নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই বলুন" আল ইজ ওয়েল"

জীবনটা দুই দমের......এক কদমেই যেন কেউ হার না মানে

অনীক লুম্বা

আমি খুবি সাধারণ ছেলে।

অনীক লুম্বা › বিস্তারিত পোস্টঃ

মাথার চুল কমে যাচ্ছে। বাঁচান!!! :((:((:((

১৭ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৫৭

ভাইয়েরা আপনারা যারা ডাক্তার কিংবা যাদের মাথায় অনেক চুল তারা দয়া করে আমার মাথার চুল বাচাইতে সাহায্য করেন। আমার মাথার চুল একটু মোটা ধরনের। চুলের ঘনত্ব মোটামুটি। মানে ছোট করলে মাথার তালু দেখা যায়। মাথায় খুশকি হয়। খুশকি দূর করার জন্য আমি আমার এক বন্ধুর কথায় স্কয়ারের সিলেক্ট প্লাস শ্যাম্পুটা ব্যবহার করেছিলাম। প্যাকেটের নিয়ম অনুযায়ী আমার চুলে যেহেতু প্রথমে অনেক খুশকি ছিল তাই সপ্তাহে ৩ দিন করে দিতাম। ১ মাস দেয়ার পর খুশকি কমে গিয়েছিল। কিন্তু চুল পড়ার হার বেড়ে যায়। সিলেক্ট প্লাস দেয়ার পর প্রতিবার অন্তত ২০-২৫ টা চুল পড়া শুরু করে আমার। শেষে উপায় না দেখে অই শ্যাম্পু ব্যবহার বন্ধ করে আগের নরমাল শ্যাম্পু ব্যবহার শুরু করি। তাতে চুল কিছুটা কম পড়ে। ৮-১০ টা। আমার মাথার ত্বক কিছুটা তৈলাক্ত। এখন ভাইয়েরা কিছু কি করার আছে চুলের ঘনত্ব বাড়ানোর জন্য? অথবা এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য??

সাহায্য করলে খুবই খুশি হই

মন্তব্য ৪১ টি রেটিং +৪/-১

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০৪

আবিরে রাঙ্গানো বলেছেন: আমার মাথার চুলও কমে যাচ্ছে, আপাতত প্রিয়তে রেখে দিলাম। দেখি কোন ভাই ভাল কোন উপদেশ দেয় কিনা।

২| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০৪

নিশাচর নাইম বলেছেন: ভাই একটু আগে এই চুল নিয়া এক টেনশনে পড়লাম।মাথার পিছনের অংশে খেয়াল করলাম কিছু চুল হটাৎ করেই কোনদিকে যেন উধাও হয়ে গেল।একবারে প্লেইন হয়েছে গেছে।মনে হচ্ছে কেউ যেন একটা একটা করে গোড়াসহ তুলে ওই জায়গা খালি করে ফেলেছে।আগে থেকেই এই খালি জায়গা ছিলনা কিন্তু হটাৎ করেই কেন হল বুঝতে পারছি না।এই খালি জায়গা দেখে আমার মায়ের অভিব্যাক্তি হচ্ছে "রাত জাগি তাই এই অবস্থা",আমার খালার চিন্তা "আমার শত্রু কেউ কোন জাদু-টোনার জন্য চুল তুলেছে আমার অজান্তে",আমার চিন্তা "এখনো বিয়ে করি নাই,এখন আমার কি হপে" :((

১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৪০

অনীক লুম্বা বলেছেন: রাত জাগার জন্য চুল কইমা যাওয়ার কথা আমিও শুনসি। কিন্তু ভাই আমি তো এখন প্রয়জনের চেয়েও বেশি ঘুমাই আমার এই অবস্থা হইব ক্যান?? :(( :(( :((

৩| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০৮

লাইট ভাই বলেছেন: কালোজিরা তৈল ব্যবহার করুন। নিয়ম জেনে করবেন। ইকো, আমানাহর তৈল ভাল।

১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৪৪

অনীক লুম্বা বলেছেন: নিয়ম কানুন কোথায় পাব একটু জানালে খুশি হই সবাই

৪| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:১১

রিফাত হোসেন বলেছেন: ............. আমি নিজে ডাক্তার এর কাছে গেছি দুইবার একবার দেশী একবার বিদেশী । :)

মজার ব্যাপার হল দুইজনই টাকলা আছিল =p~ =p~

দুইজনের একইমত চুল পড়ার পরবেই ।

হয়ত ভিটামিনের সমস্যা , তা দিল । কিন্তু তা দিয়ে লাভ হবে না । তবে চুল নিয়মতি আচড়াতে হবে । :) তাতে রক্ত চলাচল ভাল হবে । চুলের গোড়া টিকবে ।

