মানুষের দুই গোড়ালিতে ব্যথা হয়। ৮ থেকে ১৩ বছরের মধ্যে এবং ৪০ বছরের ঊধর্ে্বর্ গোড়ালি ব্যথা বেশি হয়।



হিলের ব্যথার কারণ :

হঠাৎ কোন দুর্ঘটনা ষ পল্গান্টার ফাসার প্রদাহ ষ হাই আর্চড বা ফ্লাট পা ষ ডায়াবেটিক রোগীরা পল্গান্টার ফাসার প্রদাহে বেশি আক্রান্ত হয় ষ ক্যালকেনিয়াম স্পার (অতিরিক্ত হাড়) ষ হাড়ের ইনফেকশন ষ শরীরের অতিরিক্ত ওজন ষ হাড়ের টিউমার ষ ক্যালকেনিয়াম হাড়ের ভেঙে যাওয়া ষ ক্যালকেনিয়াম বার্সার প্রদাহ (বার্সাইটিস) ষ পেশির প্রদাহ (টেনডিনাইটিস একিলিস) ষ রেটরো একিলিস টেনডন বার্সাইটিস ষ পল্গান্টার নার্ভ ইন্ট্রাপমেন্ট ষ ট্রমা বা আঘাত ষ আর্থ্রাইটিস ষ নতুন বা ত্রুটিযুক্ত জুতা ব্যবহার করলে।



লক্ষণ :

বাম গোড়ালিতে প্রথম ব্যথা হয় ষ ব্যথা গোড়ালির তলায় বা পেছনে হয় ষ বেশিক্ষণ হাঁটা বা দাঁড়ানো যায় না ষ সকালে ঘুম থেকে ওঠার পর ব্যথার জন্য পায়ে ভর দেওয়া যায় না। কিছুক্ষণ পর আস্তে আস্তে ব্যথা কছুটা কমে আসে ষ অনেকক্ষণ বিশ্রামে থাকার পর পা মাটিতে ফেলতে অসুবিধা হয় ষ খালি পায়ে হাঁটলে বেশি ব্যথা হয় ষ অসমতল জায়গায় হাঁটা কষ্ট হয় ষ গোড়ালি ব্যথার সঙ্গে কখনও পা জ্বলে যায়_ এ রকম মনে হবে।



করণীয় :

চিকিৎসা প্রদানের আগে গোড়ালি ব্যথার কারণ অনুসন্ধান করতে হবে। এ লক্ষ্যে রোগীকে শারীরিকভাবে পরীক্ষা এবং প্রয়োজনীয় কিছু ল্যাবরেটরি টেস্ট করাতে হবে। যেমন_ রক্তের গ্গ্নুকোজ, রক্তের সিবিসি, সিরাম ইউরিক এসিড, সিরাম আরএ ফ্যাক্টর, গোড়ালির এক্স-রে এবং নার্ভ কন্ডাকশন টেস্ট। এসব পরীক্ষার পর যা করতে হবে তা হলো_ উপযুক্ত মাপের জুতা পরিধান করতে হবে এবং নির্দিষ্ট সময় পরপর জুতা পরিবর্তন করতে হবে ষ অসমতল ও পাথরের ওপর এবং শক্ত জায়গায় খালি পায়ে হাঁটা নিষেধ ষ নরম জুতা বা ইনসোল লাগানো জুতা ব্যবহার করা উচিত ষ ফ্লাট ফুট হলে আর্চ সাপোর্ট লাগাতে হবে ষ প্রয়োজনে উঁচু হিল ব্যবহার করতে হবে ষ গোড়ালি ও টেনডো একিলিসের স্ট্রেসিং ও শক্তিশালী হওয়ার ব্যায়াম করতে হবে ষ ফিজিক্যাল থেরাপি যেমন_ এসডবিল্গউডি, এসটি ব্যবহার করা যেতে পারে ষ বেদনানাশক ওষুধ সেবন করা ষ স্টেরয়েড ইনজেকশন পুশ করলে সাময়িক ব্যথামুক্ত থাকা যায় ষ ছোট ছিদ্রের মাধ্যমে আরথ্রোস্কোপ প্রবেশ করিয়ে ক্যালকেনিয়াম স্পার এবং টিউবেরোসিটি ছোট টুকরা করে বের করা হয়। তবে চিকিৎসার চেয়ে বেশি প্রয়োজন প্রতিরোধ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ৭:৩১

মোঃ মজনুর রহমান বলেছেন:

ডাক্তার সাহেব(??????),ধন্যবাদ ।

২| ২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ৮:১৬

ব্লগার ইমরান বলেছেন: ভালো লাগলো। তবে অনেক ডাকতারী ভাষা বুঝিনি।

৩| ২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ৮:৫৫

জাহিদুল হাসান বলেছেন: আমার ও গোড়ালি ব্যাথা আছে, অনেক ডাক্তার দেখালাম, লাভ হচ্ছে না। পোষ্টের জন্য ধন্যবাদ, দেখি কোন উপকার পাই কি না।

৪| ২৪ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:৩৩

মোঃ মজনুর রহমান বলেছেন: জাহিদুল হাসান বলেছেন: আমার ও গোড়ালি ব্যাথা আছে, অনেক ডাক্তার দেখালাম, লাভ হচ্ছে না। পোষ্টের জন্য ধন্যবাদ, দেখি কোন উপকার পাই কি না।



ব্লগের অবৈজ্ঞানিক লেথায় কেউ বিভ্রান্ত হবেন না ।এখানে কোন লিন্ক অথবা মেডিক

৫| ২৪ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:৪০

মোঃ মজনুর রহমান বলেছেন:

জাহিদুল হাসান বলেছেন: আমার ও গোড়ালি ব্যাথা আছে, অনেক ডাক্তার দেখালাম, লাভ হচ্ছে না। পোষ্টের জন্য ধন্যবাদ, দেখি কোন উপকার পাই কি না।



ব্লগের অবৈজ্ঞানিক লেথায় কেউ বিভ্রান্ত হবেন না ।এখানে কোন লিন্ক অথবা মেডিক্যল রেফারেন্স নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.