নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন অনিরুদ্ধ

সুমন অনিরুদ্ধ › বিস্তারিত পোস্টঃ

আগা মোটা গোঁড়া চিকণ

২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

দেশ এগুচ্ছে, অর্থনীতিতে, মানবসূচক উন্নয়ন, অবকাঠামোগত দিক থেকে ; তাই তো বলা হচ্ছে অনেকদিন ধরে।ব্যাপারটা একদম মিথ্যা নয়, অবশ্যই এগুচ্ছে দেশ।যদিও উন্নয়ন গাছে এখনও ফুল বা ফল আসেনি কিন্তু শুনেছি বীজ রোপিত হয়েছে। বীজ যখন পুঁতেছে গাছ তখন
হবে, গাছ যখন হবে ফল তাতে ধরবেই। তবে কথা হলো, এ ফল খাবে কে? রাজার ফল রাজাই খেলে রাজ্যের কি লাভ?
অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, " যে আয়ের বন্টন সুষম হয় না, তা অর্থনৈতিকভাবে গুরুত্বহীন। কারণ পেটমোটা স্বাস্থ্যকে কখনোই সুস্বাস্থ্য বলা যায় না যেমন, তেমনি এককেন্দ্রিক উন্নয়ন চেষ্টা সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়াকে ব্যাহত করে।" অথচ এ অঞ্চলে নিয়ম এটাই অধীশ্বর যেটা ভাবেন সেটাই ধ্রুব। তাই চুয়াল্লিশ বৎসর ধরে যতটুকু স্বাভাবিক উন্নয়ন হওয়ার কথা ছিল হয়েছে তার চেয়ে অনেক কম। এক রাস্তা যদি দলীয় লোককে একাধিক বার টেন্ডার দিয়ে মাল কামাতে হয় তবে বহু ফুটো বস্তায় চাল নিয়ে হাটে বিক্রি করার মতই হবার কথা। আগা মোটা আর গোঁড়া চিকণ হলে সামান্য বাতাসেই তা নড়বড়েভাবে ভেঙে যায়, দাঁড়িয়ে থাকে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯

ম্যাড ম্যান আকাশ বলেছেন: একদম ঠিক বলেছেন।

২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

সুমন অনিরুদ্ধ বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.