১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৫০

অনীক লুম্বা বলেছেন: চুল আচড়ানোর এই কথা আমি আরও অনেকের কাছে শুনসি। কিন্তু বাসায় আম্মার যন্ত্রনায় চুল বড় রাখাই মুশকিল যে চুল আঁচড়াবো।

৫| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:১২

নিভৃত নয়ন বলেছেন: আমারও সমস্যা কিন্তু সমাধান নাই

৬| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:১৬

শায়মা বলেছেন: হা হা ভাইয়া তোমাদের দুঃখের সমস্যাটা দেখা যাচ্ছে অনেকেরই।


আমি কি সাজেশন দেবো???:P

১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৫৫

অনীক লুম্বা বলেছেন: দিয়া দেন। নাইলে কইলাম আপনার চুল নাই কইরা দিমু :P :P :P

৭| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:১৮

লেখাজোকা শামীম বলেছেন: ডাক্তাররাই টাকলা হয়া যায়, আর আপনে ..............

৮| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:১৮

রাহি বলেছেন: প্রতিবার অন্তত ২০-২৫ টা চুল পড়া শুরু করে আমার। X(( X(( X(( X((

সুখে থাকতে ভুতে কিলাইতাছে নাকি? ১০০টা চুল পড়া স্বাভাবিক। আমার তো মাথায় হাত দিলেই ৩০-৪০টা চইলা আসে। ১০০টা থাইকা অনেক বেশী পড়ে। :(( :(( :(( :(( লাইফ বরবাদ হইবার সমূহ সম্ভাবনা।

কে দিবে মাইয়া এই অভাগারে???

১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৫৮

অনীক লুম্বা বলেছেন: ১০০ টা পড়া স্বাভাবিক তা অনেকেই বলে। কিন্তু শুধু যদি শ্যাম্পু করার পরই ২০-২৫ টা পরে তাইলে কি বলবেন??

১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৫৯

অনীক লুম্বা বলেছেন: আপনে তো তাও বিয়ার পর্যায়ে চইলা গেসেন। আমি মাত্র ভার্সিটিতে উঠলাম। আমার কি হইব?? :(( :(( :((

৯| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:১৯

রাহি বলেছেন: ভগিনী উরফে নানী, আমারে সাজেশন দেও :((

১০| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:১৯

শায়মা বলেছেন: শামীমভাইয়া এ সমস্যার সমাধান কোনো ডাক্তার দিতে পারবেনা ।



ইহার জন্য কেশ বিশেষজ্ঞ লাগিবেক।:)

১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:০১

অনীক লুম্বা বলেছেন: কেশ বিশেষজ্ঞরাও এখন কেশ হারায়া বইসা আছে

১১| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:২১

লিঙ্কনহুসাইন বলেছেন: অতিরিক্ত কম্পিউটার চালাইলে মাথার চুল উঠে যায় এবং এমন কি অনেক শারীরিক সমস্যা হয় তাই বেশি কম্পিউটার চালাইয়েন না

১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:০৩

অনীক লুম্বা বলেছেন: কন কি?? আমি তো পারলে ১৮ ঘন্টাই কম্পিউটার চালাই। আমার সামনের অর্থাৎ মধ্যভাগের চুল নিয়া ঝামেলা

১২| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:২৭

অনন্যমানুষ বলেছেন: খুশকি দুর করার জন্য আপনি নিযোরাল নামক শেম্পুটি ইউস করে দেখেন, খুশকি চলে যাবে। শেম্পুটি ভাল বড় যে কোন ফার্মেসিতে পাবেন। দাম ৩০০-৩৫০/- টাকা

চুল ঘন করার জন্য আমলকির তেল প্রতিদিন রাতে মাথায় মেখে ঘুমাবেন। সকালে গোসলের সময় শেম্পু করে ফেলবেন।
আমলকির তেল পাবেন বড় যে কোন ডিপার্টমেন্টাল ষ্টোরে, যেমন- আগোঢ়া, স্বপ্ন, মীনাবাজার। তেলের নাম ডাবর আমলা, দাম পরবে ১৭০ টাকা। এছারাও আমাদের দেশের হামদর্দের তৈরি করা আমলা হারবাল তেল কিনতে পারেন। এই তেল নিয়মিত ব্যবহারে খুশকি দূর করে, চুল পরা বন্ধ হয় সেই সাথে নতুন চুল গজাতে সাহায্য করে। দাম পরবে ১৫০ টাকা

