নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিকেত মাহমুদের ব্লগ

অনিকেত মাহমুদ

মুক্ত চিন্তায় বিশ্বাসী

অনিকেত মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

কাশিমপুরের একই ভবনে রনি, মামুন, মাহমুদুর রহমান ও মীর কাশেম আলী

২৬ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৬



পটুয়াখালী-৩ আসনের (দশমিনা-গলাচিপা) সংসদ সদস্য গোলাম মওলা রনিকে গতকাল রাত আটটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। রনির নিরাপত্তা এবং কারাগারের কৌশলগত কারনে রনিকে দ্রুত কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। রনিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর ভিআইপি সেলে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলার মাহবুবুর রহমান। কারাগার সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে গোলাম মাওলাকে ঢাকা থেকে এ কারাগারে আনা হয়। পরে তাঁকে কারাগারের ভিআইপি বন্দীশালার সুরমা ভবনের দ্বিতীয় তলায় রাখা হয়েছে। ওই ভবনে ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, আলোচিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, জামায়াতের নেতা মীর কাশেম আলী বন্দী আছেন। এরআগে গতকাল সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিআইপি বন্দির সাক্ষাতের কক্ষে খেজুর, শসা, শরবত ও আনুসাঙ্গিক আরো কিছু খাবার দিয়ে ইফতার সম্পন্ন করেন সংসদ সদস্য গোলাম মওলা রনি। বিকেল পৌনে ৪টায় আদালত থেকে কারাগারে নেয়া হলেও মাগরিবের আজানের আগ পর্যন্ত সময়ের মধ্যে কারাগারের ভিআইপি সেল চম্পাকলির একটি কক্ষ রনির জন্য প্রস্তুত করা হয়। ধোয়া-মোছা, বিদ্যুত সংযোগ, পানির লাইন মেরামতসহ বিভিন্ন ব্যবহারিক পন্যগুলো উপযোগী করে তোলা হয়। এরপরই মাগরিবের নামাজ শেষে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের চম্পাকলি নামে ভিআইপি সেলে নেওয়া হয়েছে। তবে সেই সেলে তিনি বেশীক্ষন স্থায়ী হননি। উপযোগী ভিআইপি সেল সংকট থাকায় রাতেই তাকে সেখান থেকে কাশিমপুর কারাগারে পাঠিয়ে দেয় কারা কর্তৃপক্ষ। গতকাল বিকেল পৌনে চারটার দিকে তাকে কঠোর নিরাপত্তায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। তাকে প্রথম শ্রেনী বন্দির মর্যাদা দেয়া হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের গেটে রনি হাত উঁচু করে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার ভাই, অনাকাঙ্খিত ঘটনার দায়ভার আমার, আমার এই অপরাধের জন্য আমাকে নিঃশর্তভাবে ক্ষমা করে দিবেন। তাছাড়া আমি বর্তমানে পরিস্থিতির শিকার। এবিষয়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার জাহাঙ্গীর কবির জানান, সংসদ সদস্য গোলাম মওলা রনিকে কারাগারে আনা হয়। তাকে ৩য়তলা ভবনের উৎকৃষ্টমানের একটি ভিআইপি কক্ষে রাখা হয়েছে। সেখানে তাকে প্রথম শ্রেনীর বন্দির মর্যাদা দেয়া হচ্ছে। দেয়া হয়েছে জেলকোড অনুযায়ী বিশেষ খাবার, একটি পত্রিকা এবং এক ব্যাণ্ডের একটি রেডিও। এছাড়া চলাফেরায় থাকছে প্রিজনার্স ক্যাশসহ (পিসি)অনেক ধরনের সুযোগ সুবিধা।





তথ্যসূত্র

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৮

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: Threesome !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.