![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকরো কথা -----
---------------------
ব্যাপারটা অনেক দিন থেকেই মাথায় ঘুরছিল, যদিও আমরা সবাই এর সবই মনে মনে জানি, কিন্তু কাজে কর্মে মানিনা।
এই যে, সামাজিক এত অস্থিরতা, এর কারণ কি?
আমার তো মনে হয়,
এর মুল কারণ হলো আমাদের শিক্ষা বা শিক্ষা ব্যবস্থা।
একটা শিশু যখন জন্মায়, কিছুই সে তখন জানেনা, আর আমরাই তাকে দানব হতে শেখাই, ছেলে কিংবা মেয়ে হতে শেখাই। কিন্তু যেটা শেখানো সবচেয়ে জরুরী, সেটাই শেখাই না। সেটা হলো, তাকে মানুষ হয়ে বড় হবার শিক্ষা।
শিক্ষার প্রথম জায়গা হলো, নিজের পরিবারের পরিবেশ। কিন্তু কয়টা পরিবারের মাঝে মানবিকতার চর্চা আছে, সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। পরিবারে আমরা শেখাই, জীবনের ধ্রুব হলো ---- প্রথম হওয়া, সফল হওয়া।
না বুঝেই শিখিয়ে ফেলি ----- স্বার্থপরতা। নিজেরাই বুঝি না, সফল হবার চেয়ে স্বার্থক হওয়া, কতটা আবশ্যক।
এরপর, বাচ্চা যায় প্রাথমিক শিক্ষা নিতে।কিন্তু বাস্তবিক ভাবে কি শেখে সেখানে?
আচ্ছা, আমরা তো কেউ কখনওই প্রাথমিক স্কুলের শিক্ষক হতে চাইনি বা চাইনা। তাহলে, এখানকার শিক্ষক হয় কারা?
দুঃখজনক ব্যাপার হলো, এখানে শিক্ষক হয় মনভাংগা মানুষগুলো---- যে প্রায় জীবনের সবখানেই প্রতারিত বা পরাজিত হয়েছে ---- যার কোন স্বপ্ন নেই।
কথা হলো, যে নিজেই স্বপ্ন দেখতে পারে না, সেকি অন্যকে স্বপ্ন দেখাতে পারে? আমার মনে হয়, পারে না। তাহলে, বাচ্চাগুলো স্বপ্নহীন হয়েই বেড়ে ওঠে---- উঠতে হয়।
তারপর আসে উচ্চশিক্ষার পর্যায়,
আমি একে বলি বানিজ্যিক শিক্ষা, বা পুঁজিবাদী শিক্ষা। আবার, এর মাঝে আছে রাজনৈতিক নগ্ন থাবা। তো নিস্পাপ, শিশু হয়ে গেল অনাকাঙ্ক্ষিত দানব।
আমরা কি কখনো জানতে চেয়েছি, আমাদের শিশুরা কি হতে চায়? কিংবা মানতে চেয়েছি ওদের চাওয়াগুলো।
চাইনি -----
আমরা চেয়েছি ওরা আমাদের চাওয়া গুলো পূর্ণ করুক।
কিন্তু, কেউ একজনকে ধ্রুব করে বলতে পেরেছি, তুমি উনার মতো হও। আমি পারিনি।
জানিনা, আপনারা পেরেছেন কিনা?
তাই, একটাই কথা বলে শেষ টানি,
যাদের কে স্বপ্ন দেখতে শেখাইনি, মানুষ হতে শেখাইনি তাদের কাছে মানবিক আচরণ আশা করি কোন মুখে।
যারাই পড়েছেন,
কষ্ট করে পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
-------------- অনিরুদ্ধ, ৩ জুলাই ২০১৫
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১২
সুমন অনিরুদ্ধ বলেছেন: পুরোনো লিখা, ব্লগে প্রথম বার