আর এত সব ঝামেলা করতে না চাইলে লেসার ট্রিটমেন্ট নিতে পারেন। লেসার মেডিক্যাল সেন্টার গুলশান অথবা ধানমন্ডির শাখায় যেয়ে দেখতে পারেন। ডাক্তারের পরমর্শের জন্য ৫০০/- টাকা আর প্রতিটি নরমাল সেসন লেসার বীমের জন্য ৫০০/- টাকা। আর এডভান্স সেসনের জন্য ১০০০/- টাকা। ডাক্তার আপনার সমস্যার ধরন দেখে বলে দিবেন যে কোন ধরনের কতটি সেসন লাগতে পারে।

১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৩০

অনীক লুম্বা বলেছেন: আমলার কথাটা শুনে ভালো লাগল।

১৩| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:২৮

খাতা কলম বলেছেন: এটা লাগাও মিয়া

১৪| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:২৮

শায়মা বলেছেন: রাহির জন্য সাজেশন....

রোজ রাতে মাথায়(নাকেও) খাঁটি সরিষার তেল দিয়া অন্তত পক্ষে ৮ ঘন্টা ঘুমাইতে হইবেক।

(নাকে তেল দেবার অর্থ= দুশ্চিন্তামুক্ত মন ও মাথা:))

সকালে উঠিয়া শেলশন বা যে কোনো ডানড্রাফ্ট শ্যাম্পু দিয়া চুল পরিষ্কার করিয়া সুষম খাদ্য তালিকা হইতে ব্রেকফাসট নির্বাচন করিয়া ধীরে সুস্থ্যে ( তাড়াহুড়ায় নহেX( তাইলে গলায় বাঁধিয়া মাথার চুল পড়িয়া যাইতে পারে)

দুপুরেও ভিটামিনযুক্ত শাকসবজী ও ছোটমাছ( ক্যালসিয়াম) সহযোগে লান্চ সারিতে হইবেক।

রাতে যাই খাওনা কেনো এক গ্লাস স্কিমড মিল্ক খাইয়া সোজা সকাল সকাল বিছানায় যাইতে হইবেক। ( নো ব্লগ, নো টিভি) মানে আরলি টু বেড এ্যান্ড আরলি টু রাইজ:)


দেখিবে রোজ সকালে উঠিয়া যে, বরষার দূর্বা ঘাসের ন্যায় মাথায় নব্য নব্য চুল গজাইতেছে।:)

১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৩২

অনীক লুম্বা বলেছেন: শায়মা আপু, টিভি আর ব্লগ ছাড়া থাকুম কেমনে? তাছাড়া এক গ্লাস স্কিমড মিল্ক এ কি এমন আছে যে বরষার দূর্বা ঘাসের ন্যায় মাথায় নব্য নব্য চুল গজাইবে?? জানাইলে খুশি হই।

১৫| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:২৯

শায়মা বলেছেন: এতদিনে বুঝলাম রাহির চেকচেক ক্যাপে মাথা ঢেকে রাখার রহস্য।:(

১৬| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৩৩

খাতা কলম বলেছেন: শায়মা ম্যাম যা বলছে তা মানলে চুল যা আছে তাও রইবেনারে , সাবধান B:-)

১৭| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৩৪

বেলাল আহমেদ রাসেল বলেছেন: ভাই আমিও অপেক্ষায় রইলাম
সুন্দর সাজেশনের জন্য

১৮| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৩৮

শায়মা বলেছেন: খাতা কলম বলেছেন: শায়মা ম্যাম যা বলছে তা মানলে চুল যা আছে তাও রইবেনারে , সাবধান

ভাইয়া তোমার চুল পড়ার গল্পটা বলোনা প্লিজ।:)


আমি কিন্তু ঠিকঠিক সাজেশনই দিয়েছি।

নো দুশ্চিন্তা
নো রাত জাগা
নো অনিয়ম খানা পিনা
খুশকীমুক্ত পরিছন্নতা
ভিটামিন, ক্যালসিয়াম সুষম খাদ্য...:)

১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৫০

অনীক লুম্বা বলেছেন: বেশি বেশি কইরা পানিও নাকি অনেকে খাইতে বলে। এইটা করলেও কি উপকার হবে??

