নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন অনিরুদ্ধ

সুমন অনিরুদ্ধ › বিস্তারিত পোস্টঃ

মনোযাতনা

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২২

"ক্ষমা একটি মহৎ গুন। " ছেলেবেলায় পড়েছিলাম।
মানে মহৎ মানুষেরাই ক্ষমা করতে পারেন নির্দ্বিধায়। কিন্তু দুর্বল লোক কি সত্যিকার অর্থেই ক্ষমা করতে পারেন? না, বাস্তবিকই তারা ক্ষমা করতে পারেন না। অনেক সময় যে ক্ষমা আমরা তাদের কর্তৃক দেখতে পাই, সেটা মুলত তারা করতে বাধ্য হন। এটা তাদের দোষ নয় অবশ্যই, কারন প্রকৃতি তাদের সেভাবে বড় হতে শেখায়নি। আমার প্রশ্ন তাদের সক্ষমতা নিয়ে নয়, আমার প্রশ্ন যাদের আমরা প্রচণ্ড ক্ষমতাশালী হিসাবেই জানি কিংবা দেখতে পাই --- তারা কেন ক্ষমা করতে পারেন না?
মনে হয় বাইরের মুখোশটা খুব শক্তিধর দেখালেও, তাদের ভেতরটা বড্ড অন্তঃসারশূন্য।
প্রকৃত ক্ষমা একটি বড় গুন, যা শুধু মুখেমুখে করা যায় না, করতে হয় মনের একদম ভেতর থেকেই। তবে কথা হলো, এ পৃথিবীতে সত্যিকারভাবে সেরকম মহৎপ্রাণ আছে কয়জন?

মহাভারতে একটা কথা পড়েছিলাম

"যৌবনে মানুষের আরাধনা থাকে সৌন্দর্য বা শক্তির, প্রৌঢ়ত্বে সেটা থাকে ক্ষমতা বা সম্পদের কিন্তু যখনই মানুষ বৃদ্ধ হয় চারদিক থেকে উকি দেয় মৃত্যুর ছায়া তখন মানুষ খোঁজ করে অমরত্বের, এই নশ্বর শরীরটাকে না পারা যাক অন্তত নিজের নামটা যেন টিকে থাকে সেটাই একান্ত চাওয়া হয়ে যায় তার। "

অল্প কয়দিনের এ জীবনের পথকে কত দীর্ঘ ভাবি আমরা।
তবুও এরমাঝে যদি সৎগুনগুলোর চর্চা করি সবাই তবে মহামানবিক জীবনের খোঁজ আমরা না পাই অন্তত মহাপ্রস্থানের সময় আক্ষেপ নিয়ে যেতে হবে না।

ভালো থাকুন সবাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.