![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এককাপ ধুমায়িত চা আর কষ্টহীন সংবাদে ভরা একটি দৈনিক পত্রিকা নিয়ে যদি কোন একটি অলস সকাল, কোনোদিন এমন ভাবে শুরু করা গেলে দারুণ হতো। বৈষম্যহীন সকাল নয়, কিন্তু সকালের কুয়াশাভেঁজা ঘাসে পা ভিজিয়ে যদি মনেকরা যেত ----- এই যে এখানে দাঁড়িয়ে আমি, এই শঙ্কামুক্ত ভূমি আমার দেশ, আমার পিতামাতা শুয়েছে এ দেশের পবিত্র মাটির বিছানায় ; একদিন আমিও চলে যাবার আগে বুকভরা এক গভীর শ্বাস ছাড়তে ছাড়তে এই নিশ্চয়তায় চলে যেতে পারব ---- আমার সন্তানেরা এখানে আলো বাতাসের মতই নিরাপদ।
দিন যায়, রাত যায় ---- স্বপ্নকে তাড়া করে ফেরা দুঃস্বপ্নই সত্য হয়ে থাকে। ভোরে জীবিকার তাড়নায় বের হয়ে ছুটতে ছুটতে দেখি ---- ডিজিটাল স্বপ্নহীন মানুষেরা গুটিসুটি মেরে থাকে কুকুরের মত, নিভুনিভু আগুন আর জমানো ছাইয়ের পাশে।
পেটমোটা প্রবৃদ্ধির উচ্চস্ফীতির ক্রমবর্ধমান অর্থনীতির দেশে আমিও সে দুঃখ দ্রুতই ভুলে যাই, সকালের ধুমায়িত এককাপ চা, একটি সস্তা সিগারেট আর পত্রিকার কাটতি বাড়ানো নিয়মমাফিক উন্নয়নের সংবাদে।
©somewhere in net ltd.