১৯| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৪৭

জীবনকেসি বলেছেন: বয়স দুই কম চল্লিশ। চুল বিগত বিশ বছরে অর্ধেক হয়েছে। তয় এখনো যা আছে ইর্ষনীয়। দু একটা পেকেছে। দেখা যায় না।

রহস্য :
খাটি শরিষার তৈল লাগিয়ে স্কুল এ যেতাম। এখনো রাতে মাঝে মাঝে মাখি।
টেরাই মারেন।
তয় চুল উঠার বড় কারণ হিসাবে আমার মনে হয় স্যাম্পুই দায়ী। কোন কোন স্যাম্পু দিলে হাত কালো হয়ে চুল উঠে । আবার কোন কোন টায় একটা চুলও উঠায় না।

নিজের কথা।

সবাইকে ধন্যবাদ।

১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৫৫

অনীক লুম্বা বলেছেন: খাটি শরিষার তৈল আমি সকাবেলা লাগায়া তারপর শ্যম্পু কইরা ফালাইতাম। তাতে লাভ হইত না ক্ষতি হইত বুঝতাম না। আপনার কথা শুইনা আবার ট্রাই মারুম ভাবতাসি

২০| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৫৬

জাতির নানা বলেছেন:
নো ট্যানশন =p~ =p~ =p~ =p~

১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৫৫

অনীক লুম্বা বলেছেন: নানা এইডা আপনার যৌবন কালের ছবি নি??

২১| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:০৯

আন্ধার রাত বলেছেন: ১. চুলের গোড়ার নিচে চর্বি জমলে চুল পড়ে যায়।

২. হরমোন ইমব্যালান্সজনিত কারনে থোকায় থোকায় চুল পড়ে যায়।

৩. খুশকীর বাড়াবাড়িতে চুল পড়ে যায়।

৪. অপুষ্টিজনিত কারণেও চুল পড়ে।

৫. হাইপারটেনশন ও ডায়াবেটিস থাকলেও চুল পড়তে পারে।

৬. দুই নম্বরী চিন্তাভাবনা করলেও চুল পড়তে পারে।

৭. বাম হাতে ইনকাম করলেও চুল পড়তে পারে।

৮. রাত জেগে মোবাইলে ফুসুর ফুসুর করলেও চুল পড়তে পারে।

৯. অশ্লীল সাইট ভিজিট করলেও চুল পড়তে পারে।

১০. মোবাইলে অনৈতিক দৃশ্যাবলী জমা রাখলেও চুল পড়তে পারে।



২২| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:২৪

নিউজ২৪ বলেছেন: আমারও আগে চুল পড়ত। কিন্তু আল্লাহর রহমতে এখন চুল পড়ে না। কারন আমি সবসময় চুল ছোট (আর্মি কাট) করে রাখি। আর খুশকির জন্য ক্লিয়ার ম্যান দিয়ে দেখতে পারেন।

২৩| ১৮ ই এপ্রিল, ২০১২ রাত ১২:০৯

াজীব ফারহান বলেছেন: take Recur(1 mg) of beximco everyday. its only prescribed medicin for male patern hairloss in BD. after 2 months improvement is sure if u r below 35. have to take for long tym. no side effect at all. after 6 months every after 2 days take 1 medicin. after 1 year every after 3 days take 1. it works for 90% male. i got result.

shampoo/oil these r bogus for hairloss. internal med is must for hair growth.external treatment works for 5% or less.

২৯ শে এপ্রিল, ২০১২ রাত ১২:৪২

অনীক লুম্বা বলেছেন: ভাই এইটা কতদিন খাইতে হবে?? আর খাইলে কতদিনের মধ্যে উপকার পাব?? খাওয়া বন্ধ করলে কি কোনও ঝামেলা হবে?? জানাইলে সবাই খুশি হই

২৪| ১৮ ই এপ্রিল, ২০১২ রাত ২:৩৮

নিশি মানব বলেছেন: এই মেইলে যোগাযোগ করতে পারেন আপনি ।
এখানে আপনাকে মনে হয় যথেষ্ট সহায়তা করতে পারবো আমি ।
[email protected]

২৫| ২৪ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:১০

সৌরভ গুপ্তা বলেছেন: Click This Link

বাংলাদেশে কেউ কি লেসার ট্রিটমেন্ট করেছেন এমন পরিচিত কেহ আছেন?

২৬| ১৫ ই জুন, ২০১২ দুপুর ১:২৯

অন্য হিমু বলেছেন: আমি আর কি কমু বিজ্ঞজনেরাই ফেল মারলো ।

২৭| ১৫ ই জুন, ২০১২ দুপুর ১:৩৪

সারথী মন বলেছেন: ভয়ের কিছু নাই-চুল সব পরেগেলেও মরবেন্না :)

২৮| ২৬ শে মে, ২০১৪ রাত ১:০৮

সাইফুল্লাহ িজপসী বলেছেন: চুল গজানোর জন্য হ্যাভেন হারবাল হেয়ার ট্রিটমেন্ট ব্যাবহার করতে পারেন। এইটা ব্যাবহারের দ্বারা আমার দুলাভাইর মাথার চুল গজাইছে। আশা করি, আপনার রেজাল্ট পাবেন।

http://www.facebook.com/heavenherbal

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.