নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা শক্তি আমরা বল

অনিন্দ

আমাদের দেশ একটি সমস্যাবহুল দেশ।যথাযথ ব্যাবস্থা আর সচেতন নাগরিক কেবল পারে এ সমস্যা থেকে মুক্তি দিতে।

অনিন্দ › বিস্তারিত পোস্টঃ

উত্তর......... অজানা

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৮






এই রাত্রির একাকীত্ব,
কিংবা বিরহী কোন কবিতা,
কিংবা ধ্বসে যাওয়া এ মনের উঠোন,
তার একটাই কারণ,
শুধু তুমি।

এই অশান্ত শ্রান্ত মন,
কিংবা অভিমানে ভরে ওঠা হৃদয়ের কোণ,
কিংবা অবুঝ আমাকে বুঝানোর ক্লান্তিহীন চেষ্টা,
তার একটাই কারণ,
শুধু তুমি।

এই নিজের সাথে অবিরাম যুদ্ধ,
কিংবা বারংবার হারানোর সুতীব্র ব্যথা,
কিংবা বারবার ফিরিয়ে নেয়ার অব্যক্ত আকুতি,
তার একটাই কারণ,
শুধু তুমি।

এই নিজেকে প্রকাশে ব্যর্থতা,
কিংবা অপরের মত হতে না পারার গ্লানি,
কিংবা এই গ্লানিতেই ধুঁকে ধুঁকে মরা,
তার একটাই কারণ,
শুধু তুমি।

আমি তোমাকে চাই,
কোন ভগ্নাংশ নয়,
নয় তোমার শরীর কিংবা মনের অধিকার।

আমি তোমার পুরোটা জুড়ে থাকতে চাই,
কারো শরীক হয়ে নয়,
কারো সাথে তুলনীয় হয়ে নয়,
অন্য কারো চিন্তার অংশ হয়েও নয়,
আমি শুধু তোমার হয়েই থাকতে চাই।

আমি তোমাকে পেতে চাই,
আমার শরীরের শেষ শক্তিটুকু দিয়ে হলেও চাই,
শুধু আমার হিসেবেই চাই,
তোমার জন্য আমার সেরাটা চাই।

হয়ত আমি সফল,
হয়ত ব্যর্থ,
হয়ত তোমাকে আমি সত্যিই পেয়েছি,
কিংবা হয়ত পাইনি কিছুই,
কিংবা পেতে পেতে হারিয়ে ফেলছি,


উত্তর...............­. অজানা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩১

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লাগল । ভাল থাকবেন কবি

২| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২১

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.